মার্চ মাস থেকে দাম বেড়েছে ১৬২ শতাংশ! শেয়ার বাজারে ঝড় তুলছে এই স্টক, মালামাল বিনিয়োগকারীরা

Published on:

Published on:

This stock is showing good performance in the share market.

বাংলা হান্ট ডেস্ক: অনেকেই নিয়মিতভাবে শেয়ার বাজারে (Share Market) বিনিয়োগ করে থাকেন। তবে, শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে কিছুটা ঝুঁকি থাকলেও সঠিক স্টকে বিনিয়োগ করলে হওয়া যায় লাভবান। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে ঠিক সেই রকমই এক লাভজনক শেয়ারের প্রসঙ্গ উপস্থাপিত করব। মূলত, আমরা আপনাদের জানাবো টিডি পাওয়ার সিস্টেমস লিমিটেডের স্টকের প্রসঙ্গে।

শেয়ার বাজারে (Share Market) ঝড় তুলেছে এই স্টক:

সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, গত মার্চ মাস থেকে এই স্টকের (Share Market) দাম হু হু করে বৃদ্ধি পেয়েছ। ওই নির্দিষ্ট সময়ের মধ্যে কোম্পানির পজিশনাল বিনিয়োগকারীরা তাঁদের সম্পদ দ্বিগুণ করেছেন। এমনকি, গত শুক্রবার বাজারের খারাপ পরিস্থিতির মধ্যেও এই স্টকটির চাহিদা ছিল। এর ফলে গত শুক্রবার এই সপ্তাহের ৫২ সপ্তাহের সর্বোচ্চে পৌঁছে যায়। উল্লেখ্য যে, শুক্রবার কোম্পানির স্টকের দাম প্রায় ১৫ শতাংশ বেড়ে গিয়েছিল।

This stock is showing good performance in the share market.

শুক্রবার BSE-তে এই কোম্পানির স্টকের দাম ৭১৫ টাকায় খোলে। ওই দিন, কোম্পানির স্টকের দাম প্রায় ১৫ শতাংশ বেড়ে ৭৮৭.১০ টাকার ইন্ট্রাডে সর্বোচ্চ দরে পৌঁছে যায়। বাজার বন্ধের সময়, কোম্পানির স্টকের দাম ১২.৯৫ শতাংশ বৃদ্ধির ওপর ভর করে ৭৭৪.৬০ টাকার স্তরে দাঁড়িয়ে থাকে।

আরও পড়ুন: উৎসবের মরশুমে ভরল সরকারের কোষাগার! অক্টোবরে লাফিয়ে বাড়ল GST আদায়ের পরিমাণ

কেন এই উত্থান ঘটেছে: মূলত, ক্রেতাদের আগ্রহ বৃদ্ধি এবং শক্তিশালী ত্রৈমাসিক ফলাফলের কারণে টিডি পাওয়ার সিস্টেমসের শেয়ারের (Share Market) দাম বৃদ্ধি পেয়েছে। চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে কোম্পানিটি (কর-পরবর্তী) ৪৯ কোটি টাকার মুনাফা অর্জন করেছে। যেটি বার্ষিক ভিত্তিতে ৪৯ শতাংশ বৃদ্ধিকে প্রদর্শন করে। অপারেশনাল রেভিনিউ বার্ষিক ৪৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪৫২.৪৭ কোটি টাকায় পৌঁছেছে। এদিকে, কোম্পানির EBITDA-ও ইয়ার-টু-ইয়ার ৪৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে প্রাপ্ত তথ্য অনুযায়ী, টিডি পাওয়ার সিস্টেমসের মোট অর্ডার বুকের পরিমাণ ১,৫৮৭ কোটি টাকা। দ্বিতীয় ত্রৈমাসিকে কোম্পানির অর্ডার বুক ৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

২ মাসে শেয়ারের দাম ৫৩ শতাংশ বেড়েছে: গত ৩ মার্চ কোম্পানির স্টকের (Share Market) দাম ছিল ২৯২.৮৫ টাকা তারপর থেকে, কোম্পানির স্টকের দাম ১৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এদিকে, মাত্র ২ মাসে, এই স্টকগুলি বিনিয়োগকারীদের ৫৩ শতাংশ রিটার্ন দিয়েছে।

আরও পড়ুন: ভারত-দক্ষিণ আফ্রিকা ফাইনাল ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গেলে জিতবে কোন দল? কী বলছে ICC-র নিয়ম?

কোম্পানিটি ডিভিডেন্ড দিচ্ছে: জানিয়ে রাখি যে, কোম্পানিটি বিনিয়োগকারীদের ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ওই ডিভিডেন্ডের (Share Market) পরিমাণ হবে প্রতি শেয়ারে ১ টাকা। কোম্পানিটি এই ডিভিডেন্ডের জন্য আগামী ৬ নভেম্বর, ২০২৫ দিনটিকে রেকর্ড ডেট হিসেবে ঘোষণা করেছে।

(বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করুন।)