পুজোর আগে জোড়া ধামাকা, বাংলার এই জেলাকে নতুন রাজধানী এক্সপ্রেস উপহার রেলের! কবে থেকে শুরু পরিষেবা?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : মালদহবাসীদের জন্য বড় সুখবর। দু দুটি রাজধানী এক্সপ্রেস (Indian Railways) পেল মালদহ টাউন। শনিবারই উদ্বোধন হয়েছে। আর রবিবার মিজোরাম থেকে এই স্টেশনে এসে পৌঁছায় সায়রং-আনন্দ বিহার টার্মিনালগামী রাজধানী এক্সপ্রেস। পুজোর আগেই রেলপথে (Indian Railways) সরাসরি জুড়ে যাচ্ছে কলকাতা এবং মিজোরাম। সেই রুটেই দুটি রাজধানী এক্সপ্রেস স্টপেজ দেবে মালদহ টাউনে।

নতুন রাজধানী এক্সপ্রেস (Indian Railways) পেতে চলেছে এই জেলা

২০৫০৭ সায়রং-আনন্দ বিহার রাজধানী এক্সপ্রেস পরিষেবা নিয়মিত ভাবে চালু হবে ১৯ সেপ্টেম্বর থেকে। রেল (Indian Railways) সূত্রে খবর, প্রতি শনিবার বিকেল তিনটেয় মালদহ টাউন থেকে রওনা হবে এই ট্রেনটি। পরদিন সকালে ১০ টা ৫০ মিনিটে পৌঁছাবে দিল্লির আনন্দ বিহার টার্মিনালে। আনন্দ বিহার-সায়রং (২০৫০৮) ট্রেনের (Indian Railways) পরিষেবাও চালু হতে চলেছে ২১ সেপ্টেম্বর থেকে। প্রতি রবিবার রাত ৭ টা ৫০ এ দিল্লির আনন্দ বিহার টার্মিনাল থেকে ছেড়ে পরদিন বিকেল ৪ টে ১৫ তে এসে পৌঁছাবে মালদহ টাউনে।

This station got Indian railways rajdhani express stoppage

উপকৃত হবে বহু মানুষ: জানা গিয়েছে, উভয় স্টেশন থেকেই রওনা হয়ে আসা যাওয়ার মাঝে মালদহ টাউন স্টেশনে দশ মিনিটের জন্য থামবে ট্রেন (Indian Railways) দুটি। এই স্টেশনে স্টপেজ উদ্বোধনে এসেছিলেন উত্তর মালদহের সাংসদ খগেন মুর্মু। তিনি বলেন, শুধু মালদহ জেলা নয়, মালদহ টাউন স্টেশনে স্টপেজ হওয়ায় পার্শ্ববর্তী জেলা এবং পাশের রাজ্যের বহু মানুষ উপকৃত হবেন।

আরও পড়ুন : ভুলে যান ইলিশ-ভেটকি, দামে কম মানে ভালো এই মাছ সপ্তাহে একদিন খেলে কাছে ঘেঁষবে না হৃদরোগ-ক্যানসার

আগেও রাজধানী এক্সপ্রেসের (Indian Railways) স্টপেজ পেয়েছে মালদহ: এর আগে তেজস রাজধানী এক্সপ্রেসের স্টপেজ রয়েছে মালদহ টাউন স্টেশনে। আর এবার সায়রং থেকে দিল্লিগামী আনন্দ বিহার এক্সপ্রেস ট্রেনের স্টপেজও পেল এই স্টেশন। রেলের এই উদ্যোগে খুশি মালদহবাসী।

আরও পড়ুন : টলিউডে ইডির নজর, মিমির পর ফের অঙ্কুশকে হাজিরার সমন তদন্তকারী সংস্থার

উৎসবের মরশুমে নতুন বেশ কিছু ট্রেন পরিষেবা চালু করতে চলেছে ভারতীয় রেল। এর মধ্যে অন্যতম হল কলকাতা থেকে সরাসরি মিজোরাম পর্যন্ত ট্রেন (Indian Railways) পরিষেবা চালু। আইজলের সাইরাং স্টেশন থেকে তিন জোড়া ট্রেন পরিষেবা চালু হতে চলেছে। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই তিন জোড়া ট্রেনের উদ্বোধন করেছেন।