বাংলা হান্ট ডেস্ক: শেয়ার বাজারে (Share Market) প্রায়শই কিছু স্টক এমন পারফরম্যান্স প্রদর্শন করে যেগুলি রীতিমতো উঠে আসে আলোচনার কেন্দ্রবিন্দুতে। সেই রেশ বজায় রেখেই ড্রোন কোম্পানি দ্রোণাচার্য এরিয়াল ইনোভেশনস লিমিটেডের শেয়ার এখন রয়েছে খবরের শিরোনামে। এই সংস্থার শেয়ারের দাম হঠাৎ করেই হু হু করে বেড়েছে। গত কয়েকদিন ধরেই দ্রোণাচার্য এরিয়াল ইনোভেশনসের শেয়ারের দামে বৃদ্ধি ঘটেছে।
শেয়ার বাজারে (Share Market) ঝড় তুলেছে এই কোম্পানির স্টক:
এদিকে, বৃহস্পতিবার এই ড্রোন কোম্পানির শেয়ারের দাম ৪.৯৯ শতাংশ বেড়ে ৫৩.৬২ টাকায় দাঁড়িয়েছে। শুধু তাই নয়, গত ৭ টি ট্রেডিং সেশনে কোম্পানির শেয়ারের দামে প্রায় ৫৭ শতাংশের বৃদ্ধি ঘটেছে। উল্লেখ্য যে, দ্রোণাচার্য এরিয়াল ইনোভেশনস সম্প্রতি একটি বড় ধাক্কার সম্মুখীন হয়েছে। মূলত, মার্কেট রেগুলেটর SEBI প্রোমোটার্স এবং কোম্পানিকে সিকিউরিটিজ মার্কেট থেকে ২ বছরের জন্য নিষিদ্ধ করেছে।

৭ টি ট্রেডিং সেশনে কোম্পানির শেয়ারের দাম ৫৭ শতাংশ বেড়েছে: জানিয়ে রাখি যে, ৩ ডিসেম্বর, ২০২৫ তারিখে BSE-তে দ্রোণাচার্য এরিয়াল ইনোভেশনসের শেয়ারের দাম ৩২.৬৮ টাকায় ছিল। ১১ ডিসেম্বর এই ড্রোন কোম্পানির শেয়ারের দাম ৫৩.৬২ টাকায় বন্ধ হয়। গত ৭ টি ট্রেডিং সেশনে দ্রোণাচার্য এরিয়াল ইনোভেশনের শেয়ারের দাম অনেকটাই বেড়েছে। কোম্পানির ৫২ সপ্তাহের সর্বোচ্চ মূল্য ১৩১ টাকা। এদিকে, বৃহস্পতিবার কোম্পানির মার্কেট ক্যাপ ১২৮ কোটি টাকা ছাড়িয়ে গেছে।
আরও পড়ুন: বন্ধ হয়েছে ৩.০২ কোটি ভুয়ো ID! টিকিট বুকিং সিস্টেমকে শক্তিশালী করতে বড় পদক্ষেপ ভারতীয় রেলের
মালিক এবং কোম্পানির ওপর ২ বছরের নিষেধাজ্ঞা: মার্কেট রেগুলেটর SEBI সম্প্রতি SME কোম্পানি দ্রোণাচার্য এরিয়াল ইনোভেশনস এবং এর প্রোমোটার্স প্রতীক শ্রীবাস্তব এবং নিকিতা শ্রীবাস্তবকে সিকিউরিটিজ মার্কেট থেকে ২ বছরের জন্য নিষিদ্ধ করেছে। SEBI তাঁদের IPO অর্থের অপব্যবহার, আর্থিক বিবরণ ভুলভাবে উপস্থাপন এবং কোম্পানির ফান্ড অন্যত্র স্থানান্তরের জন্য দোষী সাব্যস্ত করেছে। এছাড়াও, SEBI কর্পোরেট অ্যাডভাইজরি ফার্ম ইন্সটাফিন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজরস, এর অংশীদার সন্দীপ ঘাটে এবং মাইক্রো ইনফ্রাটেক প্রাইভেট লিমিটেডকেও নিষিদ্ধ করেছে। পাশাপাশি, SEBI কোম্পানি এবং তার প্রোমোটারদের ওপর ৫০ লক্ষ টাকার জরিমানাও আরোপ করেছে।
আরও পড়ুন: মমতার জনসভায় সোনার হার খোয়ালেন একাধিক মহিলা! ‘দুষ্কৃতীদের আখড়া’, কটাক্ষ শুভেন্দুর
শেয়ারগুলি এখনও তাদের IPO মূল্যের নিচে লেনদেন করছে: জানিয়ে রাখি যে, দ্রোণাচার্য এরিয়াল ইনোভেশনসের শেয়ারগুলি এখনও তাদের IPO মূল্যের নিচে লেনদেন করছে। IPO-তে এই ড্রোন কোম্পানির শেয়ারের দাম ছিল ৫৪ টাকা। দ্রোণাচার্য এরিয়াল ইনোভেশনসের IPO ১৩ ডিসেম্বর, ২০২২ তারিখে বিডিংয়ের জন্য খোলা হয়েছিল এবং ১৫ ডিসেম্বর পর্যন্ত খোলা ছিল। বাজারে এই কোম্পানির শেয়ারের একটি শক্তিশালী লিস্টিং হয়। দ্রোণাচার্য এরিয়াল ইনোভেশনসের শেয়ার ১০২ টাকায় লিস্ট হয়েছিল এবং লিস্টিংয়ের দিনই এক লাফে ১০৭.১০ টাকায় বন্ধ হয়।
সতর্কীকরণ: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করুন।












