রোহিত ও বিরাটের সঙ্গে…. BCCI-এর “সমালোচনা” করলেন এশিয়া কাপে সুযোগ না পাওয়া এই ভারতীয় খেলোয়াড়

Published on:

Published on:

বাংলা হান্ট ডেস্ক: বিরাট কোহলি এবং রোহিত শর্মার আচমকাই টেস্ট থেকে অবসরের বিষয়ে টিম ইন্ডিয়ার (Team India) লেগ স্পিনার রবি বিষ্ণোই এবার একটি বড় প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি জানিয়েছেন যে, এই দুই কিংবদন্তির হঠাৎ অবসর নেওয়ার বিষয়টি তাঁর জন্য বেশ অবাক করা ছিল। তিনি আরও বলেন যখন এই ধরণের খেলোয়াড়রা মাঠ থেকে সরাসরি বিদায় নেওয়ার সুযোগ পান তখন আরও ভালো লাগে। এমন প্রতিক্রিয়া দিয়ে বিষ্ণোই পরোক্ষভাবে BCCI-এর ওপর প্রশ্ন তুলেছেন। জানিয়ে রাখি যে, ইংল্যান্ড সফরের ঠিক আগে বিরাট এবং রোহিত তাদের অবসর ঘোষণা করেছিলেন।

BCCI-এর “সমালোচনা” করলেন টিম ইন্ডিয়ার (Team India) এই খেলোয়াড়:

রবি বিষ্ণোই কী জানান: গেম চেঞ্জার্স পডকাস্টে রবি বিষ্ণোই একটি বড় প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেছেন, “বিরাট এবং রোহিতের অবসর এক ধাক্কার মতো ছিল। কারণ অনুরাগীরা সবসময় তাঁদের মাঠ থেকে অবসর নিতে দেখতে চান। তাঁর এত দুর্দান্ত খেলোয়াড়, তাঁরা যদি সরাসরি মাঠ থেকে অবসর নিতেন তাহলে ভালোই হত।” বিষ্ণোই আরও বলেন, “তাঁরা দুজনেই ভারতের জন্য অনেক কিছু করেছেন। আমার মতে তাঁদের ধারেকাছেও কেউ নেই।” তবে বিষ্ণোই জানান যে ভবিষ্যতে এমনটা হতে পারে। রোহিত এবং বিরাট দু’জনেই ODI ক্রিকেট খেলছেন এবং বিষ্ণোই আশা করেন যে, তাঁরা ODI ফরম্যাটে মাঠ থেকে অবসর নেওয়ার সম্মান পাবেন।

This Team India player

বিষ্ণোই বলেন, “আমরা চাই যে, তাঁদের বিদায়টা ভালো হোক। হয়তো ODI ক্রিকেটে এমনটা হবে। যখনই মনে হয় যাওয়া প্রয়োজন তখনই অবসর নেওয়া উচিত। কারণ কেউ আপনাকে বলতে পারবে না কখন তোমাকে অবসর নিতে হবে। টেস্ট ক্রিকেট থেকে তাঁদের হঠাৎ অবসর আমার জন্য সত্যিই অবাক করা ছিল। আমি জানি না কারা তাঁদের স্থান (Team India) নেবেন।”

আরও পড়ুন: “ভারত আমাদের কাছ থেকে কম তেল কিনছে”, SCO সম্মেলনের পর ক্ষোভ উগরে কী জানালেন ট্রাম্প?

এশিয়া কাপের দলে বিষ্ণোই নির্বাচিত হননি: জানিয়ে রাখি যে রবি বিষ্ণোই এশিয়া কাপের জন্য টিম ইন্ডিয়ায় নির্বাচিত হননি। বিষ্ণোই টিম ইন্ডিয়ার (Team India) হয়ে T20 ফরম্যাটে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন। ২৪ বছর বয়সী এই বোলার ৪২ ম্যাচে ৬১ টি উইকেট নিয়েছেন এবং তাঁর ইকোনমি রেট প্রতি ওভারে মাত্র ৭.৩।

আরও পড়ুন: সেপ্টেম্বরের শুরুতেই মিলল সুসংবাদ! গ্রাহকদের স্বস্তি দিতে বড় সিদ্ধান্ত PNB ও ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার

বিষ্ণোইয়ের সেরা পারফরম্যান্স হল ১৩ রানে ৪ উইকেট। T20-তে তিনি নিজের দক্ষতা প্রদর্শন করেছেন। তবে, একাধিক ভালো পারফরম্যান্স সত্বেও তিনি দলে (Team India) জায়গা করে নিতে ব্যর্থ হন। এমতাবস্থায়, বিরাট এবং রোহিত সম্পর্কে বিষ্ণোই যে বক্তব্য দিয়েছেন তা কার্যত BCCI-এর ওপর প্রশ্ন ছুঁড়ে দেওয়ার মতো।