৫ বছরে ৫৮,০০০ শতাংশেরও বেশি রিটার্ন! ২৫ টাকারও কম মূল্যের এই শেয়ারে মালামাল বিনিয়োগকারীরা

Published on:

Published on:

বাংলা হান্ট ডেস্ক: যুগের সঙ্গে তাল মিলিয়ে বর্তমান সময়ে বিনিয়োগের ক্ষেত্রে একাধিক মাধ্যম থাকলেও অনেকেই নিয়মিত শেয়ার বাজারে (Share Market) বিনিয়োগ করেন। এদিকে, শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টিতে ঝুঁকির সম্ভাবনা থাকে। তবে, সঠিক শেয়ারে বিনিয়োগ করলে আবার হওয়া যায় লাভবান। এমনিতেই, চলতি বছরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর শেয়ার বাজারে অস্থিরতা দেখা দেয়।

শেয়ার বাজারে নজর কেড়েছে এই শেয়ার (Share Market):

যদিও, এই আবহেই এমন কিছু শেয়ার (Share Market) রয়েছে যেগুলি বিনিয়োগকারীদের আস্থা বজায় রেখে তাঁদের যথেষ্ট লাভবান করেছে। বর্তমান প্রতিবেদনে আমরা ঠিক সেইরকমই এক লাভজনক শেয়ারের প্রসঙ্গ উপস্থাপিত করব। ওই স্টকটি হল ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। যেটির দাম ২৫ টাকারও কম। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল এটি ৫ বছরে বিনিয়োগকারীদের ৫৮,০০০ শতাংশেরও বেশি বাম্পার রিটার্ন দিয়েছে।

This stock is attracting attention in the share market.

এদিকে, ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার (Share Market) বর্তমানে তার রিটার্নের চেয়ে চুক্তির জন্য আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। কোম্পানিটি সম্প্রতি ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে ২৫ কোটি টাকার কর্পোরেট গ্যারান্টি জারি করেছে। এই গ্যারান্টিটি তাদের মেটিরিয়াল সাবসিডিয়ারি, নর্চার ওয়েল ফুডস লিমিটেড (NWFL) কর্তৃক গৃহীত লোনের সিকিউরিটি হিসেবে প্রদান করা হয়েছিল। এদিকে, কোম্পানির এহেন ঘোষণা এমন এক সময়ে সামনে এসেছে যখন স্মল ক্যাপ সেগমেন্টে অস্থিরতা অব্যাহত রেখেছে এবং বিনিয়োগকারীরা স্থিতিশীলতার সন্ধান করছেন।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ODI-তে দাপট ভারতের! এই ৫ টি কারণেই বাজিমাত টিম ইন্ডিয়ার

শেয়ার শক্তিশালী রিটার্ন প্রদান করেছে: প্রসঙ্গত উল্লেখ্য যে, বাজারের অব্যাহত অস্থিরতার মধ্যেও, কোম্পানিটি বিনিয়োগকারীদের উল্লেখযোগ্য মুনাফা প্রদান করেছে। শুক্রবার BSE-তে ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রিজের শেয়ারের (Share Market) দাম ০.৫২ শতাংশ কমে ২৪.৬৪ টাকায় বন্ধ হয়েছে। ২৫ টাকার নিচে লেনদেন হওয়া এই স্মল ক্যাপটি স্টকটি সম্প্রতি দুর্বল হয়ে পড়েছে।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার দুই মহিলা ক্রিকেটার ভারতে শ্লীলতাহানির শিকার! গ্রেফতার অভিযুক্ত মুসলিম যুবক

এদিকে, গত মাসে এটি ৭.৭৫ শতাংশ এবং গত বছরে প্রায় ৩১ কমেছে। এই শেয়ারের (Share Market) ৫২ সপ্তাহের সর্বোচ্চ ৪৩ টাকা এবং সর্বনিম্ন ১৭ টাকা। কোম্পানিটির মার্কেট ক্যাপ প্রায় ৫৭৪ কোটি টাকা। তবে, গত ৫ বছরে, ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রিজের শেয়ার ৫৮,৫৬৬ শতাংশেরও বেশি রিটার্ন প্রদান করেছে।

বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করুন।