বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, অন্ধ্রপ্রদেশ সরকার আদানি-গুগল (Adani Group) AI ডেটা সেন্টারের জন্য ৪৮০ একর জমি বরাদ্দ করেছে। মূলত, গুগলের কোম্পানি রাইডেন ইনফোটেক ইন্ডিয়ার অংশীদার আদানি ইনফ্রা (ইন্ডিয়া) প্রাইভেট লিমিটেডকে রাজ্যে এক গিগাওয়াট ক্ষমতার AI ডেটা সেন্টার স্থাপনের জন্য বিশাখাপত্তনম এবং আনাকাপল্লে জেলায় জমি বরাদ্দ করা হয়েছে। জানিয়ে রাখি যে, অন্ধ্রপ্রদেশে রাইডেন ইনফোটেক ইন্ডিয়া ৮৭,৫০০ কোটি টাকারও বেশি বিনিয়োগে ডেটা সেন্টার স্থাপন করছে। এদিকে, কোম্পানিটি সময়ের সঙ্গে সঙ্গে সরকারের কাছ থেকে ২২,০০০ কোটি টাকার ইনটেনসিভও পাবে।
আদানির (Adani Group) জন্য ৪৮০ একর জমি বরাদ্দ সরকারের:
গুগলের এই ইউনিট আগেই রাজ্য সরকারকে জানিয়েছিল যে আদানি ইনফ্রা (ইন্ডিয়া), আদানি কানেক্স ইন্ডিয়া, আদানি পাওয়ার ইন্ডিয়া, ভারতী এয়ারটেল, নেক্সট্রা ডেটা এবং নেক্সট্রা ভাইজাগ তাদের নোটিফায়েড পার্টনার। রাইডেন জানিয়েছে যে, অন্ধ্রপ্রদেশ ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার কর্পোরেশন লিমিটেড সার্ভে সম্পন্ন হওয়ার সাপেক্ষে, প্রাথমিক বিজ্ঞপ্তিপ্রাপ্ত অংশীদার হিসাবে আদানি ইনফ্রা (ইন্ডিয়া)-কে ৩ টি চিহ্নিত প্লট বরাদ্দ করতে পারে।

ডেটা সেন্টারের ক্ষমতা: গত ২ ডিসেম্বর জারি করা নির্দেশে বলা হয়েছে, ‘সরকার প্রস্তাবটি সাবধানতার সঙ্গে পরীক্ষা করার পর এবং ২৮ নভেম্বর, ২০২৫ তারিখের মন্ত্রী পরিষদের সভায় প্রদত্ত অনুমোদন অনুসারে, বিশাখাপত্তনম এবং আনাকাপল্লি জেলায় ৪৮০ একর জমি মেসার্স আদানি ইনফ্রা (ইন্ডিয়া) প্রাইভেট লিমিটেডকে হস্তান্তরের অনুমতি দিয়েছে।’ সরকারি আদেশ অনুসারে, রাইডেন সরকারের কাছে অনুরোধ করেছিল, রাইডেনের পাশাপাশি তার অবহিত অংশীদারদের অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর প্রতিশ্রুত সমস্ত ইনটেনসিভ গ্রহণের লক্ষ্যে অনুমোদন দেওয়ার জন্য।
আরও পড়ুন: আন্তর্জাতিক T20-তে প্রত্যাবর্তন করবেন রোহিত? খেলতে ইচ্ছুক এই টুর্নামেন্ট, মিলল বড় আপডেট
সরকারি আদেশে বলা হয়েছে যে প্রকল্পটি সার্চ, ইউটিউব এবং ওয়ার্কস্পেসের মতো গুগলের পরিষেবাগুলিকে নিয়ন্ত্রণ করে এমন একই মানদণ্ডে নির্মিত হবে। জানিয়ে রাখি যে, ডেটা সেন্টারের ক্ষমতা সাধারণত এটি কত বিদ্যুৎ ব্যবহার করে তার ওপর নির্ভর করে পরিমাপ করা হয়।
আরও পড়ুন: ‘নিজের প্রতি অনুশোচনা হচ্ছে’, ৩৫৮ রান করেও কেন পরাজিত হল টিম ইন্ডিয়া? কারণ জানালেন কেএল রাহুল
এমতাবস্থায়, বিশাখাপত্তনমে পরিকল্পিত এক গিগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটি মুম্বাইয়ের বার্ষিক ব্যবহারের প্রায় ৫০ শতাংশের সমান বিদ্যুৎ ব্যবহার করবে বলে অনুমান করা হচ্ছে। মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু সম্প্রতি বলেছিলেন যে গুগল আগে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা করলেও এখন তা বেড়ে ১৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।












