বাংলা হান্ট ডেস্কঃ বাংলা হোক বা হিন্দি, সিরিয়ালের (Bengali Serial) ভবিষ্যৎ নির্ভর করে টিআরপির (TRP) উপর। রেটিং ভালো থাকলে লম্বা সময় ধরে ধারাবাহিক চলতে থাকে, রেটিং কমলে অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যায় পথচলা। এবার যেমন স্টার জলসার (Star Jalsha) একটি জনপ্রিয় সিরিয়াল শেষ হতে চলেছে। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে অন্তিম পর্বের শ্যুটিং।
শেষ হচ্ছে জলসার কোন ধারাবাহিক (Bengali Serial)?
সাম্প্রতিক অতীতে একাধিক নতুন বাংলা মেগা শুরু হয়েছে। জলসার পর্দার শীঘ্রই ‘রাজরাজেশ্বরী রানি ভবানী’ শুরু হতে চলেছে। ইতিমধ্যেই দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। এরপর থেকেই ‘রোশনাই’ শেষের জল্পনা কল্পনা শোনা যাচ্ছিল। এবার সেই খবরে শিলমোহর দিলেন ‘সুরঙ্গনা’ অভিনেত্রী ঊষসী চক্রবর্তী নিজে।
View this post on Instagram
এই সিরিয়ালে গরিমার মায়ের ভূমিকায় অভিনয় করছিলেন ঊষসী। অন্তিম পর্বের শ্যুটিংয়ের পর অনস্ক্রিন মেয়েকে জড়িয়ে একটি ছবি শেয়ার করেন তিনি। ক্যাপশনে লেখা, ‘আজ রোশনাই এর শুটিং এর শেষ দিন ছিল। একটা মেগা সিরিয়াল দেড় বছর ধরে চলা মানে সবাই একটা পরিবার হয়ে যাওয়া। লেখার সঙ্গে সম্ভবত গত দেড় বছরে আমি সবচেয়ে বেশি সিন করেছি তাই আজ শেষ দিনে ওর সঙ্গেই ছবিটা পোস্ট করলাম’।
আরও পড়ুনঃ ‘কলেজে ডাকা হল, তারপর রাত অবধি নির্যাতিতা…’! কসবা কাণ্ডে বিস্ফোরক দিলীপ ঘোষ
এরপর ‘রোশনাই’ (Roshnai) তিয়াশার সঙ্গে ছবি শেয়ার না করা নিয়ে ঊষসী লেখেন, ‘ঈশানী রোশনাই তিয়াসার সঙ্গে ছবি তোলা বাকি থেকে গেল। সেটা সিরিয়াল পরবর্তী গেট টুগেদারের জন্য তোলা থাক’!
উল্লেখ্য, শন বন্দ্যোপাধ্যায় ও অনুষ্কা গোস্বামীকে নামভূমিকায় রেখে ‘রোশনাই’য়ের পথচলা শুরু হয়েছিল। তবে মাঝপথে নায়িকা বদল হয়। অনুষ্কার পরিবর্তে এন্ট্রি নেন তিয়াশা লেপচা। এবার সেই ধারাবাহিক (Bengali Serial) শেষ হতে চলেছে। অন্তিম পর্বের শ্যুটিং সম্পন্ন শেষ হয়েছে। সেই পর্ব কবে সম্প্রচারিত হয় সেটাই দেখার।