বাংলা হান্ট ডেস্কঃ সবকিছু ঠিক থাকলে আগামী বছর এই সময় বাংলায় হতে চলেছে বিধানসভা নির্বাচন। সেই নিয়েই এখন প্রস্তুতি চলছে। এদিকে এক বছর পরে বিধানসভা নির্বাচন হবে অসমেও। এই আবহে সে রাজ্যে আরও এক দফায় ডিএ বৃদ্ধির (Dearness Allowance) ঘোষণা করল রাজ্য সরকার। রাজ্য সরকারি কর্মীদের ২% হারে মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। তবে পশ্চিমবঙ্গের জন্য তেমন কোনো সুখবর আসেনি।
ডিএ বৃদ্ধির ঘোষণা রাজ্যের-Dearness Allowance
শুক্রবার সাংবাদিক বৈঠক করে ডিএ বৃদ্ধির সিদ্ধানন্তের কথা জানিয়েছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। রাজ্যের এই সিদ্ধান্তের ফলে লাখ-লাখ সরকারি কর্মচারী লাভবান হবেন। প্রসঙ্গত, এতদিন তারা সপ্তম বেতন কমিশনের আওতায় ৫৩ শতাংশ হারে ডিএ পেতেন। এবারে ফের ২% ডিএ বাড়ায় তার পরিমাণ হল ৫৫%.
অসমের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ২০২৫ সালের জানুয়ারি থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মতোই তারাও ৫৫ শতাংশ হারে ডিএ পাবেন। ডিএ বৃদ্ধির ঘোষণা করে মুখ্যমন্ত্রী দাবি করেছেন, অসমই ভারতের প্রথম রাজ্য, যে রাজ্যের সরকারি কর্মচারীরা কেন্দ্রের মত ৫৫ শতাংশ হারে ডিএ পাবেন।
তিনি বলেন, ‘প্রত্যেক রাজ্য সরকারি কর্মচারী যে কঠোর পরিশ্রম করছেন, তা নিয়ে আমরা গর্বিত। তারা রাজ্যের অগ্রগতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।’ মুখ্যমন্ত্রী জানান, ‘গত মাসের বেতনের সঙ্গে বর্ধিত হারে মহার্ঘ ভাতা দেব আমরা। আর এপ্রিল এবং মে’র বেতনের সঙ্গে এরিয়ার প্রদান করা হবে।’
আরও পড়ুন: ৭ এপ্রিল চাকরিহারাদের পাশে থাকবেন মমতা! একইদিনে ‘কালীঘাট চলো’র ডাক BJP-র
অর্থাৎ ডিএ বৃদ্ধির পাশাপাশি দু’মাসের এরিয়ার হাতে পাবেন রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা। প্রসঙ্গত, সম্প্রতি দুই শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে কেন্দ্র সরকার। এদিকে এপ্রিল থেকেই বর্ধিত হারে ডিএ পাচ্ছেন এ রাজ্যের সরকারি কর্মীরা। বর্তমানে বাংলার রাজ্য সরকারি কর্মীরা ১৮% হারে মহার্ঘ ভাতা (Dearness Allowance) পাচ্ছেন।