বাংলা হান্ট ডেস্ক: শেয়ার বাজারে (Share Market) বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকির আশঙ্কা থাকলেও সঠিক শেয়ারে বিনিয়োগ করলে হওয়া যায় লাভবান। বর্তমান প্রতিবেদনে আমরা আপনাদের কাছে এমন একটি শেয়ারের প্রসঙ্গ উপস্থাপিত করব যেটির দাম ৫০ টাকার নিচে থাকলেও বৃহস্পতিবার ওই শেয়ারে ১৫ শতাংশের বৃদ্ধি ঘটেছে। মূলত, আজ আমরা আপনাদের জানাবো ব্লু ক্লাউড সফটেক সলিউশন লিমিটেডের শেয়ারের প্রসঙ্গে। এই নিয়ে টানা তৃতীয় ট্রেডিং দিনে কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এই সময়ের মধ্যে, ব্লু ক্লাউড সফটেক সলিউশনের শেয়ার ৩০ শতাংশ বেড়েছে। একটি ইজরায়েলি কোম্পানির সঙ্গে চুক্তির মাধ্যমে কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে।
শেয়ার বাজারে (Share Market) নজরে এই কোম্পানির স্টক:
একটি চুক্তি সম্পন্ন হয়েছে: কোম্পানিটি এক্সচেঞ্জকে জানিয়েছে যে তারা একটি ইজরায়েলি কোম্পানির সঙ্গে ১৫০ মিলিয়ন ডলারের টেকনোলজি ওনারশিপ ট্রান্সফার এগ্রিমেন্টে প্রবেশ করেছে। এই চুক্তির লক্ষ্য ভারতে এজ-এআই চিপ ডিজাইন এবং উৎপাদন করা। কোম্পানিটি জানিয়েছে যে এটি একটি ৫ বছরের কৌশলগত বিনিয়োগ। এই বিনিয়োগে টেকনোলজি, প্রোডাক্ট ডেভেলপমেন্টের পাশাপাশি ভারতে ম্যানুফ্যাকচারিং সেটআপ স্থাপন অন্তর্ভুক্ত রয়েছে।

প্রফিট বুকিংয়ের শিকার শেয়ার: BSE-তে ব্লু ক্লাউড সফটেক সলিউশনের শেয়ারের (Share Market) দাম ৩৪.৮২ টাকায় খোলে। একটা সময়ে কোম্পানির শেয়ারের দাম বেড়ে ৩৮ টাকায় পৌঁছেছিল। তবে, পরবর্তীতে কোম্পানির শেয়ারগুলি প্রফিট বুকিংয়ের শিকার হয়। বাজার বন্ধের সময় BSE-তে শেয়ারটির দাম ২.৬৮ শতাংশ কমে ৩২.০৭ টাকায় দাঁড়িয়েছে।
আরও পড়ুন: ভারতের একটি সিদ্ধান্তেই বাংলাদেশে তোলপাড়! লাফিয়ে বাড়ল এই জিনিসের দাম
বিনিয়োগকারীদের জন্য বিগত ৬ মাস দুর্দান্ত কেটেছে: জানিয়ে রাখি যে, বিগত ৬ মাস কোম্পানিটির জন্য দুর্দান্ত কেটেছে। এই সময়ের মধ্যে, কোম্পানির শেয়ারের (Share Market) দাম ৭১ শতাংশ বেড়েছে। তবে, তা সত্ত্বেও, ১ বছরে এই শেয়ারের দাম ৫৫ শতাংশ কমেছে। কোম্পানিটি দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের যথেষ্ট রিটার্ন প্রদান করেছে। গত ৫ বছরে এই শেয়ারে ৪৩৪ শতাংশ বৃদ্ধি ঘটেছে।
আরও পড়ুন: চিয়ার্স! বিশ্বজুড়ে ভারতীয় সুরার দাপট, তৈরি নয়া রেকর্ড, জানলে হবেন “থ”
জানুয়ারিতে শেয়ার বিভাজন করা হয়েছিল: এই বছর কোম্পানির শেয়ার ২ টি ভাগে বিভক্ত করা হয়েছে। এই স্টক বিভাজনের পর, কোম্পানির শেয়ারের ফেস ভ্যালু ২ টাকা থেকে কমে ১ টাকা হয়েছে।
(বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করুন।)













