আর মিলবে না রেহাই! এবার গৌতম গম্ভীরকে দেওয়া হল ডেডলাইন, তুমুল হইচই ভারতীয় ক্রিকেটে

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়টা ভারতীয় ক্রিকেট দলের জন্য খুব একটা ভালো যাচ্ছে না। অস্ট্রেলিয়ার মাঠে একদিকে যেমন টিম ইন্ডিয়া বারংবার শোচনীয় পরাজয়ের সম্মুখীন হচ্ছে অপরদিকে টিম ইন্ডিয়ার অন্দরমহলে বড় বিতর্ক প্রকাশ্যে এসেছে। তারপরেই তোলপাড় শুরু হয়েছে ভারতীয় ক্রিকেটে। পাশাপাশি সমালোচনার মুখে পড়েছেন কোচ গৌতম গম্ভীরও (Gautam Gambhir)।

টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) এবং কয়েকজন খেলোয়াড়ের মধ্যে রীতিমতো উত্তেজক পরিস্থিতি বিরাজ করছে। ইতিমধ্যেই প্রাপ্ত রিপোর্টে জানা গেছে যে, গম্ভীর এবং দলের একাধিক খেলোয়াড়ের মধ্যে কমিউনিকেশন এবং সমন্বয়ের অভাব রয়েছে। এমন পরিস্থিতিতে এবার গম্ভীর নিজেও বড়সড় চাপের সম্মুখীন হয়েছেন।

 This time Gautam Gambhir has been given a deadline.

আল্টিমেটাম পেলেন গৌতম গম্ভীর: প্রসঙ্গত উল্লেখ্য যে, গম্ভীরের (Gautam Gambhir) আগে, রাহুল দ্রাবিড় এবং রবি শাস্ত্রী ভারতীয় দলের হেড কোচ ছিলেন। তাঁদের সময়ে এই পরিস্থিতি দেখা যায়নি। এমতাবস্থায়, গম্ভীরের আমলে এমন বিষয় প্রকাশ্যে আসার পরে, এখন বোর্ডও সতর্ক হয়ে গেছে। পাশাপাশি, গৌতম গম্ভীরকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে, তিনি যদি দলের পারফরম্যান্সের উন্নতি না করতে পারেন সেক্ষেত্রে বড়সড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বোর্ডের একটি সূত্র দাবি করেছে যে, গম্ভীরের আমলে দলের পারফরম্যান্সের উন্নতি না হলে এবার গম্ভীরের পারফরম্যান্স পর্যালোচনা করা হবে।

আরও পড়ুন: নতুন বছরের প্ৰথম দিনে বড়সড় স্বস্তি! লাফিয়ে দাম কমল LPG সিলিন্ডারের, জানুন নতুন রেট

এমতাবস্থায়, সংবাদ সংস্থা PTI-কে উদ্ধৃত করে BCCI-এর একজন সিনিয়র আধিকারিক বলেছেন যে, “এখনও একটি টেস্ট ম্যাচ খেলার বাকি এবং তারপর আছে চ্যাম্পিয়ন্স ট্রফি। পারফরম্যান্সের উন্নতি না হলে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) অবস্থানও নিরাপদ থাকবে না।” ওই বোর্ড আধিকারিক আরও স্পষ্ট করে দিয়েছেন যে, গৌতম গম্ভীর কখনোই টিম ইন্ডিয়ার হেড কোচের জন্য BCCI-এর পছন্দ ছিলেন না। বরং, ভিভিএস লক্ষ্মণের মতো কিছু স্থির ব্যক্তিদের প্রত্যাখ্যানের পরে বোর্ড গম্ভীরের সাথে সমঝোতা করে।

আরও পড়ুন: হাইপারসনিক, AI, রোবোটিক্স….২০২৫ সালে আরও শক্তিশালী হবে ভারতীয় সেনা, জানলে চমকে উঠবেন

তিনি আরও বলেন যে, “গৌতম গম্ভীর (Gautam Gambhir) কখনোই BCCI-এর প্রথম পছন্দ ছিলেন না। আরও কিছু নামকরা বিদেশি নাম তিন ফরম্যাটেরই কোচ হতে চাননি। তাই গম্ভীরের সাথে সমঝোতা করা হয়। স্পষ্টতই, আরও কিছু বাধ্যবাধকতাও ছিল।” জানিয়ে রাখি যে, গৌতম গম্ভীর ২০২৪ সালের জুলাই মাসে ভারতীয় দলের হেড কোচের দায়িত্ব গ্রহণ করেছিলেন। তারপর থেকে, তাঁর কোচিংয়ে ৯ টি টেস্ট ম্যাচ খেলা হয়েছে। যার মধ্যে টিম ইন্ডিয়া মাত্র ৩ টি টেস্ট ম্যাচ জিতেছে। এদিকে, ভারত ৫ টি টেস্ট ম্যাচে হেরেছে এবং ১ টি টেস্ট ড্র হয়েছে। এছাড়াও, শ্রীলঙ্কায় ODI সিরিজেও হারের মুখে পড়তে হয়েছে টিম ইন্ডিয়াকে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর