১,৭০০ শতাংশেরও বেশি রিটার্ন! এই সংস্থার শেয়ার রকেটের গতি, আপনার পোর্টফোলিওতে আছে নাকি?

Published on:

Published on:

This stock has returned more than 1,700 percent in the share market.
Follow

বাংলা হান্ট ডেস্ক: শেয়ার বাজারে (Share Market) এবার ঝড় তুলেছে একটি মাল্টিব্যাগার স্টক। মূলত, শুক্রবার মাল্টিব্যাগার স্টক রেফেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দাম হঠাৎ করেই বেড়ে যায়। মূলত, এই শেয়ারের দাম BSE-তে ১৩ শতাংশেরও বেশি বেড়ে ৩৬৩.৬০ টাকায় পৌঁছে যায়। জানা গিয়েছে যে, একটি বড় কোম্পানির কাছ থেকে অর্ডার পাওয়ার পর এই স্মল-ক্যাপ কোম্পানির শেয়ারে উত্থান ঘটেছে। জানিয়ে রাখি যে, রেফেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ার বেশ কিছুদিন ধরে চাপের মধ্যে ছিল। যদিও, গত ৫ বছরে এই কোম্পানির শেয়ারের দাম ১৮০০ শতাংশেএরও বেশি বেড়েছে। রেফেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের ৫২ সপ্তাহের সর্বোচ্চ স্তর হল ৫৭৪.৭০ টাকা, যেখানে ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তর হল ৩১৫.২৫ টাকা।

শেয়ার বাজারে (Share Market) ঝড় তুলেছে এই মাল্টিব্যাগার স্টক:

মিলেছে ১০০ কোটির অর্ডার: জানিয়ে রাখি যে, স্মল-ক্যাপ কোম্পানি রেফেক্স ইন্ডাস্ট্রিজ একটি বড় ব্যবসায়িক গোষ্ঠীর কাছ থেকে প্রায় ১০০ কোটি টাকার অর্ডার পেয়েছে। ইতিমধ্যেই এই সংস্থা একটি এক্সচেঞ্জ ফাইলিংয়ে জানিয়েছে, ‘রেফেক্স ইন্ডাস্ট্রিজ পন্ড অ্যাশ/বটম অ্যাশের এক্সক্যাভেশন, লোডিং এবং ট্রান্সপোর্টেশনের জন্য একটি অর্ডার পেয়েছে।” এই অর্ডারের অধীনে, রেফেক্স ইন্ডাস্ট্রিজ রেফেক্স ইন্ডাস্ট্রিজ পন্ড অ্যাশ/বটম অ্যাশের এক্সক্যাভেশন, লোডিং এবং ট্রান্সপোর্টেশনের জন্য বহাল থাকবে।” পাশাপাশি, এটাও জানানো হয়েছে যে, এই অর্ডারটি ৪ মাসের মধ্যে সম্পন্ন করতে হবে।

This stock has returned more than 1,700 percent in the share market.

রেফেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম ১,৭০০ শতাংশেরও বেশি বেড়েছে: গত ৫ বছরে রেফেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম ১,৭০০ শতাংশেরও বেশি বেড়েছে। ২৭ নভেম্বর, ২০২০ তারিখে মাল্টিব্যাগার কোম্পানিটির শেয়ারের দাম ১৭.৬৭ টাকায় লেনদেন হয়েছিল। ২৮ নভেম্বর, ২০২৫ তারিখে রেফেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম ৩৬৩.৬০ টাকায় পৌঁছেছে।

আরও পড়ুন: ৩০ নভেম্বরের মধ্যেই সেরে নিন এই ৪ টি কাজ! নাহলেই বন্ধ হবে পেনশন, নিষ্ক্রিয় হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্টও

গত ৪ বছরে রেফেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে ১,২৫০ শতাংশ বেড়েছে। এদিকে, ৩ বছরে, রেফেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম ৫৯০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছ। এছাড়াও, গত ২ বছরে এই কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছ ২২৫ শতাংশেরও বেশি বেড়েছে। তবে, গত ১ বছরে, রেফেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম প্রায় ২৭ শতাংশ কমেছে।

আরও পড়ুন: WPL-এ রিচা ঘোষের ওপরেই ভরসা RCB-র! কত কোটি টাকায় রিটেইন করা হল বাংলার ফিনিশারকে?

কোম্পানিটি ৫২ কোটি টাকারও বেশি মুনাফা করেছে: রেফেক্স ইন্ডাস্ট্রিজ চলতি অর্থবর্ষের সেপ্টেম্বর ত্রৈমাসিকে ৫২.০৮ কোটি টাকার মুনাফা করেছে। চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে কোম্পানিটি ৩৩.১৪ কোটি মুনাফা অর্জন করেছে। ১ বছর আগের একই সময়ে কোম্পানিটির মুনাফা ছিল ৩৩.৭০ কোটি টাকা। চলতি অর্থবর্ষের সেপ্টেম্বর ত্রৈমাসিকে কোম্পানির নিট মুনাফার মার্জিন ১২.০৯ শতাংশে উন্নীত হয়েছে।

সতর্কীকরণ: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করুন।