বাংলা হান্ট ডেস্ক: শেয়ার বাজারে (Share Market) এবার ঝড় তুলেছে একটি স্মল-ক্যাপ কোম্পানির স্টক। মূলত, শক্তি পাম্পসের শেয়ারের দাম রকেটের মতো বেড়ে চলেছে। মঙ্গলবার, শক্তি পাম্পসের শেয়ারের দাম BSE-তে ৬ শতাংশ বেড়ে ৭৯৬.৯০ টাকায় পৌঁছে যায়। এদিকে, ৪ দিনে কোম্পানির শেয়ারে ৪৫ শতাংশের বৃদ্ধি ঘটে। এদিকে, বাজার বন্ধের সময়ে শক্তি পাম্পসের শেয়ার ৩.৭৮ শতাংশ বৃদ্ধির সঙ্গে ৭৭৯.৭০ টাকায় দাঁড়ায়। কোম্পানির শেয়ার এই তীব্র বৃদ্ধির পেছনে রয়েছে অর্ডারের ধারাবাহিক প্রবাহ। এর আগে,শক্তি পাম্পসের শেয়ারের দামে ১ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর, ২০২৫ সালের মধ্যে ৮ টি ট্রেডিং সেশনে ধারাবাহিকভাবে পতন ঘটেছিল। শক্তি পাম্পের শেয়ার গত সপ্তাহে ৫২ সপ্তাহের সর্বনিম্ন ৫৪৯ টাকায় পৌঁছে যায়।
শেয়ার বাজারে (Share Market) ঝড় তুলেছে এই সংস্থার স্টক:
শক্তি পাম্পস ক্রমাগত অর্ডার পাচ্ছে: এই স্মল-ক্যাপ কোম্পানি ক্রমাগত অর্ডার পাচ্ছে। ১১ ডিসেম্বর, ২০২৫ তারিখে, শক্তি পাম্পস ১৬,০২৫ টি অফ-গ্রিড ডিসি সোলার ফটোভোলটাইক ওয়াটার পাম্প সরবরাহের জন্য ৪৪৩.৭৮ কোটি টাকার অর্ডার পেয়েছে। এই কোম্পানি মহারাষ্ট্র স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড থেকে লেটার অফ ইম্প্যানেলমেন্টের পেয়েছে।

এদিকে, শক্তি পাম্পস ঝাড়খণ্ড থেকে তার দ্বিতীয় অর্ডার পেয়েছে। ঝাড়খণ্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি ১,২০০ টি সোলার ওয়াটার পাম্পিং সিস্টেমের জন্য কোম্পানিটিকে লেটার অফ অ্যাওয়ার্ড দিয়েছে। এই অর্ডারের মূল্য ২৩.৯৮ কোটি টাকা। শক্তি পাম্পস মধ্যপ্রদেশ উর্জ বিকাশ নিগম লিমিটেড থেকে ২,০৩৩ টি স্ট্যান্ডঅ্যালোন অফ-গ্রিড ডিসি সোলার ফটোভোলটাইক ওয়াটার পাম্পিং সিস্টেম পাম্পের জন্য একটি ওয়ার্ক অর্ডারও পেয়েছে পেয়েছে। যার মূল্য ৭১.২৫ কোটি টাকা।
আরও পড়ুন: বড় পদক্ষেপের পথে টাটা গ্রুপ! এই রাজ্যে হবে কয়েক হাজার কোটির বিনিয়োগ, মিলল আপডেট
শক্তি পাম্পসের শেয়ারের দাম ১,৪৮৫ শতাংশেরও বেশি বেড়েছে: জানিয়ে রাখি যে, গত ৫ বছরে শক্তি পাম্পসের শেয়ারের দাম ১,৪৮৫ শতাংশেরও বেশি বেড়েছে। ১৮ ডিসেম্বর, ২০২০ তারিখে এই কোম্পানির শেয়ারের দাম ৪৮.৮৫ টাকায় লেনদেন হয়েছিল। এদিকে, ১৬ ডিসেম্বর, ২০২৫ তারিখে শক্তি পাম্পসের শেয়ারের দাম ইন্ট্রাডে-তে ৭৯৬.৯০ টাকায় পৌঁছেছিল। গত ৩ বছরে শক্তি পাম্পের শেয়ারের দাম ১,০২০ শতাংশেরও বেশি বেড়েছে। কোম্পানির শেয়ারের ৫২ সপ্তাহের সর্বোচ্চ দর ১,৩৯৮ টাকা। অপরদিকে, কোম্পানির শেয়ারের ৫২ সপ্তাহের সর্বনিম্ন দর ৫৪৯ টাকা।
আরও পড়ুন: বজায় আম্বানির দাপট! ২০২৫-এ আয়ের দিক থেকে রইলেন প্রথম স্থানে, কোথায় দাঁড়িয়ে আদানি?
কোম্পানিটি ইতিমধ্যেই ৫ টি বোনাস শেয়ার বিতরণ করেছে: উল্লেখ্য যে, শক্তি পাম্পস তার শেয়ার হোল্ডারদের বোনাস শেয়ারও উপহার দিয়েছে। ২০২৪ সালের নভেম্বরে, কোম্পানিটি তার বিনিয়োগকারীদের মধ্যে ৫:১ অনুপাতে বোনাস শেয়ার বিতরণ করে। অর্থাৎ, কোম্পানিটি প্রতি ১ টি শেয়ারের জন্য ৫ টি বোনাস শেয়ার বিতরণ করেছে। এই মাল্টিব্যাগার কোম্পানিটি এর পূর্বে ২০১১ সালের এপ্রিল মাসে তার শেয়ার হোল্ডারদের মধ্যে ১:১ অনুপাতে বোনাস শেয়ার বিতরণ করেছিল। অর্থাৎ, সেই সময়ে কোম্পানিটি প্রতি ১ টি শেয়ারের জন্য ১ টি বোনাস শেয়ার বিতরণ করেছিল।
সতর্কীকরণ: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করুন।












