বাংলা হান্ট ডেস্ক: টাটা মোটরসের (Tata Group) মালিকানাধীন বিলাসবহুল গাড়ি কোম্পানি জাগুয়ার ল্যান্ড রোভার (JLR)-এর ওপর সাম্প্রতিক সাইবার আক্রমণকে ব্রিটেনে এখনও পর্যন্ত সবচেয়ে ক্ষতিকারক সাইবার ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই হামলায় ব্রিটেনের অর্থনীতির প্রায় ১.৯ বিলিয়ন পাউন্ড ক্ষতি হয়েছে।
বড়সড় হামলার সম্মুখীন টাটার (Tata Group) এই কোম্পানি:
এর পাশাপাশি, ৫,০০০-এরও বেশি ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্রিটেনে সাইবার ঘটনা (Tata Group) স্বাধীনভাবে মূল্যায়নকারী সাইবার মনিটরিং সেন্টার (CMC) এই সাইবার আক্রমণকে তৃতীয়-ডিগ্রি পদ্ধতিগত ঘটনা হিসেবে বর্ণনা করেছে। উল্লেখ্য যে, CMC পাঁচ-পয়েন্ট স্কেলে সাইবার আক্রমণ মূল্যায়ন করে।
সেপ্টেম্বরে উৎপাদন বন্ধ থাকে: CMC জানিয়েছে যে, হামলার ফলে JLR-এর উৎপাদন, সাপ্লাই চেন এবং ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কে উল্লেখযোগ্য ব্যাঘাত ঘটে। গত অগাস্টে শেষের দিকে জাগুয়ার ল্যান্ড রোভারের (Tata Group) প্রোডাকশন প্ল্যান্টে হামলার ঘটনা ঘটে এবং সেপ্টেম্বর জুড়ে উৎপাদন বন্ধ থাকে। CMC-র দাবির সরাসরি কোনও প্রতিক্রিয়া না জানিয়ে JLR জানিয়েছে যে তারা পর্যায়ক্রমে কার্যক্রম পুনরুদ্ধার করছে।
আরও পড়ুন: শুভমান গিলের সঙ্গে এ কেমন আচরণ পাকিস্তানের অনুরাগীর! শুরু তুমুল সমালোচনা… ভাইরাল ভিডিও
কতটা ক্ষতি হয়েছে: CMC এক বিবৃতিতে জানিয়েছে যে, তাদের মূল্যায়ন মডেল অনুমান করেছে এই হামলার ফলে JLR (Tata Group)-এর ১.৬ বিলিয়ন থেকে ২.১ বিলিয়ন পাউন্ডের মধ্যে ক্ষতি হয়েছে। তবে, যদি উৎপাদন পুনরায় শুরু করতে উল্লেখযোগ্যভাবে বিলম্ব হয় অথবা আক্রমণের ফলে প্রযুক্তিগত ব্যবস্থা মারাত্মকভাবে প্রভাবিত হয়, তাহলে ক্ষতি আরও বেশি হতে পারে। তাছাড়া, এই হামলা কোম্পানির কর্মচারী এবং যন্ত্রাংশ সরবরাহকারীদের ওপরেও প্রভাব ফেলেছে।
আরও পড়ুন: ফিক্সড ডিপোজিটই করে দেবে মালামাল! PNB-SBI সহ এই ব্যাঙ্কগুলি দিচ্ছে দুর্দান্ত সুদের হার
কী প্রভাব পড়তে পারে: এর ফলে অনেক সরবরাহকারী বেতন হ্রাস (Tata Group), কর্মঘণ্টা হ্রাস এবং কর্মীদের ছাঁটাইয়ের মতো পদক্ষেপ নিয়েছে। CMC উদ্বেগ প্রকাশ করেছে যে এই পদক্ষেপগুলির মানসিক এবং সামাজিক প্রভাবও পড়তে পারে। তিনি বলেন, এই বিশ্লেষণে আর্থিক ক্ষতির পাশাপাশি সমাজ ও অর্থনীতিতে সাইবার আক্রমণের প্রভাবও তুলে ধরা হয়েছে।