১৫০০০০০০০০০০ কোটির….শেয়ার বাজারে উঠবে ঝড়! ধামাকার জন্য প্রস্তুত টাটা গ্রুপের এই কোম্পানি

Published On:

বাংলা হান্ট ডেস্ক: টাটা গ্রুপের (Tata Group) আরও একটি কোম্পানি এবার শেয়ার বাজারে প্রবেশ করতে প্রস্তুত। ওই কোম্পানির নাম টাটা ক্যাপিটাল। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, টাটা ক্যাপিটাল ১৫,০০০ কোটি টাকার IPO নিয়ে আসছে। এর জন্য সংস্থাটি সেবি-র কাছে প্রয়োজনীয় নথি জমা দিয়েছে বলেও জানা গিয়েছে। যার মাধ্যমে নতুন শেয়ার ইস্যু করা হবে এবং টাটা সন্সও তার শেয়ার বিক্রি করবে। জানিয়ে রাখি যে, টাটা ক্যাপিটালে টাটা সন্সের ৯৩ শতাংশ শেয়ার রয়েছে।

শেয়ার বাজারে ঝড় তুলবে টাটা গ্রুপের (Tata Group) এই সংস্থা:

উল্লেখ্য যে, টাটা ক্যাপিটাল হল একটি ফাইন্যান্স কোম্পানি (NBFC)। যেটি RBI দ্বারা একটি আপার-লেয়ার NBFC হিসেবে স্বীকৃত। মানে এই কোম্পানিটি অবশ্যই বড়। এদিকে, কোম্পানিটি এরই মধ্যে বোর্ড থেকে IPO চালুর অনুমোদন নিয়েছে। কোম্পানিটি প্রায় ২.৩ কোটি নতুন শেয়ার ইস্যু করবে। এছাড়াও, পুরনো কিছু শেয়ারহোল্ডারও তাদের শেয়ার বিক্রি করবে. কোম্পানিটি স্টক এক্সচেঞ্জে এই তথ্য জানিয়েছে।

This Tata Group company ready to make splash in share market.

সেপ্টেম্বরের মধ্যে তালিকাভুক্ত হতে হবে: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিয়ম অনুসারে, টাটা সন্স এবং টাটা ক্যাপিটালকে ২০২৫ সালের সেপ্টেম্বরের মধ্যে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত করা প্রয়োজন৷ এর কারণ হল RBI তাদের আপার-লেয়ারের NBFC হিসেবে বিবেচনা করে। এই IPO সফল হলে এটি হবে দেশের আর্থিক খাতের অন্যতম বড় IPO। এর পাশাপাশি এটি হবে টাটা গ্রুপের (Tata Group) দ্বিতীয় কোম্পানি যেটি সম্প্রতি শেয়ার বাজারে প্রবেশ করবে। এর আগে Tata Technologies ২০২৩ সালের নভেম্বরে তালিকাভুক্ত হয়েছিল।

আরও পড়ুন: পরপর ব্যর্থ হচ্ছেন পন্থ! হারাবেন অধিনায়কত্ব? LSG-র ক্যাপ্টেন হওয়ার দৌড়ে রয়েছেন এই ৩ খেলোয়াড়

টাটা ক্যাপিটালের রেভিনিউ: জানিয়ে রাখি যে, টাটা ক্যাপিটাল ২০২৪ অর্থবর্ষে ১৮,১৭৮ কোটি টাকা আয় করেছে। এটি গত বছরের তুলনায় ৩৪ শতাংশ বেশি। এদিকে, কোম্পানির লোন বুক ১ লক্ষ কোটি টাকা অতিক্রম করেছে। যা ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কোম্পানির মুনাফা ছিল ৩,১৫০ কোটি টাকা। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। চলতি বছরের প্রথম ৬ মাসেও ভালো পারফর্ম করেছে সংস্থাটি। এই কোম্পানির মুনাফা ২১ শতাংশ বেড়ে ১,৮২৫ কোটি টাকা হয়েছে।

আরও পড়ুন: এবার শত্রুদের সব দাদাগিরি হবে শেষ! বিরাট সিদ্ধান্ত নিয়ে ফেলল মোদী সরকার, জানলে চমকে উঠবেন

ফাইন্যান্স সেক্টরে বিভিন্ন ধরণের পরিষেবা: উল্লেখ্য যে, টাটা ক্যাপিটাল টাটা গ্রুপের (Tata Group) প্রধান ফাইন্যান্স কোম্পানি। এটি টাটা সন্সের একটি সহযোগী প্রতিষ্ঠান। এই সংস্থাটি NBFC হিসেবে কাজ করে। টাটা ক্যাপিটাল এবং এর সহযোগী সংস্থাগুলি আর্থিক সেক্টরে বিভিন্ন পরিষেবা প্রদান করে। এই সংস্থাগুলি কমারশিয়াল ফাইন্যান্স, কনজিউমার লোন, ওয়েলথ ম্যানেজমেন্ট, এবং টাটা কার্ডের মার্কেটিং সংক্রান্ত কাজ করে।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X