১২,২০০ শতাংশের রিটার্ন! বিনিয়োগকারীরা হয়েছেন কোটিপতি, আপনার পোর্টফোলিওতে আছে নাকি এই স্টক?

Published on:

Published on:

This stock given return of 12,200 percent in the share market.
Follow

বাংলা হান্ট ডেস্ক: শেয়ার বাজারে (Share Market) দুর্দান্ত রিটার্ন প্রদানের মাধ্যমে বিনিয়োগকারীদের লাভবান করে তোলার স্টকগুলির মধ্যে অন্যতম হল ইজমো লিমিটেডের স্টক। ইতিমধ্যেই এই স্টক বিনিয়োগকারীদের কোটিপতি বানিয়েছে। সোমবারও ফোকাসে থাকবে স্টকটি। কোম্পানিটি ১২ বছর ধরে বিনিয়োগকারীদের দুর্দান্ত রিটার্ন প্রদান করেছে। ২০০৩ সালের অগাস্ট থেকে, এই পেনি স্টকের দাম ১২,২০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এমতাবস্থায়, সেই সময়ে যদি কোনও বিনিয়োগকারী এই স্টকে ১ লক্ষ টাকার বিনিয়োগ করতেন, সেক্ষেত্রে সেই অর্থ এখন ১.২৩ কোটি টাকাতে পরিণত হবে।

শেয়ার বাজারে (Share Market) বিপুল রিটার্ন দিয়েছে এই স্টক:

কোম্পানির পরিকল্পনা: জানিয়ে রাখি যে, গত ১ ডিসেম্বর এই কোম্পানিটি সেমিকন্ডাক্টর প্যাকেজিং এবং অপ্টোইলেকট্রনিক সলিউশনে তাদের সম্প্রসারণের ঘোষণা করেছে। কোম্পানি ভবিষ্যতের জন্য নতুন সম্ভাবনার দিকে তাকিয়ে রয়েছে। এমতাবস্থায়, ইজমো লিমিটেড ২০৩০ সালের মধ্যে ১৪ শতাংশ CAGR আশা করছে।

This stock given return of 12,200 percent in the share market.

স্টকের পারফরম্যান্স: গত শুক্রবার ইজমো লিমিটেডের শেয়ারের দাম ০.৪৮ শতাংশ কমে ৭৯৩.৮০ টাকায় বন্ধ হয়েছে। শুক্রবার এই শেয়ারের দাম ৮০০.৪০ টাকায় পৌঁছে গিয়েছিল। গত ৫ বছরে, এই পেনি স্টকের দাম প্রায় ১,৫০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একটা পর্যায়ে এই কোম্পানির স্টকের দাম ছিল মাত্র ৬.৪৫ টাকা।

আরও পড়ুন: বাদ পড়লেন শুভমান! T20 বিশ্বকাপের জন্য ঘোষিত ভারতীয় দলে বড় চমক, কারা পেলেন সুযোগ?

প্রফিট বুকিংয়ের শিকার: ২০২৫ সালে ইজমো লিমিটেডের শেয়ার ৪০.৩২ শতাংশ বেড়েছে। তবে, গত মাসে কোম্পানিটি প্রফিট বুকিংয়ের মুখোমুখি হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সময়ের মধ্যে স্টকের দাম ১৯.১৫ শতাংশ কমেছে। এই কোম্পানির ৫২ সপ্তাহের সর্বোচ্চ স্তর হল ১,৩৭৪.৭০ টাকা এবং ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তর হল ২২৯.৭০ টাকা। এই সংস্থার মার্কেট ক্যাপ ১,১৮৭ কোটি টাকা।

আরও পড়ুন: RCB-RR-এর পর এবার বিক্রির জন্য প্রস্তুতি নিচ্ছে শাহরুখের KKR, নিলামের পরেই মিলল বড় খবর

জানিয়ে রাখি যে, ইজমো লিমিটেডে পাবলিক শেয়ার রয়েছে ৬৫.০৫ শতাংশ এবং প্রোমোটারদের শেয়ার রয়েছে ৩৪.৯৫ শতাংশ। সেপ্টেম্বর ত্রৈমাসিকে এই কোম্পানির নিট মুনাফা হল ২৪.৮৫ কোটি টাকা। যা জুন ত্রৈমাসিকে ছিল ২৬.৮৮ কোটি টাকা।

সতর্কীকরণ: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করুন।