এবার ঋষভ পন্থকে নিয়ে মুখ খুললেন প্রাপ্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর। ভারতীয় নির্বাচকরা ঋষভ পন্থের উপর যেভাবে চাপ সৃষ্টি করছে তাতে বেজায় চটেছেন গৌতম গম্ভীর। সম্প্রতি বেশ কিছুদিন ধরে একেবারে ছন্দে নেই ভারতের তরুণ উইকেট রক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ। নির্বাচকরা তাকে ঠিক যেমন ভাবে পেতে চাইছে তিনি সেটা দিতে পারছেন না। পন্থকে বেশ ভালোরকম সুযোগ দেওয়া হলেও তিনি ব্যাট হাতে সেই ভাবে সফল নন।
আর তাই নির্বাচকরা পন্থকে বাধ্য করছেন নিজের পছন্দের বিরুদ্ধে গিয়ে শট খেলতে। আর এখানেই আপত্তি জানিয়েছেন গৌতম গম্ভীর। দুবারের বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর এইদিন বলেন যে ভারতীয় টিম ম্যানেজমেন্ট ভারতের তরুণ প্রতিভা ঋষভ পন্থকে ঝুঁকি পূর্ন শট খেলতে সাবধান করে দিয়েছে। এক্ষেত্রে তরুণ প্রতিভারা নিজেদের মত করে খেলতে পারছে না ফলে অনেক তরুণ প্রতিভা নষ্ট হয়ে যাবে।
সেই সাথে গম্ভীর বলেন এইভাবে চাপ দিয়ে সাবধান করার ফলে পন্থ নিজের স্বাভাবিক খেলা খেলতে পারছে না। ফলে পন্থের মধ্যে যে প্রতিভা আছে সেটাও নষ্ট হয়ে যাবে। পন্থ কে চাপ না দিয়ে বরং বোঝাতে হবে যে ভারতীয় দলে পন্থের মত প্রতিভার প্রয়োজন আছে। ব্যাটসম্যান হিসাবে পন্থকে আরও দায়িত্বশীল হতে হবে। অর তাই ভারতীয় টিম ম্যানেজমেন্ট উচিৎ পন্থের কাঁধে হাত দিয়ে তাকে ভরসা যোগান দেওয়া যাতে পন্থ নিজের স্বাভাবিক খেলা খেলে ভারতীয় টিম কে সুন্দর ক্রিকেট উপহার দিতে পারে।
উল্লেখ্য, পন্থ কিছুদিন আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে 0 রানে আউট হয়েছেন। এছাড়াও টেষ্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি কোনো ফর্মেটেই পন্থকে ব্যাট হাতে সেই ভাবে সফল হতে দেখা যায় নি। এছাড়াও ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাত্র চার রান করে আউট হওয়ার পর ফের গতকাল তৃতীয় ম্যাচেও ব্যার্থ পন্থ। গতকাল যখন বিরাট, রোহিত, ধাওয়ান কে হারিয়ে ভারতীয় ব্যাটিং চাপে পড়ে গিয়েছিল সেই সময় পন্থের কাছে সুযোগ ছিল হিরো হওয়ার কিন্তু পন্থ ব্যাট হাতে ফের ব্যার্থ হয়।