বড় খবর ! ২৯ মে পর্যন্ত লকডাউন, সন্ধ্যের পর জারি হবে কার্ফু; সিদ্ধান্ত এই রাজ্যের

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ ইতিমধ্যেই ষষ্ঠ সপ্তাহে পা দিয়েছে দেশব্যাপী লকডাউন। অন্যান্য দেশের মত মারাত্মক না হলেও করোনা মহামারি প্রতিদিনই একটু একটু করে তার থাবা বাড়িয়ে চলেছে। এই পরিস্থিতিতে দেশের নির্ধারিত লকডাউনের পরও অতিরিক্ত ১৫ দিন লকডাউনের ঘোষনা করল তেলেঙ্গানা সরকার।

সাংবাদিক বৈঠকে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ২৯ মে পর্যন্ত লকডাউন বৃদ্ধির ঘোষনা করেন। পাশাপাশি, সন্ধে ৬ টার মধ্যে রাস্তা পুরোপুরি খালি করার নির্দেশ দেন তিনি৷ সন্ধ্যে ৭ টার পর কার্ফু লাগু হবে, ঐ সময় বাড়ির বাইরে বেরোলে পুলিশ উপযুক্ত ব্যাবস্থা নেবে।

তিনি রাজ্যবাসীকে আশ্বস্ত করেছেন, তেলেঙ্গানায় সমস্ত রকম জরুরি পরিষেবা বজায় থাকবে। চিকিৎসা পরিষেবা পেতে কোনো অসুবিধা হবে না। বৃদ্ধ ও শিশুদের জন্য বাড়তি নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। একই সাথে, মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও রাজ্যের সকল নাগরিকের থেকে সহযোগিতা প্রার্থনা করেছেন।

সম্পর্কিত খবর

X