ঘটেছিল ৬৫ শতাংশের পতন! টাটা গ্রুপের এই শেয়ারেই রকেটের গতি, বড় ঘোষণা কোম্পানির

Published on:

Published on:

This Tata Group company's shares saw a huge increase.
Follow

বাংলা হান্ট ডেস্ক: শুক্রবার BSE-তে টাটা গ্রুপের (Tata Group) কোম্পানি তেজস নেটওয়ার্কসের শেয়ারের দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে। একটা সময়ে ইন্ট্রাডেতে এই শেয়ারের দাম ৭ শতাংশেরও বেশি বেড়ে ৪৯৯.৯৫ টাকায় পৌঁছে যায়। তবে, বাজার বন্ধের সময়ে তেজস নেটওয়ার্কসের শেয়ার ২.৮৮ শতাংশ বৃদ্ধির সঙ্গে ৪৭৯.৩৫ টাকায় দাঁড়িয়ে থাকে।

টাটা গ্রুপের (Tata Group) এই কোম্পানির শেয়ারে বৃদ্ধি:

এদিকে, টাটা গ্রুপের কোম্পানি ঘোষণা করেছে যে, ভারত সরকারের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম ভারতনেট ফেজ-III-র প্যাকেজ সংখ্যার দিক থেকে এটি বৃহত্তম সরবরাহকারী হিসেবে বিবেচিত হয়েছে। তেজস নেটওয়ার্কসের শেয়ারের দাম বেশ কিছুদিন ধরেই ক্রমাগত বিক্রির চাপের মধ্যে রয়েছে। এই কোম্পানির শেয়ারের দাম ৫২ সপ্তাহের সর্বোচ্চ থেকে ৬৫ শতাংশেরও বেশি কমে যায়।

This Tata Group company's shares saw a huge increase.

ভারতনেট ফেজ-III-র বৃহত্তম প্যাকেজ সরবরাহকারী: টাটা গ্রুপের কোম্পানি তেজস নেটওয়ার্কস ঘোষণা করেছে যে, তারা এখনও পর্যন্ত ঘোষিত ১২ টি ভারতনেট ফেজ-III প্যাকেজের মধ্যে ৭ টির জন্য আইপি রাউটিং সরঞ্জাম ক্রয়ের চুক্তি পেয়েছে। এমতাবস্থায়, প্যাকেজ সংখ্যার দিক থেকে কোম্পানিটি বৃহত্তম সরবরাহকারী হিসেবে বিবেচিত হয়েছে। ভারতনেট ফেজ-III ডিপ্লয়মেন্টের জন্য তেজস নেটওয়ার্কস ৫ টি প্রধান PIA-এর সঙ্গে অংশীদারিত্ব করছে। সেগুলি হল এনসিসি, পলিক্যাব, ইনভেনিয়া-এসটিএল নেটওয়ার্কস, জিআর ইনফ্রাপ্রজেক্টস এবং আইটিআই। উল্লেখ্য যে, ভারতনেট ভারত সরকারের একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম।

আরও পড়ুন: উপসাগরীয় দেশগুলিতে বাজছে ভারতের ডঙ্কা! এবার এই দেশের সঙ্গে হতে চলেছে বড় চুক্তি

তেজস নেটওয়ার্কের শেয়ারের দাম ৬৫ শতাংশেরও বেশি কমেছে: জানিয়ে রাখি যে, তেজস নেটওয়ার্কের শেয়ারের দাম ৫২ সপ্তাহের সর্বোচ্চ থেকে ৬৫ শতাংশেরও বেশি কমেছে। টাটা গ্রুপের কোম্পানি তেজস নেটওয়ার্কের শেয়ারের দাম ১৬ ডিসেম্বর, ২০২৪ তারিখে ১,৩৪২ টাকায় লেনদেন হয়েছিল।

আরও পড়ুন: SIR-এর আবহেই এবার জনগণনার বিষয়ে মিলল আপডেট! বড় পদক্ষেপ সরকারের, কবে থেকে শুরু প্রক্রিয়া?

এদিকে, ৯ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানির শেয়ারের দাম ৪৫৬.১০ টাকায় নেমে আসে। গত এক বছরে তেজাস নেটওয়ার্কের শেয়ারের দাম ৬৩ শতাংশেরও বেশি কমেছে। অপরদিকে, এই বছর এখনও পর্যন্ত, তেজস নেটওয়ার্কের শেয়ারে ৬০ শতাংশের বেশি পতন ঘটেছে। গত ৬ মাসে টাটা গ্রুপের এই কোম্পানির শেয়ারের দাম ৩০ শতাংশেরও বেশি কমেছে।

সতর্কীকরণ: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করুন।