বাংলা হান্ট ডেস্ক: ইলেকট্রিক টু-হুইলার প্রস্তুতকারী সংস্থা ওলা ইলেকট্রিক মোবিলিটি লিমিটেডের শেয়ারের (Share Market) দাম শুক্রবার অর্থাৎ ২ জানুয়ারি টানা দ্বিতীয় দিনের মতো বৃদ্ধি পেয়েছ। মূলত, ডিসেম্বর মাসে সংস্থাটির ভালো বিক্রির খবরে বিনিয়োগকারীরা উৎসাহী ছিলেন। যার কারণে কোম্পানির শেয়ারের দাম BSE-তে ৯.০৬ শতাংশ বেড়ে দিনের ৪০.৯১ টাকায় পৌঁছেছে। এই বৃদ্ধির মাধ্যমে, ওলা ইলেকট্রিকের শেয়ার এক মাসের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। ডিসেম্বরের মাঝামাঝি থেকে শুরু হওয়া এই রিকভারিতে এখনও পর্যন্ত ১০ টি ট্রেডিং সেশনে প্রায় ৩০.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ওলা ইলেকট্রিক মোবিলিটি লিমিটেডের শেয়ারে (Share Market) বৃদ্ধি:
ইতিমধ্যেই কোম্পানিটি এক্সচেঞ্জকে জানিয়েছে যে, ডিসেম্বরে ইলেকট্রিক টু-হুইলারের বাজারে তাদের বাজার অংশীদারিত্ব ৯.৩ শতাংশে বেড়েছে। যা ২০২৫ সালের নভেম্বরে ছিল ৭.২ শতাংশ। জানিয়ে রাখি যে, গত ডিসেম্বরে ওলা ৯,০২০ টি বৈদ্যুতিক স্কুটার রেজিস্ট্রেশন করেছে। ওলা ইলেকট্রিক জানিয়েছে যে, চাহিদা বৃদ্ধির কারণে সংস্থাটি আবারও তামিলনাড়ু থেকে শুরু করে উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, পাঞ্জাব এবং হরিয়াণার মতো প্রধান বাজারগুলিতে শীর্ষ-৩ ইলেকট্রিক টু-হুইলার কোম্পানির মধ্যে সামিল হয়েছে।

উন্নত হয়েছে সার্ভিস: কোম্পানিটি তাদের সার্ভিস নেটওয়ার্ক উন্নত করার জন্য হাইপারসার্ভিস নামে একটি নতুন বৈশিষ্ট্য চালু করেছে। যার মাধ্যমে বেশিরভাগ গ্রাহকের সমস্যা একই দিনে সমাধান করা হচ্ছে। কোম্পানির মতে, ২০২৫ সালের ডিসেম্বরে, ৭৭ শতাংশ সার্ভিসের অভিযোগ একই দিনে সমাধান করা হয়।
আরও পড়ুন: নতুন গাড়ি কিনলে ৫০ শতাংশ পর্যন্ত কর ছাড়! শুধু মানতে হবে এই শর্ত, বড় পদক্ষেপ রাজ্য সরকারের
এছাড়া, ওলা ইলেকট্রিক জানিয়েছে যে, তাদের নতুন S1 Pro+ স্কুটারের (৫.২ kWh ব্যাটারি সহ) ডেলিভারি ২০২৫ সালের নভেম্বরে শুরু হয়। ডিসেম্বরে, কোম্পানিটি তাদের রোডস্টার X+ ইলেকট্রিক মোটরসাইকেলের জন্যও সরকারি অনুমোদন পেয়েছে। কোম্পানিটি জানিয়েছে, তাদের এনার্জি বিজনেসও বৃদ্ধি পাবে এবং আগামী মাসগুলিতে ওলা শক্তি ব্যাটারি স্টোরেজ সিস্টেম (BESS)-এর ডেলিভারি শুরু হবে বলেও অনুমান করা হচ্ছে।
আরও পড়ুন: ‘পাকিস্তানকে উৎখাত করুন, ভারতের সঙ্গে আছি’, জয়শঙ্করকে খোলা চিঠি দিয়ে জানালেন বালোচ নেতা
উল্লেখ্য যে, সাম্প্রতিক দিনগুলিতে এই সংস্থার শেয়ারে রিকভারি দেখা গিয়েছে। তবে, ২০২৫ সালে ওলা ইলেকট্রিকের শেয়ারে প্রায় ৫৮ শতাংশের পতন ঘটেছে। যা নতুন টেক শেয়ারগুলির মধ্যে সবচেয়ে বড় পতনের অন্যতম একটি।
সতর্কীকরণ: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করুন।












