Jio-Airtel-এর দিন শেষ! 5G পরিষেবায় এন্ট্রি নিতে চলেছে BSNL, বসবে ৩,৫০০ টাওয়ার

বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশের (India) টেলিকম সংস্থাগুলির মধ্যে কড়া টক্কর পরিলক্ষিত হয়। তবে, সেই দৌড়ে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL (Bharat Sanchar Nigam Limited) কিছুটা পিছিয়ে থাকলেও সাম্প্রতিক সময়ে এই সংস্থা বেশকিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছে। শুধু তাই নয়, তাদের এই পদক্ষেপের মাধ্যমে গ্রাহকেরাও বেশ আকৃষ্ট হচ্ছেন। সেই রেশ বজায় রেখেই এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে।

এমতাবস্থায়, আপনিও যদি একজন BSNL গ্রাহক হন সেক্ষেত্রে আপনার জন্য রয়েছে একটি দুর্দান্ত সুখবর। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, BSNL শীঘ্রই হাই স্পিড ইন্টারনেট কানেক্টিভিটির জন্য 5G টাওয়ার বসানোর কাজ শুরু করতে পারে। অর্থাৎ, এটির মাধ্যমে স্পষ্ট হয়ে গিয়েছে যে, BSNL 5G পরিষেবা শুরু করার ক্ষেত্রে যথেষ্ট তৎপর হয়ে উঠেছে।

   

This time BSNL is going to take entry in 5G service.

প্রকাশিত রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, BSNL 5G কানেক্টিভিটির জন্য প্রথমে ৫ টি রাজ্যে 5G টাওয়ার বসাবে। উল্লেখ্য যে, ব্যবহারকারীরা যাতে সহজেই হাইস্পিড ইন্টারনেটের ব্যবহার করতে পারেন সেই জন্যেই BSNL-এর তরফে 4G নেটওয়ার্ককে 5G-তে আপডেট করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: ভরসা সেই টাটাই! মহাকাশে চলবে ভারতের নজরদারি, উৎক্ষেপণ হল দেশের প্রথম প্রাইভেট স্যাটেলাইট

এদিকে এই বিষয়টির পরিপ্রেক্ষিতে জানা গিয়েছে যে, সংস্থাটির তরফে ৫ টি রাজ্যে ৩,৫০০ টি 5G টাওয়ার বসানোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি, প্রাপ্ত তথ্য অনুযায়ী BSNL-এর তরফে একদম প্রথমে উত্তর ভারতের কয়েকটি রাজ্যে এই 5G টাওয়ার স্থাপন করা হবে বলেও জানা গিয়েছে।

আরও পড়ুন: আন্তর্জাতিক স্তরে চন্দ্রযান-৩-এর ভূয়সী প্রশংসা! মিলল পুরস্কারও, বিশ্বের মঞ্চে জয়জয়কার ISRO-র

এই রাজ্যগুলিতে বসবে টাওয়ার: এই টেলিকম সংস্থা প্রথমে পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, উত্তরাখন্ড এবং হরিয়াণায় 5G টাওয়ার বসাতে পারে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর