আবহাওয়ায় আসতে চলেছে বড়সড় পরিবর্তন! ভারী বৃষ্টিপাতে ভাসবে দক্ষিণের তিন জেলা

বাংলা হান্ট ডেস্কঃ দক্ষিণবঙ্গের আবহাওয়ায় (Weather) আসতে চলেছে বড়সড় পরিবর্তন। গত কয়েক দিনের তুলনায় বৃষ্টিপাত কমলেও কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে। অপরদিকে, উত্তরবঙ্গে (North Bengal) বৃষ্টিপাতের সম্ভাবনা একপ্রকার নেই বললেই চলে। বিগত কয়েকদিন ধরে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সাক্ষী থেকেছে মানুষ। তবে বর্তমানে নিম্নচাপ সরে যাওয়ার কারণে বৃষ্টি কমে আজ থেকে আবহাওয়ার উন্নতি হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এক্ষেত্রে তাপমাত্রা (Temperature) স্বাভাবিকের আশেপাশে থাকবে বলেই মনে করা হচ্ছে।

আবহাওয়ার খবর
সর্বোচ্চ তাপমাত্রা : ৩০.৬° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৫.৫° সেলসিয়াস
আর্দ্রতা : ৯৩%
বাতাস : ২০ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৬০%

আজকের আবহাওয়া
বিগত ৩-৪ দিন ধরে নিম্নচাপের কারণে ভারী বৃষ্টিপাত হয় গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। তবে বর্তমানে নিম্নচাপের অভিমুখ ঝাড়খণ্ড ও ছত্রিশগড়ের দিকে সরে যাওয়ার কারণে বৃষ্টি কমে আবহাওয়ার উন্নতি হতে চলেছে। আগামী দুই থেকে তিন দিন দক্ষিণের সব জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তবে পশ্চিমের এলাকা গুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ কলকাতা, হাওড়া, হুগলি, বীরভূম, দুই ২৪ পরগনা ও মুর্শিদাবাদের একাধিক প্রান্তে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হবে। ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া, এই তিন জেলাগুলিতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৯৩%।

উত্তর ও দক্ষিণ বঙ্গের আবহাওয়া
গত দু মাসের ওপর সময় ধরে দক্ষিণবঙ্গে বর্ষার প্রভাবে ভারী বৃষ্টিপাত এক প্রকার হয়নি বললেই চলে। ফলে স্বাভাবিকভাবেই বৃষ্টির ঘাটতি দেখা দেয়। তবে এর মাঝে সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে বিগত কয়েকদিনে প্রবল থেকে প্রবলতর বৃষ্টিপাতের সাক্ষী থাকে মানুষ। তাপমাত্রাও বেশ খানিকটা নীচে নেমে আসে। তবে বর্তমানে নিম্নচাপ ঝাড়খণ্ড ও ছত্রিশগড়ের দিকে অগ্রসর হয়ে চলেছে। সেই কারণেই আজ থেকে আবহাওয়ার উন্নতি হতে চলেছে। আগামী বুধবার পর্যন্ত দক্ষিণের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তবে বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টিপাত হতে চলেছে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।

অপরদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একপ্রকার নেই বললেই চলে। এক্ষেত্রে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারের মত জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বর্ষার প্রভাবে মরশুমের প্রথম থেকেই প্রবল বৃষ্টিপাত হলেও বিগত কয়েকদিনে উত্তরের জেলাগুলিতে তাপমাত্রা বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। আগামী কয়েকদিনও একই রকমের পরিস্থিতি বজায় থাকবে বলে জানানো হয়েছে।

Weather

আগামীকালের আবহাওয়া 
আগামী ২-৩ দিনে কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকবে বলেই জানা গিয়েছে। তবে অপরদিকে, পশ্চিমে জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর