৬ মাসেই ১৬০ শতাংশের বেশি রিটার্ন! ৫ ভাগে বিভক্ত হচ্ছে এই স্টক, সামনে এল রেকর্ড ডেট

Published on:

Published on:

This stock is split into 5 parts in Share Market.
Follow

বাংলা হান্ট ডেস্ক: শেয়ার বাজার (Share Market) থেকে এবার একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, টাইটান বায়োটেক লিমিটেড শেয়ার স্প্লিট হতে চলেছে। ইতিমধ্যেই এই মাল্টিব্যাগার স্টকটি তার শেয়ার স্প্লিটের জন্য একটি রেকর্ড ডেট ঘোষণা করেছে। যেটি পরের মাসেই সম্পন্ন হবে। এটা লক্ষণীয় যে মাত্র ৬ মাসে কোম্পানির শেয়ারের দাম প্রায় ১৬৪ শতাংশ বেড়েছে।

৫ ভাগে বিভক্ত হচ্ছে এই স্টক (Share Market):

শেয়ারগুলি ৫ ভাগে বিভক্ত হবে: এক্সচেঞ্জের কাছে দেওয়া এক ফাইলিংয়ে কোম্পানিটি জানিয়েছে যে ১০ টাকার ফেস ভ্যালুর প্রতিটি শেয়ার ৫ ভাগে বিভক্ত করা হবে। এই স্টক বিভাজনের পর, কোম্পানির শেয়ারের ফেস ভ্যালু ১০ টাকা থেকে কমে ২ টাকা হবে। জানিয়ে রাখি যে, টাইটান বায়োটেক লিমিটেড স্টক স্প্লিটে রেকর্ড তারিখ ২০ ফেব্রুয়ারি, ২০২৬ নির্ধারণ করেছে। এর অর্থ হল, ওই দিনে শেয়ারগুলি ৫ ভাগে ভাগ করা হবে।

This stock is split into 5 parts in Share Market.

শেয়ার বাজারে দুর্দান্ত রিটার্ন: জানিয়ে রাখি যে, গত মাসে কোম্পানির স্টকের দাম ১০ শতাংশ বেড়েছে। এদিকে, ৬ মাসে টাইটান বায়োটেক লিমিটেডের স্টকের দাম ১৬৪ শতাংশ বেড়েছে। শুক্রবার, BSE-তে কোম্পানির শেয়ারের দাম ১.৭৬ শতাংশ বেড়ে ১,০৮১.৪৫ টাকায় বন্ধ হয়েছে। কোম্পানির ৫২ সপ্তাহের সর্বোচ্চ মূল্য ১,৪১৯ টাকা এবং ৫২ সপ্তাহের সর্বনিম্ন মূল্য ৩৭৩.৬৫। এই সংস্থার মার্কেট ক্যাপ ৮৯৩ কোটি টাকা।

আরও পড়ুন: ঋণ নিয়ে চলছে দেশ! অথচ ভারতকে টক্কর দিতে আটারি-ওয়াঘা সীমান্তে যা করল ‘কাঙাল’ পাকিস্তান

এদিকে, টাইটান বায়োটেক লিমিটেডের শেয়ারের দাম ২ বছরে ১৬৬ শতাংশ এবং ৫ বছরে ৬১৭ শতাংশ বেড়েছে। কোম্পানিটি তার বিনিয়োগকারীদের ধারাবাহিকভাবে ডিভিডেন্ড প্রদান করে আসছে। গত সেপ্টেম্বর মাসে, কোম্পানির স্টকগুলি এক্স-ডিভিডেন্ড ট্রেড করেছিল। সেই সময়ে, কোম্পানিটি প্রতি শেয়ারে ২ টাকা ডিভিডেন্ড প্রদান করে। ২০২৪ সালেও, কোম্পানিটি প্রতি শেয়ারে ২ টাকা ডিভিডেন্ড দিয়েছিল। জানিয়ে রাখি যে, এখন পর্যন্ত কোম্পানিটি ১৪ বার যোগ্য বিনিয়োগকারীদের ডিভিডেন্ড দিয়েছে।

আরও পড়ুন: ফের যুদ্ধের আবহ! ভেনেজুয়েলায় হামলা আমেরিকার, কীভাবে প্রভাবিত হবে ভারত?

সতর্কীকরণ: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করুন।