বাংলা হান্ট ডেস্ক: বুধবার সমগ্র দেশে মহাসমারোহে সম্পন্ন হচ্ছে গণেশ চতুর্থীর উৎসব। এই আবহেই আমরা যদি বার্ষিক পরিসংখ্যানের দিকে তাকাই সেক্ষেত্রে দেখা যাবে যে শেয়ার বাজারের (Share Market) কিছু কোম্পানি ভগবান গণেশের আশীর্বাদপ্রাপ্ত। ওই কোম্পানিগুলি বিনিয়োগকারীদের বাম্পার রিটার্ন দিয়ে মালামাল করেছে। সবথেকে চমকপ্রদ বিষয় হল, গত গণেশ চতুর্থী থেকে এখনও পর্যন্ত একটি শেয়ার ২২,৩৪৪ শতাংশ পর্যন্ত রিটার্ন দিয়েছে। প্রথমে বিষয়টি পড়ে অবাক হলেও এটা কিন্তু একদমই সত্যি।
শেয়ার বাজারে (Share Market) ঝড় তুলেছে এই শেয়ার:
ওই শেয়ারটি হল Elitecon International-এর। গত গণেশ চতুর্থী থেকে এই মিডক্যাপ শেয়ার (Share Market) ২২,৩৪৪ শতাংশ পর্যন্ত বাম্পার রিটার্ন দিয়েছে। অর্থাৎ, যদি কেউ এই শেয়ারে মাত্র ১০০,০০০ টাকা বিনিয়োগ করেন সেক্ষেত্রে আজ এটি প্রায় ২.২৩ কোটি টাকায় পৌঁছবে।
স্বল্পমেয়াদেও দুর্দান্ত রিটার্ন: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, Elitecon International-এর শেয়ার (Share Market) মাত্র ১ মাসে ১২৭ শতাংশেরও বিশাল রিটার্ন দিয়েছে। অর্থাৎ, এই শেয়ার বিনিয়োগকারীদের কেবল দীর্ঘমেয়াদেই নয়, বরং, স্বল্পমেয়াদেও ধনী করেছে। মাত্র ৩ মাসে এই শেয়ারের দাম ৮৮৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এদিকে, গত ৬ মাসে, এই শেয়ারটি ১,৫৯৫ শতাংশের এর অসাধারণ বৃদ্ধি দেখিয়েছে। Elitecon International-এর শেয়ারের ৫২ সপ্তাহের রেঞ্জ ৪২২.৬৫ টাকা থেকে ১.১০ টাকা। যা এই শেয়ারের চমৎকার পারফরম্যান্স প্রদর্শন করে।
স্মলক্যাপ শেয়ারগুলিও লাভবান করেছে: এর পাশাপাশি, আরও ২ টি স্মলক্যাপ শেয়ার (Share Market) কোঠারি ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেশন এবং কোলাব প্ল্যাটফর্মের দামও বিশাল লাফিয়ে উঠেছে। যথাক্রমে ২,৫৫৭ শতাংশ এবং ৯৮১ শতাংশ। এছাড়াও, CIAN অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার 416 শতাংশ লাভ এনে দিয়েছে। অপরদিকে, NACL ইন্ডাস্ট্রিজ ৩৬৮ শতাংশ, লুসেন্ট ইন্ডাস্ট্রিজ ২০৩ শতাংশ এবং ইন্দো থাই সিকিউরিটিজও ২০২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই সবগুলিই ২০০ শতাংশের ওপরে রিটার্ন প্রদানকারী মাল্টিব্যাগার শেয়ারের দীর্ঘ তালিকায় রয়েছে।
আরও পড়ুন: আর নয় অপেক্ষা! দীপাবলির পরেই গ্রাহকদের জন্য এই বড় পরিষেবা শুরু করবে PNB, মিলল আপডেট
নিফটির তুলনায়ও শক্তিশালী পারফরম্যান্স: উল্লেখ্য যে, বাজারের অস্থিরতার মধ্যেও এই শেয়ারগুলি (Share Market) তাদের বিনিয়োগকারীদের সমর্থন করেছে। যখন এই শেয়ারগুলি মাল্টিব্যাগার রিটার্ন দিচ্ছিল তখন নিফটি সূচক গত গণেশ চতুর্থী (৬ সেপ্টেম্বর, ২০২৪) থেকে প্রায় ০.৬ শতাংশ কমেছে। ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর নিফটি সূচক ২৬,২৭৭.৩৫-এর রেকর্ড সর্বোচ্চে পৌঁছেছিল। কিন্তু তারপর থেকে এর পতন দেখা যায়
সতর্কীকরণ: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্য উপস্থাপনের জন্য লিখিত। শেয়ার বাজারে অর্থ বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ করুন।