প্রাক্তন ভারত ওপেনার গৌতম গম্ভীর ভারতীয় ক্রিকেট দলের নির্বাচন পদ্ধতি নিয়ে এবার ধুয়ে দিলেন জাতীয় দলের প্রাক্তন নির্বাচক প্রধান এমএসকে প্রসাদ কে। বেশ কয়েকটি ইস্যু নিয়ে বিতর্ক হলেও মূলত 2019 বিশ্বকাপে কেন ভারতীয় দলে জায়গা হয়নি আম্বাতি রায়াডুর এই ইস্যুতেই গৌতম গম্ভীর একহাত নিয়েছেন এমএসকে প্রসাদ কে। আর সেই বাকযুদ্ধ নিয়েই কার্যত শোরগোল পড়ে গিয়েছে ভারতের ক্রিকেটে।
প্রাপ্তন ভারত ওপেনার গৌতম গম্ভীর মনে করেন 2019 বিশ্বকাপে ভারতীয় দল নির্বাচনে ভুল ছিল। বিশেষ করে ভারতীয় দলের চার নম্বর ব্যাটিং পজিশন বাঁচায় নিয়ে। গৌতম গম্ভীর এর মতে ভারতীয় ব্যাটিং লাইনআপ এর চার নম্বর ব্যাটিং পজিশন নিয়ে ঠিকঠাক ভাবে ব্যাটসম্যান বাছাই করতে পারেনি এমএসকে প্রসাদের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচক কমিটি। তাদের ভুলের জন্যই খেসারত দিতে হয়েছে ভারতীয় দলকে।
এইদিন গৌতম গম্ভীর স্পষ্ট জানিয়ে দেন যে দীর্ঘ দু’বছর ধরে জাতীয় দলের চার নম্বর পজিশনে খেলে আসছিলেন রায়াডু। তিনি চার নম্বর পজিশনে দাপটের সাথে ব্যাটিং করছিলেন কিন্তু তার সত্ত্বেও তাকে বিশ্বকাপ দলে রাখা হয়নি, এটা রায়াডুর সাথে অবিচার করা হয়েছে। এই প্রসঙ্গে গৌতম গম্ভীর বলেন জাতীয় দলের নির্বাচনী মন্ডলে এমন কাউকে রাখা উচিত যার দীর্ঘদিন ধরে জাতীয় দলে খেলার অভিজ্ঞতা রয়েছে। কারণ তিনি মনে করেন যিনি যত বেশি জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করবেন ক্রিকেটার বাছাইয়ের ক্ষেত্রে তিনি ততটাই ভালো ভূমিকা পালন করবেন।