মাত্র ১ বছরেই ৯৮ শতাংশের পতন! এই শেয়ারের দাম নেমে এল ১ টাকায়, মাথায় হাত বিনিয়োগকারীদের

Published on:

Published on:

This stock has seen a huge decline in the share market.
Follow

বাংলা হান্ট ডেস্ক: শেয়ার বাজারে (Share Market) বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকির একটা বিষয় থাকে। কিছু শেয়ার খুব সহজেই বিনিয়োগকারীদের লাভবান করে তুললেও কিছু কিছু শেয়ার আবার বিনিয়োগকারীদের উল্লেখযোগ্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ঠিক সেই রকমই এক শেয়ার হল পেনি স্টক ভ্যানটেজ নলেজ অ্যাকাডেমি লিমিটেডের।

শেয়ার বাজারে (Share Market) পতনের সম্মুখীন এই স্টক:

এই বছর সংস্থাটির শেয়ারের দাম এখনও পর্যন্ত ৯৮ শতাংশ কমেছে। চলতি বছরের জানুয়ারিতে যেখানে এই শেয়ারের মূল্য ছিল ৭৬ টাকা সেখানে এখন সেই মূল্য দাঁড়িয়েছে মাত্র ১.৫২ টাকায়। গত শুক্রবার, কোম্পানির শেয়ারের দামে ৫ শতাংশের পতন ঘটেছে। তবে, শেয়ারটি এর আগে তার বিনিয়োগকারীদের জন্য লাভ তৈরি করেছে।

This stock has seen a huge decline in the share market.

কোম্পানিটি বোনাস শেয়ারও জারি করেছে: জানিয়ে রাখি যে, এই শেয়ার একসময় মাল্টিব্যাগার রিটার্ন প্রদান করেছিল। ২০২৫ সালের ফেব্রুয়ারি এবং মার্চ মাসে ২:১ বোনাস শেয়ার ইস্যু করার পর, এই শেয়ারের দাম ৪৪–৪৫ টাকায় পৌঁছেছিল। তারপর থেকে, এটি ক্রমাগত হ্রাস পাচ্ছে।

আরও পড়ুন: আকাশপথেও ধীরে ধীরে প্রভাব বিস্তার! এবার আদানি গ্রুপ যা করল… জানলে হবেন ‘থ’

২০২৫ সালের ডিসেম্বরে এই শেয়ারের বর্তমান মূল্য ১.৫২ টাকা। প্রতিবেদন অনুসারে, গত ছয় মাসে এটি প্রায় ৮৫ শতাংশ কমেছে। সামগ্রিকভাবে, বোনাস-শেয়ার বিতরণের সময় যেসব বিনিয়োগকারী কম দামে শেয়ার কিনে বিক্রি করেছিলেন, তাঁরা ভালো রিটার্ন পেয়েছেন। তবে, শেয়ারটির দাম এখন উল্লেখযোগ্যভাবে কমে গেছে, এবং যদি কেউ সম্প্রতি শেয়ার কিনে থাকেন, সেক্ষেত্রে উল্লেখযোগ্য ক্ষতি হতে পারে।

আরও পড়ুন: আর নেই চিন্তা! গ্রাহকদের স্বস্তি দিয়ে বড় পদক্ষেপ গ্রহণ করল পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, জানুন এখনই

পেনি স্টক কী: প্রসঙ্গত উল্লেখ্য যে, পেনি স্টক হল এমন কোম্পানির শেয়ার যাদের শেয়ারের দাম খুব কম। প্রায়শই ১০ টাকা বা তারও কম। এই শেয়ারগুলি সাধারণত স্মল-ক্যাপ কোম্পানিগুলির থেকে আসে। পেনি স্টকে বিনিয়োগ করলে মাঝে মাঝে দ্রুত বড় মুনাফা অর্জন করা যায়। তবে, উল্লেখযোগ্য ঝুঁকি এবং অস্থিরতাও থাকে। ছোট পরিমাণ, কম আর্থিক শক্তি এবং বাজারের গুজবের কারণে এই স্টকগুলি ওঠানামা করতে পারে। এদিকে, বর্তমানে ভ্যানটেজ নলেজ অ্যাকাডেমি লিমিটেডের ওপর প্রায় কোনও ঋণ দৃশ্যমান নয়। রিপোর্টে বলা হয়েছে যে, কোম্পানির গত ৫ বছর ধরে কোনও ঋণ ছিল না। তবে ২০২৫ সালে বিক্রি হ্রাসের পূর্বাভাস দেওয়া হয়েছে।

সতর্কীকরণ: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করুন।