বাংলাহান্ট ডেস্ক : একদিকে যেমন নতুন সিরিয়াল (Serial) শুরু হচ্ছে, তেমনই অন্যদিকে স্লট খালি করতে শেষ হচ্ছে পুরনো ধারাবাহিক। পুজোর আগে পরে বেশ কয়েকটি সিরিয়ালের শেষ হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। এই তালিকায় রয়েছে স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিকও (Serial)।
নতুন সিরিয়ালের জন্য বন্ধ হচ্ছে এই ধারাবাহিক (Serial)?
বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে, ‘গাঁটছড়া’ সিরিয়ালের (Serial) নায়ক নায়িকা ঋদ্ধি খড়ি ওরফে গৌরব চট্টোপাধ্যায় এবং শোলাঙ্কি রায় নাকি ফিরতে চলেছেন নতুন সিরিয়ালে। জলসার এই ধারাবাহিকটি (Serial) একসময় টিআরপি তালিকায় ঝড় তুলে দিয়েছিল। যদিও একসময় মাঝপথেই সিরিয়াল ছেড়ে দিয়েছিলেন শোলাঙ্কি।
পুরনো মেগা নিয়ে গুঞ্জন: পুরনো জনপ্রিয় জুটির নতুন সিরিয়ালের (Serial) ঘোষণা ইতিমধ্যেই সারা হয়ে গিয়েছে। সেইসঙ্গে প্রশ্ন উঠেছে, নতুন সিরিয়ালকে জায়গা দিতে কার ঘাড়ে পড়বে কোপ? এ বিষয়ে টেলিপাড়ায় তীব্র গুঞ্জন ‘গীতা এলএলবি’ সিরিয়াল নিয়ে। স্টার জলসার অন্যতম পুরনো মেগা (Serial) নাকি এবার শেষের পথে।
আরও পড়ুন : TRP তুলতে গল্পে নতুন মোড়, একবছর পর নয়া অবতারে ফিরলেন জনপ্রিয় অভিনেত্রী
নেমে গিয়েছে টিআরপি: একসময় জনপ্রিয়তার শীর্ষে উঠেছিল এই সিরিয়ালটি (Serial)। দীর্ঘদিন বেঙ্গল টপারের স্থানেও ছিল গীতা এলএলবি। তবে সেসব সুখের দিন এখন অস্তগত। টিআরপি তলানিতে নেমেছে গীতা এলএলবির। এমতাবস্থায় নাকি তাই ধারাবাহিক (Serial) শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। না, এখনও চ্যানেল কর্তৃপক্ষ বা প্রযোজনা সংস্থার তরফে কিছু জানানো হয়নি। তবে গুঞ্জন বলছে, সিরিয়ালের (Serial) অনেকেই নাকি এ ব্যাপারে অবগত।
আরও পড়ুন : ভারতের এই শহরে আয়োজিত হবে ২০৩০ সালের কমনওয়েলথ গেমস? দেওয়া হল প্রস্তাব
সিরিয়ালে নাকি শেষ পর্বের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। গুঞ্জন বলছে, পুজোর পরেই সম্ভবত শেষ সম্প্রচার হতে পারে গীতা এলএলবির। বর্তমানে স্টার জলসায় বেশ কিছু নতুন সিরিয়াল শুরু হয়েছে। তবে এর মাঝে গীতার টিআরপি অনেকটাই নেমে গিয়েছে। মনে করা হচ্ছে, সম্ভবত সেই কারণেই শেষ করে দেওয়া হচ্ছে সিরিয়ালটি। আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।