বাংলা হান্ট ডেস্ক: বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবেরদের জন্য গত বৃহস্পতিবার দিনটি আদৌ ভালো ছিল না। কারণ, ওই দিন শুধুমাত্র ওয়ারেন বাফেট (Warren Buffett) এবং মুকেশ আম্বানি (Mukesh Ambani) বাদে বিশ্বের প্রথমসারির ধনকুবেরদের মোট সম্পদে ব্যাপক পতন পরিলক্ষিত হয়েছে। মূলত, এক ধাক্কায় ধনকুবেদের মোট সম্পদ ৪৩ বিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ২৫,২৭,১৩,৯৫,০০,০০০ টাকা কমে গিয়েছে।
এদিকে, সবচেয়ে বড় ধাক্কা পেয়েছেন ধনকুবেরদের তালিকায় প্রথম স্থানে থাকা ইলন মাস্ক। তাঁর মোট সম্পদ ২০.৩ বিলিয়ন ডলার হ্রাস পেয়েছে। এছাড়াও, জেফ বেজোস ৫.৩২ বিলিয়ন ডলার বিলিয়ন এবং মার্ক জুকেরবার্গ ৪.৭০ বিলিয়ন ডলারের সম্পদ হারিয়েছেন। যদিও, ওয়ারেন বাফেট এবং মুকেশ আম্বানির সম্পদের পরিমাণ যথাক্রমে ১.২৫ বিলিয়ন ডলার এবং ১.১৯ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গত বৃহস্পতিবার মাস্কের বৈদ্যুতিক গাড়ি সংস্থার টেসলার শেয়ার ৯.৭৪ শতাংশ হ্রাস পেয়েছে। আর এই কারণেই মাস্কের সম্পদে ব্যাপক পতন ঘটেছে। এমতাবস্থায়, ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইনডেক্স অনুসারে জানা গিয়েছে, ইলন মাস্ক ২৩৪ বিলিয়ন ডলারের মোট সম্পদের অধিকারী হয়ে বিশ্বের সবথেকে ধনী হিসেবে বিবেচিত হচ্ছেন।
পাশাপাশি, ওই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ফরাসি ধনকুবের বার্নার্ড আর্নল্ট। বৃহস্পতিবার তাঁর সম্পদ ১.৫৭ বিলিয়ন ডলার কমেছে। বর্তমানে তিনি ২০১ বিলিয়ন ডলারের মালিক। এদিকে, এই তালিকায় জেফ বেজোস (১৫৫ বিলিয়ন ডলার) তৃতীয় স্থানে, বিল গেটস (১৩৮ বিলিয়ন ডলার) চতুর্থ স্থানে এবং ল্যারি এলিসন (১৩১ বিলিয়ন ডলার) পঞ্চম স্থানে রয়েছেন। এঁদের প্রত্যেকেরই সম্পদ বিপুল পরিমাণে হ্রাস পেয়েছে।
আম্বানি-আদানির মোট সম্পদ: উল্লেখ্য যে, ১২০ বিলিয়ন ডলারের মোট সম্পদের পরিপ্রেক্ষিতে বিশ্বের শ্রেষ্ঠ ধনীদের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন আমেরিকার স্টিভ বলমার। পাশাপাশি, ওয়ারেন বাফেট (১১৬ বিলিয়ন ডলার) সপ্তম স্থানে রয়েছেন। এছাড়া, মার্ক জুকেরবার্গ (১১০ বিলিয়ন ডলার) অষ্টম স্থানে, ল্যারি পেজ (১০৯ বিলিয়ন ডলার) নবম স্থানে এবং সের্গেই ব্রিন (১০৪ বিলিয়ন ডলার) দশম স্থানে রয়েছেন।
এদিকে, ভারত এবং এশিয়ার শ্রেষ্ঠ ধনকুবের মুকেশ আম্বানি ৯৯.৫ বিলিয়ন ডলারের মোট সম্পদের ভিত্তিতে ধনকুবেরদের তালিকায় একাদশ স্থানে রয়েছেন। পাশাপাশি, আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি ৬০.৯ বিলিয়ন ডলারের মোট সম্পদের পরিপ্রেক্ষিতে এই তালিকায় ২২ নম্বর স্থানে রয়েছেন।