চলতি বছরে মিলেছে দুর্ধর্ষ রিটার্ন! ৫০ টাকারও কমের এই শেয়ারে রকেটের গতি, মালামাল বিনিয়োগকারীরা

Published on:

Published on:

This stock has achieved strong returns in the share market this year.

বাংলা হান্ট ডেস্ক: শেয়ার বাজারে (Share Market) বিনিয়োগের বিষয়টিতে ঝুঁকি থাকলেও সঠিক শেয়ারে বিনিয়োগের মাধ্যমে হওয়া যায় লাভবান। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা এমন একটি শেয়ারের প্রসঙ্গ উপস্থাপিত করব যেটিতে ঊর্ধ্বগতি পরিলক্ষিত হয়েছে। বৃহস্পতিবার BSE-তে ক্যাফে কফি ডে-র পেরেন্ট কোম্পানি কফি ডে এন্টারপ্রাইজ লিমিটেডের শেয়ারের দাম ৪.৯৯ শতাংশ বেড়ে ৪২.৭০ টাকায় দাঁড়িয়েছে।

শেয়ার বাজারে (Share Market) এই কোম্পানির স্টকে রকেটের গতি:

এদিকে, শেয়ার বাজারের (Share Market) অভিজ্ঞ বিনিয়োগকারী ডলি খান্না ২০২৫ সালের সেপ্টেম্বর ত্রৈমাসিকে কফি ডে এন্টারপ্রাইজে তাঁর বিনিয়োগ বাড়িয়েছেন। ডলি এই খান্না কোম্পানির আরও শেয়ার কিনেছেন। জানিয়ে রাখি যে, কফি ডে এন্টারপ্রাইজেসের শেয়ারের ৫২ সপ্তাহের সর্বোচ্চ দাম হল ৫১.৪৯ টাকা।অপরদিকে, এই কোম্পানির শেয়ারের ৫২ সপ্তাহের সর্বনিম্ন দাম হল ২১.৩৮ টাকা।

This stock has achieved strong returns in the share market this year.

ডলি খান্না এখন কোম্পানির ৪৬.৩২ লক্ষ শেয়ারের মালিক: অভিজ্ঞ বিনিয়োগকারী ডলি খান্না কফি ডে এন্টারপ্রাইজেসে আরও শেয়ার কিনেছেন। ২০২৫ সালের সেপ্টেম্বর ত্রৈমাসিকের শেষে, তিনি এখন এই কোম্পানির ৪.৬৩২ মিলিয়ন শেয়ারের (Share Market) মালিক। এই কোম্পানিতে তাঁর অংশীদারিত্ব বেড়ে ২.১৯ শতাংশ হয়েছে। ২০২৫ সালের জুন ত্রৈমাসিকের শেষে ডলি খান্নার কফি ডে এন্টারপ্রাইজেসের ৩২.৭৮ লক্ষ শেয়ার বা কোম্পানির ১.৫৫ শতাংশ শেয়ার ছিল।

আরও পড়ুন: শুধু মোবাইল নয়, এবার গাড়ি এবং স্মার্টওয়াচ থেকেও হবে UPI পেমেন্ট, ঘোষণা RBI গভর্নরের

এই বছর এখনও পর্যন্ত কোম্পানির শেয়ারের দাম ৭৯ শতাংশেরও বেশি বেড়েছে: জানিয়ে রাখি যে, কফি ডে এন্টারপ্রাইজেসের শেয়ারের (Share Market) দাম এই বছর এখনও পর্যন্ত ৭৯ শতাংশেরও বেশি বেড়েছে। এই বছরের শুরুতে অর্থাৎ ১ জানুয়ারি ২০২৫ তারিখে এই স্মল ক্যাপ কোম্পানির শেয়ারের দাম ২৩.৮৪ টাকায় ছিল। এদিকে, ৯ অক্টোবর, ২০২৫ তারিখে কোম্পানির শেয়ারের দাম ৪২.৮১ টাকায় পৌঁছে যায়।

আরও পড়ুন: বিশ্বের প্রথম বিলিয়নেয়ার ফুটবলার হলেন রোনাল্ডো! চমকে দেবে সম্পত্তির পরিমাণ, কতটা পিছিয়ে মেসি?

গত ৬ মাসে কফি ডে এন্টারপ্রাইজের শেয়ারের (Share Market) দাম ৫৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যা২৬.৯৫ টাকা থেকে বেড়ে ৪২ টাকারও বেশি হয়েছে। গত ৮ মাসে কফি ডে এন্টারপ্রাইজের শেয়ারের দাম প্রায় ৮১ শতাংশ বেড়েছে। বৃহস্পতিবার এই স্মলক্যাপ কোম্পানির মার্কেট ক্যাপ ৯০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে।
বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করুন।