বাংলা হান্ট ডেস্ক: চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে টাটা গ্রুপের (Tata Group) সংস্থা টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিক্যালস লিমিটেডের (Tata Motors Passenger Vehicles) নিট মুনাফা বহুগুণ বেড়েছে। পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর ত্রৈমাসিকে কোম্পানিটি মোট ৭৬,২৪৮ কোটি টাকার নিট মুনাফা অর্জন করেছে। জানিয়ে রাখি যে, টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিক্যালস লিমিটেড শুক্রবার ২০২৫-২৬ অর্থবর্ষের জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিক ফলাফল ঘোষণা করেছে। ২০২৪-২৫ অর্থবর্ষের জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে কোম্পানিটি ৩,৫২১ কোটি টাকার নিট মুনাফা অর্জন করেছিল।
টাটা গ্রুপের (Tata Group) এই সংস্থার বাড়ল মুনাফা:
রেভিনিউতে হ্রাস: কোম্পানিটি জানিয়েছে যে, চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে তাদের রেভিনিউ (পরিচালনা থেকে) দাঁড়িয়েছে ৭২,৩৪৯ কোটি টাকায়। যা আগের অর্থবর্ষের একই ত্রৈমাসিকে ৮৩,৬৫৬ কোটি টাকা ছিল। অর্থাৎ, কোম্পানির রেভিনিউ ১৪ শতাংশ হ্রাস পেয়েছে। মূলত, জাগুয়ার ল্যান্ড রোভার (JLR)-এর সাইবার ঘটনা কোম্পানির কর্মক্ষমতার পর উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে।

GST হ্রাসের ফলে কোম্পানিটি লাভবান হয়েছে: সংস্থাটি জানিয়েছে যে এই ত্রৈমাসিকে দেশীয় কর্মক্ষমতা স্থিতিশীল ছিল। তবে GST হার হ্রাসের পরে উন্নতি হয়েছে। কোম্পানিটি জানিয়েছে যে, সাইবার ঘটনাটি JLR-এর সমস্ত মানদণ্ডের ওপর গভীর প্রভাব ফেলেছে।
আরও পড়ুন: IPL ২০২৬-এর নিলামের আগে কোন কোন খেলোয়াড়কে ছেড়ে দিল ১০ টি ফ্র্যাঞ্চাইজি! রইল তালিকা
কী জানিয়েছেন সংস্থার আধিকারিক: ইতিমধ্যেই টাটা মোটরস গ্রুপের চিফ ফাইনান্সিয়াল অফিসার
পিবি বালাজি জানিয়েছেন, ‘এটি ব্যবসার জন্য একটি কঠিন সময় ছিল। তবে, আমরা সাইবার ঘটনা থেকে আরও শক্তিশালী হয়ে উঠতে প্রতিশ্রুতিবদ্ধ।’ বালাজি বলেন, ‘বিশ্বব্যাপী চাহিদার পরিস্থিতি এখনও চ্যালেঞ্জিং। তবে অভ্যন্তরীণভাবে পুনরুজ্জীবনের লক্ষণ রয়েছে।’
আরও পড়ুন: ভেঙ্কটেশ-রাসেল সহ ৯ জন খেলোয়াড়কে রিলিজ করল KKR! কাদের করা হল রিটেন? দেখুন তালিকা
কোম্পানির শেয়ারের দাম: জানিয়ে রাখি যে, শুক্রবার বাজার বন্ধের সময়ে এই কোম্পানির শেয়ারের দাম ১.৬২ শতাংশ কমে ৩৯১.৬০ টাকায় দাঁড়িয়েছে। শুক্রবার বাজার বন্ধ হওয়ার পর টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিক্যালস লিমিটেডের ত্রৈমাসিক ফলাফল ঘোষণা করা হয়। জানিয়ে রাখি যে, টাটা মোটরসের ডিমার্জারের টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিক্যালস লিমিটেড অস্তিত্ব লাভ করেছেন।
বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করুন।












