একধাক্কায় ১১% DA বাড়াল সরকার, কবে থেকে হাতে আসবে? বকেয়া নিয়েও বড় ঘোষণা

Published on:

Published on:

This state Government employees Dearness Allowance DA hike announcement

বাংলা হান্ট ডেস্কঃ রথযাত্রার আবহেই সুখবর পেলেন রাজ্য সরকারি কর্মীরা। ডিএ (Dearness Allowance) বৃদ্ধির ঘোষণা করল সরকার। একধাক্কায় ১১% হারে মহার্ঘ ভাতা (DA) বাড়ানো হয়েছে। একটি বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছে রাজ্য। সেই সঙ্গেই বকেয়া ডিএ-ও মিটিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

বর্ধিত হারে মহার্ঘ ভাতা (Dearness Allowance) কবে থেকে মিলবে?

বিগত কয়েক মাসে কেন্দ্রীয় সরকার সহ একাধিক রাজ্য সরকার ডিএ বৃদ্ধির সুখবর দিয়েছে। এবার রাজ্যের পঞ্চম ও ষষ্ঠ বেতন কমিশনের অধীন বেতন প্রাপ্ত সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়াল হরিয়ানা সরকার (Haryana Government)। শুক্রবার দু’টি বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে।

পঞ্চম বেতন কমিশনের অধীন বেতনপ্রাপ্ত কর্মচারীরা (Government Employees) এতদিন ৪৫৫% হারে ডিএ পেতেন। এবার তা ১১% হারে বাড়িয়েছে নায়াব সিং সাইনির সরকার। ফলে এবার থেকে তাঁরা ৪৬৬% হারে মহার্ঘ ভাতা পাবেন। অন্যদিকে ষষ্ঠ বেতন কমিশনের অধীন বেতনপ্রাপ্ত কর্মীদের ৬% হারে ডিএ বাড়ানো হয়েছে। এতদিন তাঁরা ২৪৬% হারে পেতেন, এবার থেকে ২৫২% হারে মহার্ঘ ভাতা দেবে হরিয়ানা সরকার।

আরও পড়ুনঃ কসবা কাণ্ডে বড় পদক্ষেপ ব্রাত্যর! কলেজে গণধর্ষণের ঘটনায় কী নির্দেশ শিক্ষামন্ত্রীর?

সরকারি কর্মীদের পাশাপাশি পঞ্চম (5th Pay Commission)  ও ষষ্ঠ বেতন কমিশনের অধীন থাকা পেনশনভোগীদের ডিআর-ও বাড়িয়েছে রাজ্য। এই বিষয়ে অর্থ দপ্তরের তরফ থেকে দু’টি ভিন্ন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে নয়া হার কার্যকর হবে।

Dearness Allowance

জানুয়ারি থেকে মে মাসের বকেয়া ডিএ-ও মিটিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে রাজ্য। জুন মাসের বেতন ও পেনশনের সঙ্গেই বর্ধিত হারে মহার্ঘ ভাতা দেবে হরিয়ানা সরকার। রাজ্য সরকারি কর্মীরা তা জুলাই মাসে পাবেন।

এছাড়া সপ্তম বেতন কমিশনের অধীন বেতন পাওয়া হরিয়ানার রাজ্য সরকারি কর্মীদের কথা বলা হলে, বর্তমানে তাঁরা কেন্দ্রীয় হারে ডিএ (Dearness Allowance) পাচ্ছেন। গত মার্চে কেন্দ্রের তরফ থেকে ২% হারে মহার্ঘ ভাতা বাড়ানোর পরেই নায়াব সিং সাইনির সরকারও সমহারে ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল। এর ফলে ৬ লক্ষের অধিক সরকারি কর্মী ও পেনশনভোগী উপকৃত হয়েছে বলে খবর।