বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় সিদ্ধান্ত নিয়েছে টেক জায়ান্ট Apple। যার ফলে প্রত্যক্ষভাবে প্রভাবিত হবেন Apple-এর গ্রাহকেরা। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, Apple ইতিমধ্যেই iPhone 14 সহ মোট 3 টি iPhone বিক্রি নিষিদ্ধ করেছে। তবে, এই সিদ্ধান্ত ইউরোপের একাধিক দেশের জন্য কার্যকর হয়েছে বলেও জানা গিয়েছে। ইউরোপের বেশিরভাগ দেশে এই iPhone বিক্রি নিষিদ্ধ করেছে Apple। যেগুলির মধ্যে রয়েছে iPhone 14, iPhone 14 Plus এবং iPhone SE 3rd জেনারেশন। সংস্থাটি ইউরোপের বেশিরভাগ দেশে তাদের অনলাইন স্টোর থেকে iPhone-এর এই মডেলগুলি সরিয়ে দিয়েছে।
বড় সিদ্ধান্ত নিল Apple:
সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, Apple-এর এই সিদ্ধান্ত শুধু অনলাইন স্টোর নয়, বরং, অফলাইন স্টোরের জন্যও কার্যকর হয়েছে। এর মানে ওই নির্দিষ্ট দেশগুলির গ্রাহকেরা আর iPhone 14, iPhone 14 Plus এবং iPhone SE 3rd জেনারেশন অফলাইন রিটেল স্টোর থেকেও কিনতে পারবেন না। আসলে ইউরোপিয় ইউনিয়নের (EU) একটি নিয়মের কারণেই Apple-কে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। এই নিয়মটি মূলত লাইটনিং কানেক্টর সম্পর্কিত।
EU-র নিয়ম: জানিয়ে রাখি, ২০২২ সালে, EU দ্বারা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে তার 27 টি দেশের বাজারে বিক্রি হওয়া ফোন এবং অন্যান্য গ্যাজেটগুলিতে চার্জ করার জন্য অবশ্যই একটি USB-Type-C পোর্ট থাকতে হবে। মূলত, ক্রমবর্ধমান ইলেকট্রনিক বর্জ্য কমাতে EU এমন সিদ্ধান্ত নেয়। আর এই সিদ্ধান্তের জেরেই প্রভাবিত হয় Apple। যেহেতু iPhone 14, iPhone 14 Plus এবং iPhone SE 3rd জেনারেশনের মডেলগুলিতে চার্জ করার জন্য USB-C পোর্ট নেই সেই কারণে Apple এই প্রোডাক্টগুলির বিক্রি নিষিদ্ধ করেছে।
আরও পড়ুন: সব আশা শেষ? WTC ফাইনালে পৌঁছে গেল এই দল, মাথায় হাত ভারতের
এইসব দেশে বন্ধ iPhone বিক্রি: প্রসঙ্গত উল্লেখ্য যে, এই ধরণের নিয়মের কারণে একাধিক দেশ থেকে Apple এখন তাদের পুরনো স্টক সরিয়ে নিতে ব্যস্ত রয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, ইতিমধ্যেই সংস্থাটি অস্ট্রিয়া থেকে শুরু করে ফিনল্যান্ড, বেলজিয়াম, ডেনমার্ক, জার্মানি, ফ্রান্স, ইতালি, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, সুইডেন এবং আরও অনেক দেশে তাদের স্টোর থেকে এই iPhone গুলি সরিয়ে দিয়েছে।
আরও পড়ুন: শেয়ার মার্কেটে ঝড় তুলছে আম্বানির এই কোম্পানির স্টক! দাম মাত্র ৪১ টাকা, কেনার জন্য শুরু হুড়োহুড়ি
সবথেকে আশ্চর্যের বিষয় হল সুইজারল্যান্ড ইউরোপের অংশ নয়। তবুও এই 3 টি iPhone সেখানেও নিষিদ্ধ করা হয়েছে। এর পাশাপাশি, এই iPhone-গুলি উত্তর আয়ারল্যান্ডেও পাওয়া যাবে না।