১ লক্ষ থেকে ৩৪ লক্ষ টাকা! শেয়ার বাজারের পতনের মাঝেও স্বমহিমায় উজ্জ্বল টাটা গ্রূপের এই স্টক

বাংলা হান্ট ডেস্ক: সাম্প্রতিক দিনগুলিতে শেয়ার বাজারে পতন অব্যাহত থাকলেও টাটা গ্রুপের একটি কোম্পানির স্টক দুর্দান্ত ভাবে প্রতিযোগিতায় সামিল রয়েছে। গত বৃহস্পতিবার ট্র্যাকে ফিরে আসার পর এই স্টক এখন কার্যত দৌড়চ্ছে। মূলত, গত বৃহস্পতিবার, ৯.৯৯ শতাংশের আপার সার্কিট সহ, এই স্টক ১২৭.৭৫ টাকায় বন্ধ হয়। এরপর শুক্রবার তা আরও বৃদ্ধি পায়। এমতাবস্থায়, গত সোমবার আবার তা ৩.৩৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৪৫.৩০ টাকায় পৌঁছে গিয়েছে।

জানা গিয়েছে যে, গত তিন বছরে, এটি ইতিমধ্যেই তার বিনিয়োগকারীদের ১ লক্ষ টাকাকে প্রায় ৩৪ লক্ষ টাকায় বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ, বাম্পার লাভ পেয়েছেন বিনিয়োগকারীরা। পাশাপাশি, গত এক বছরের কথা বললে এই স্টক ৪৮১ শতাংশ রিটার্ন দিয়েছে।

মূলত, বর্তমান প্রতিবেদনে আজ আমরা Tata Teleservices Maharashtra Limited (TTML)-এর প্রসঙ্গ উপস্থাপিত করছি। এটিও টাটা গ্রুপের একটি কোম্পানি। মূলত, এক বছর আগে এই কোম্পানির শেয়ারে অর্থ বিনিয়োগকারীরা লাভবান তো হয়েছেনই বরং এর পাশাপাশি, যারা ১ মাস আগেও এই শেয়ারে বিনিয়োগ করেছেন তাঁদেরও টাকা বেড়েছে ১৬.৫৬ শতাংশ। প্রসঙ্গত উল্লেখ্য যে, ১১ জানুয়ারি, TTML-এর স্টক তার সর্বকালের সর্বোচ্চ ২৯০.১৫ টাকায় বন্ধ হয়েছিল। যদিও গত ৮ মার্চ এই স্টকটি ৯৩.৪০ টাকায় নেমে আসে।

তিন বছরে বিপুল রিটার্ন:
পরিসংখ্যান অনুযায়ী, TTML-এর স্টক বিগত ৩ বছরে প্রায় ৩২৯০৭ শতাংশ রিটার্ন দিয়েছে। অর্থাৎ তিন বছর আগে এই স্টকে এক লক্ষ টাকা বিনিয়োগকারীদের অর্থ এখন প্রায় ৩৪ লক্ষে পৌঁছে গিয়েছে। এছাড়াও, প্রায় ২৭,৪৪৭ কোটি টাকার মার্কেট ক্যাপিটাল নিয়ে টাটা গ্রুপের এই কোম্পানি, গত ত্রৈমাসিকের ফলাফলের পরে স্টকটিতে নিম্ন সার্কিট অব্যাহত রেখেছে।

TTML কি করে?
মূলত, TTML হল টাটা টেলিসার্ভিসেসের একটি সহযোগী সংস্থা। এই কোম্পানিটি তার সেগমেন্টে বাজারের শীর্ষস্থানীয় হিসেবে বিবেচিত হয়। সংস্থাটি মূলত, ভয়েস এবং ডেটা পরিষেবা সরবরাহ করে। প্রতিষ্ঠানটির গ্রাহকদের তালিকায় রয়েছে অনেক বড় বড় নাম। মার্কেট বিশেষজ্ঞদের মতে, ইতিমধ্যেই কোম্পানিগুলির জন্য স্মার্ট ইন্টারনেট ভিত্তিক পরিষেবা চালু করেছে সংস্থাটি।

money news new.

এই পরিষেবা ইতিমধ্যেই ভালো প্রতিক্রিয়া পাচ্ছে কারণ, এর সাহায্যে কোম্পানিগুলি দ্রুত ইন্টারনেট এবং কাস্টমাইজড নিয়ন্ত্রণ সহ ক্লাউড ভিত্তিক নিরাপত্তা পরিষেবার সুবিধা উপলব্ধ করতে পারছে। এছাড়াও, এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল ক্লাউড ভিত্তিক নিরাপত্তা, যেখানে ডেটা নিরাপদ রাখা যায়। মূলত, ডিজিটাল ভিত্তিতে পরিচালিত ব্যবসাগুলি এই লিজ লাইন থেকে অনেক সাহায্য পাবে। শুধু তাই নয়, এতে সব ধরনের সাইবার জালিয়াতি থেকে সুরক্ষার পাশাপাশি দ্রুত ইন্টারনেটের সুবিধাও দেওয়া হচ্ছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর