বাংলা হান্ট ডেস্ক: গত ৩ থেকে ৪ বছরে ভারতীয় দলের (Team India) হয়ে বেশ কয়েকজন খেলোয়াড় টেস্টে অভিষেক করেছেন। এদিকে, অভিমন্যু ঈশ্বরণ ভারতের টেস্ট দলে সুযোগ পেলেও তাঁর অভিষেক ঘটেনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাস্কার ট্রফির ৫ টি টেস্ট সিরিজে এবং ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির সময়ও ঈশ্বরণ দলের অংশ ছিলেন। কিন্তু ওই ১০টি ম্যাচে তিনি বেঞ্চেই ছিলেন। এমতাবস্থায়, রবীন্দ্র জাদেজার মতো অভিমন্যুও নির্বাচকদের কাছে একটি বড় প্রশ্ন করেছেন।
ভারতের টেস্ট দলে (Team India) অভিষেক ঘটেনি অভিমন্যু ঈশ্বরণের:
অভিমন্যু ঈশ্বরণ নির্বাচকদের কাছে একটি বড় প্রশ্ন রেখেছেন: ঘরোয়া ক্রিকেটের এই সুপারস্টারকে ভারত এ দলের (Team India) অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয়। তারপরে তিনি ভারতীয় দলে সুযোগ পান। কিন্তু, অভিমন্যুকে নির্বাচক অজিত আগারকর প্লেয়িং একাদশে সুযোগ না দিয়েই বাদ দেন। রেভ স্পোর্টসের সঙ্গে এক সাক্ষাৎকারে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে, ঈশ্বরণ বলেন, “হ্যাঁ, মাঝে মাঝে কষ্ট হয়। আপনি কঠোর পরিশ্রম করেন, আপনার সেরাটা দেন এবং মাঠে থাকার স্বপ্ন দেখেন।” আমিও ভালো পারফর্ম করার এবং জয়ে অবদান রাখার স্বপ্ন দেখি।”
Abhimanyu Easwaran! pic.twitter.com/8k9TT07Zjj
— RVCJ Media (@RVCJ_FB) October 12, 2025
তিনি বলেন, “কিন্তু আমি ভাগ্যবান যে আমার একটা শক্তিশালী সাপোর্ট সিস্টেম আছে। আমার পরিবার, বন্ধুবান্ধব এবং কোচরা (Team India) আমাকে স্থির থাকতে এবং অনুপ্রাণিত করতে সাহায্য করেন। এই মুহূর্তে, আমি ভালো মানসিক অবস্থায় আছি এবং রঞ্জি ট্রফি মরশুমের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।”
আরও পড়ুন: মহিলাদের জন্য বড় পরিকল্পনা SBI-র! নেওয়া হচ্ছে গুরুত্বপূর্ণ পদক্ষেপ
অভিমন্যু ঈশ্বরণ ম্যানেজমেন্টকে একটি আবেগঘন প্রশ্ন জিজ্ঞাসা করেন: ঈশ্বরণও টিম ইন্ডিয়ার (Team India) একজন ধারাবাহিক সদস্য হতে চান। এই বিষয়ে বলতে গিয়ে তিনি বলেন, “অবশ্যই, আমি মাইকেল হাসির একজন বড় ভক্ত। অস্ট্রেলিয়ায় অভিষেকের আগেও, মাইকেল হাসি ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে রান করছিলেন।”
আরও পড়ুন: ২৩৩ শতাংশ বেড়েছে দাম! শেয়ার বাজারে সবার নজর কাড়ছে এই কোম্পানির স্টক
অভিমন্যু জানান, “তাঁর ক্রিকেটের সফর এটাই প্রমাণ করে যে, অধ্যবসায় থাকলেই এগিয়ে চলা সম্ভব। এমনকি ৩০ বছর বয়সের পরেও সূর্যকুমার যাদবের ভারতে অভিষেক এবং এখন দলের অধিনায়কত্ব করার ক্ষমতা অবিশ্বাস্য। এই খেলোয়াড়রা (Team India) দৃষ্টান্ত স্থাপন করছেন। এর দুর্দান্ত উদাহরণ। তো হ্যাঁ, এটা সবসময় আমার মনে থাকে, আমি কেন নই?”