গতবার করতে দেয়নি, এবার ওদের বুকের উপর দাঁড়িয়ে নন্দীগ্রাম দিবস পালন করলামঃ শুভেন্দু অধিকারী

বাংলাহান্ট ডেস্কঃ গতবছর দিতে পারেননি শহিদ বেদীতে মালা, তাই এবার সাতসকালেই নন্দীগ্রাম স্মরণসভায় হাজির হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সঙ্গে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূলকেও। আবার করোনার বাড়বাড়ন্ত হওয়ার জন্য রাজ্য সরকারকেই দায়ি করলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।

২০০৭ সালের ৭ ই জানুয়ারি, নন্দীগ্রামে ভূমি আন্দোলনের সময় শেখ সেলিম, বিশ্বজিৎ মাইতি ও ভরত মণ্ডল- এই ৩ জন শহিদ হন। এই শহিদদের স্মরণেই ভাঙাবেড়াতে শহিদ স্মরণ অনুষ্ঠানে উপস্থিত হন শুভেন্দু অধিকারী।

suvendu adhikari ani 1616835740

এদিন এখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘মানুষ আমার সঙ্গে থাকায় এই সোনাচূড়াতেই হারিয়েছি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে। চিল্লগ্রামের বিজেপি কর্মী দেবব্রত মাইতি খুনের ঘটনায় ইতিমধ্যেই ১১ জনের নামে চার্জশিট জমা পড়েছে’।

তৃণমূলকে আক্রমণ করে বলেন, ‘কুকুর মানুষকে কামড়ালেও, মানুষ কখনই কুকুরকে কামড়ায় না। লোককে দেখে ভালো কাজ শিখতে হয় আর খারাপটা বাদ দিতে হয়। চার্জশিটে জমা পড়া নামের মধ্যে প্রধানের স্ত্রীর নামও আছে। আগে যারা লুঙ্গি ছাড়া গামছা পরে ঘুরত, এখন তারাই সব টাকা আত্মসাৎ করে নিয়েছে। পাকা বাড়ি, ৫ থেকে ৬ একর করে জমি আছে প্রত্যেকের, রয়েছে চাকরিও’।

শুভেন্দু অধিকারী আরও বলেন, ‘গতবছর আমাকে মালা দিতে দেয়নি শহিদ বেদীতে, আগের দিন রাতে মালা দিতে হয়েছিল। আর এবার, ওদের বুকের উপর দাঁড়িয়ে এই নন্দীগ্রাম দিবস পালন করলাম’।

অন্যদিকে রাজ্যে লাগাতার করোনা সংক্রমণের জন্য সরকারকে আক্রমণ করে শুভেন্দু বলেন, ‘খেলা মেলা লাগাতার হওয়ার কারণেই, রাজ্য সরকারের অপদার্থতার কারণেই এভাবে করোনা বেড়েছে। নন্দীগ্রাম সহ খেজুরিবাসীকে সতর্ক থাকতে বলছি’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর