বাংলা হান্ট ডেস্ক: ভারতের দুই বিজনেস টাইকুন গৌতম আদানি (Gautam Adani) এবং মুকেশ আম্বানি (Mukesh Ambani)-র মত, টাটা গ্রূপ (Tata Group)-ও এবার পুনর্নবীকরণযোগ্য শক্তি (Renewable Energy)-র সেক্টরে প্রবেশের জন্য দ্রুত পদক্ষেপ নিচ্ছে। জানা গিয়েছে, ইতিমধ্যেই টাটা গ্রুপের পাওয়ার কোম্পানি টাটা পাওয়ার রিনিউয়েবল এনার্জি (Tata Power Renewable Energy Limited) প্রায় ২,০০০ কোটি টাকা সংগ্রহ করেছে। মূলত, ব্ল্যাকরক-সমর্থিত GreenForest New Energy Bidco-কে ৮.৩৬ কোটি শেয়ার ইস্যু করে কোম্পানিটি এই সাফল্য অর্জন করেছে।
এই প্রসঙ্গে টাটা পাওয়ার সূত্রে জানা গিয়েছে যে, “কোম্পানির সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী সংস্থা, Tata Power Renewable Energy Limited-এর পরিচালক মণ্ডলী, Tata Power Renewable Energy Limited-এর ১০ টাকার অভিহিত মূল্যের ৮,৩৬,০৫,০৪৯ ইক্যুইটি শেয়ার বরাদ্দের অনুমোদন করেছে।” মূলত, শেয়ার প্রতি ২৩৯.২২ টাকা মূল্যে এই বরাদ্দ দেওয়া হয়েছে।
উল্লেখ্য যে, চলতি বছরের শুরুর দিকে, মুবাডালা ইনভেস্টমেন্ট কোম্পানি সহ BlackRock রিয়েল অ্যাসেটস-এর নেতৃত্বাধীন কনসোর্টিয়াম, টাটা পাওয়ারের সাথে একটি দৃঢ় চুক্তি সম্পন্ন করেছে। এই চুক্তির অধীনে, টাটা পাওয়ার পুনর্নবীকরণযোগ্য শক্তিতে ১০.৫৩ শতাংশ শেয়ারের জন্য ৪,০০০ কোটি টাকার বিনিয়োগ করবে বলে জানা যায়।
এদিকে, টাটা পাওয়ারের বিনিয়োগ এমন সময়ে ঘটছে যখন বাকি প্রতিদ্বন্দ্বীরা যেমন আদানি গ্রুপ এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তাদের ক্লিন এনার্জি পোর্টফোলিও ক্রমাগত বাড়াচ্ছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গত মাসে টাটা গ্রুপের প্রধান এন চন্দ্রশেখরন জানিয়েছিলেন যে, টাটা পাওয়ার আগামী পাঁচ বছরে গ্রিন এনার্জির জন্য ৭৫,০০০ কোটি টাকার বিনিয়োগ করবে।