বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই ভারত এবং ইংল্যান্ডের (India Vs England) মধ্যে চলা পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের ফলাফলে নিশ্চিন্ত রয়েছে ভারত। কারণ ইতিমধ্যেই ওই টেস্ট সিরিজের চারটি ম্যাচের মধ্যে তিনটিতে জয়লাভ করেছে টিম ইন্ডিয়া। অর্থাৎ পঞ্চম টেস্ট শুরুর আগেই এই টেস্ট সিরিজ পকেটে পুরেছে ভারত। তবে, এই টেস্ট সিরিজে প্রতিটি খেলোয়াড়ের পারফরম্যান্সের ওপর কড়া নজর ছিল BCCI (Board of Control for Cricket in India)-র। ইতিমধ্যেই, কিছু খেলোয়াড়ের পারফরম্যান্সে ম্যানেজমেন্ট যে খুব একটা বেশি খুশি হবে না সেটি স্পষ্ট হয়ে গিয়েছে। যার মধ্যে রয়েছে রজত পাতিদারের নাম।
উল্লেখ্য যে, অত্যন্ত কঠোর পরিশ্রমের পর আন্তর্জাতিক ক্রিকেটে এই খেলোয়াড় অভিষেকের সুযোগ পেলেও এবার আশঙ্কা করা হচ্ছে যে, তাঁর কেরিয়ার এবার বড় চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। কারণ, রজত পাতিদারের খারাপ ফর্ম ক্রমশ ভারতীয় ক্রিকেট দলের জন্য মাথা ব্যথা হয়ে উঠেছে। এদিকে, আমরা যদি ইংল্যান্ডের সাথে শেষ টেস্টের পরিসংখ্যান দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে, চতুর্থ ইনিংসে ভারত ১৯২ রান করে সিরিজ জিতে নিলেও ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়তে হয় ভারতকে।
শুধু তাই নয়, মাত্র ২০ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে ফেলে ভারত। সেখানে সবথেকে খারাপ পারফরম্যান্স ছিল রজত পাতিদার ও সরফরাজ খানের। এই দুই ব্যাটার সুযোগ পেলেও রানের খাতা খুলতে পারেননি। এমতাবস্থায়, রজত পাতিদারের পারফরম্যান্স সবচেয়ে খারাপ জায়গায় রয়েছে। ৬ টি ইনিংসে তিনি করেছেন মাত্র ৬২ রান। যার মধ্যে শুধুমাত্র প্রথম ইনিংসেই তিনি করেছিলেন ৩২ রান। অন্যদিকে সরফরাজ খানের খেলাতেও অসন্তুষ্ট হয়েছেন অনেকে।
এতদিন পর টেস্ট দলে সুযোগ পেয়েও অভিষেক টেস্টের দুই ইনিংসে ২ টি অর্ধশতকের পর সেভাবে তিনি সুযোগ কাজে লাগাতে পারেননি। এমন পরিস্থিতিতে ইংল্যান্ডের বিরুদ্ধে চলা শেষ অর্থাৎ পঞ্চম টেস্টে তিনি প্রথম একাদশে জায়গা পাবেন কি না এই বিষয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। KL রাহুল যদি শেষ টেস্টে ফিট হয়ে দলে ফিরে আসেন সেক্ষেত্রে হয়তো সরফরাজকেই নিজের জায়গা হারাতে হতে পারে।
আরও পড়ুন: একটা-দু’টো নয়! টানা ৩৩ টি ম্যাচ অপরাজিত থেকেছে ভারত, রোহিতদের রেকর্ডে “কাঁপছে” ইংরেজরা
এদিকে, টিম ইন্ডিয়ায় জায়গা করে নিতে সরফরাজকে অনেকটা পথ পাড়ি দিতে হয়েছে। এমনকি, ঘরোয়া ক্রিকেটে তিনি নিয়মিত রান করলেও টিম ইন্ডিয়ার হয়ে খেলার সুযোগ পাচ্ছিলেন না। যদিও, এই টেস্ট সিরিজে বিরাট কোহলি থেকে শুরু করে KL রাহুল, শ্রেয়স আইয়ারের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা অনুপস্থিত থাকায় সুযোগ পান সরফরাজ। এমতাবস্থায়, তাঁর সামগ্রিক পারফরম্যান্সের ভিত্তিতে তিনি পঞ্চম টেস্টে সুযোগ পান কিনা এখন সেদিকেই তাকিয়ে সকলে।