এবার সস্তায় পাবেন আটা, সরকারের বড় ঘোষণায় স্বস্তিতে আম জনতা

বাংলাহান্ট ডেস্ক : গমের (Wheat) ক্রমবর্ধমান দাম থেকে সাধারণ মানুষকে স্বস্তি দিতে কেন্দ্রীয় সরকারের (Central Government) তরফে একটি বড়সড় ঘোষণা করা হয়েছে। সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এখন কেন্দ্রীয় ভান্ডারের মতো সরকারি আউটলেটে কম দামে আটা (Flour) পাওয়া যাবে। কেন্দ্রীয় ভান্ডারে ময়দা পাওয়া যাবে মাত্র 29.50 টাকা প্রতি কেজি দরে। এই আটা হবে ভারত আটা ব্র্যান্ডের।

ময়দার ক্রমবর্ধমান দাম খাদ্য সচিব সঞ্জীব চোপড়া দ্বারা পর্যালোচনা করা হয়েছিল, তার পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ময়দার সরবরাহ বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। খাদ্য সচিব আরও বলেন, মোবাইল ভ্যানের মাধ্যমেও মানুষের কাছে আটা পৌঁছে দেওয়া হবে। খাদ্য সচিব জানান, মোটা অক্ষরে আটার নাম ও দাম লিখতে হবে। ৬ ফেব্রুয়ারি থেকে এনসিসিএফ ও নাফেডও এই হারে আটা বিক্রি করবে।

কেন্দ্রীয় সরকার সমবায়, সরকারি PSU, কেন্দ্রীয় ভান্ডার, NAFED এবং NCCF-এর মতো ফেডারেশনগুলির জন্য 23.50 টাকা প্রতি কেজি হারে 3 লক্ষ টন গমের আটা সংরক্ষণ করেছে। ভরত আটা সরকারি আউটলেটগুলিতে সর্বোচ্চ 29.50 টাকা প্রতি কেজি দামে বিক্রি করা যেতে পারে এগুলি।

wheat pti

উল্লেখযোগ্যভাবে, খাদ্য সচিব কেন্দ্রীয় ভান্ডার, NAFED, FCI এবং NCCF এর সাথে দেখা করেছেন। এর পরে তিনি সিদ্ধান্ত নেন যে এই প্রতিষ্ঠানগুলি এফসিআই ডিপো থেকে 3 লক্ষ মেট্রিক টন গম উত্তোলন করবে। তারপর এই গম ময়দায় রূপান্তরিত হবে। এরপর বিভিন্ন খুচরা দোকান ও মোবাইল ভ্যানের মাধ্যমে ভোক্তাদের কাছে 29.50 টাকা কেজি দরে আটা বিক্রি করা হবে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর