শেয়ার বাজারে ৮৯,০০০ শতাংশের দুর্ধর্ষ রিটার্ন এই স্টকের! এবার বড় ঘোষণা করল কোম্পানি

Published on:

Published on:

This stock has given a return of 89,000 percent in the share market.
Follow

বাংলা হান্ট ডেস্ক: শেয়ার বাজারে (Share Market) এমন কিছু কোম্পানি আছে যারা বিনিয়োগকারীদের দুর্দান্ত রিটার্ন প্রদান করেছে। সেইরকমই একটি স্টক হল শ্রী অধিকারী ব্রাদার্স টেলিভিশন নেটওয়ার্ক লিমিটেড। BSE-তে এই কোম্পানির স্টকের দাম ২০২০ সালে ১ টাকা থেকে এখন ১,৭০০ টাকার ওপরে পৌঁছেছে। যেটি ৮৯,০০০ শতাংশের দুর্দান্ত রিটার্ন পরিলক্ষিত করায়। কোম্পানিটি এবার স্টক স্প্লিটের ঘোষণা করেছে।

শেয়ার বাজারে (Share Market) দুর্দান্ত রিটার্ন দিয়েছে এই স্টক:

বিস্তারিত: জানিয়ে রাখি যে, মিডিয়া এবং এন্টারটেইনমেন্ট ফার্ম শ্রী অধিকারী ব্রাদার্স টেলিভিশন নেটওয়ার্ক লিমিটেড ১:১০ স্টক স্প্লিটের ঘোষণা করেছে। কোম্পানিটি স্টক এক্সচেঞ্জের একটি ফাইলিংয়ে জানিয়েছে, বোর্ড অফ ডাইরেক্টর্স ১০ টাকা ফেস ভ্যালুর বিদ্যমান ১ (এক)টি ইক্যুইটি শেয়ারকে ১০ (দশ)টি ইক্যুইটি শেয়ারে সাব-ডিভিশন/স্প্লিট করার অনুমোদন দিয়েছে। এগুলির প্রতি শেয়ারের ফেস ভ্যালু ১ টাকা এবং সম্পূর্ণ পেড-আপ।

 This stock has given a return of 89,000 percent in the share market.

এই সাব-ডিভিশন/ইকুইটি শেয়ার বিভাজনের রেকর্ড তারিখ পোস্টাল ব্যালটের মাধ্যমে শেয়ারহোল্ডারদের অনুমোদন পাওয়ার পর নির্ধারিত হবে। উল্লেখ্য যে, শ্রী অধিকারী ব্রাদার্স স্টক এক্সচেঞ্জগুলিকে জানিয়েছেন যে ইক্যুইটি শেয়ারের বিভাজন শেয়ারগুলিকে আরও সাশ্রয়ী মূল্যের এবং বিনিয়োগের জন্য আকর্ষণীয় করে তুলবে। যা খুচরো বিনিয়োগকারীদের অংশগ্রহণকে উৎসাহিত করবে এবং কোম্পানির শেয়ারের লিকুইডিটিও বৃদ্ধি করবে।

আরও পড়ুন: অবশেষে সমস্ত অপেক্ষার অবসান! কবে শুরু হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগ? জানিয়ে দিলেন ক্রীড়ামন্ত্রী

কোম্পানির বোর্ড অফ ডাইরেক্টর্স প্রোমোটারের কাছ থেকে ১০০ কোটি টাকা পর্যন্ত ঋণ অনুমোদন করেছে। যার মধ্যে রয়েছে এই ঋণকে কোম্পানির ইক্যুইটি শেয়ারে রূপান্তর করার বিকল্প রয়েছে এবং পোস্টাল ব্যালটের মাধ্যমে শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে। বোর্ড অফ ডাইরেক্টর্স আগামী ৬ জানুয়ারি ২০২৬ থেকে শ্রীবাৎসবা সুঙ্করাকে কোম্পানির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেছে।

আরও পড়ুন: ১ ফেব্রুয়ারি রবিবার, তাহলে কী বদলাবে বাজেট পেশের তারিখ? মিলল আপডেট

কোম্পানি সম্পর্কে বিস্তারিত: ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত, শ্রী অধিকারী ব্রাদার্স টেলিভিশন নেটওয়ার্ক লিমিটেড একটি মিডিয়া কোম্পানি। যা বিভিন্ন সম্প্রচারক, এগ্রিগেটর্স এবং স্যাটেলাইট নেটওয়ার্কের সঙ্গে কন্টেন্ট সিন্ডিকেশনের কাজে নিযুক্ত। কোম্পানিটি সেপ্টেম্বর ত্রৈমাসিকে ১৪.১ কোটি টাকা নিট মুনাফা করেছে। যা ২০২৫-এর দ্বিতীয় অর্থবর্ষের ০.১৭ কোটি টাকা থেকে প্রায় ৮৩ গুণ বেশি। ৩০ সেপ্টেম্বর, ২০২৫-এ শেষ হওয়া ত্রৈমাসকে অপারেশন থেকে রেভিনিউ বার্ষিক ২৪৪.৪৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪.৩৪ কোটি টাকায় পৌঁছেছে।

সতর্কীকরণ: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করুন।