উড়িষ্যার পর উত্তরবঙ্গ! এবার দুর্ঘটনার শিকার লোহিত এক্সপ্রেস, যাত্রীদের মধ্যে আতঙ্ক

বাংলা হান্ট ডেস্ক: চলতি মাসেই একের পর এক ট্রেন দুর্ঘটনার খবর আসছে রাজ্য তথা দেশজুড়ে। মাসের শুরুতেই উড়িষ্যায় ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হয় করমণ্ডল এক্সপ্রেস (Coromandel Express Accident)। যে দুর্ঘটনায় মৃত্যু হয় প্রায় ৩০০ জনের। সেই দুর্ঘটনার রক্তাক্ত স্মৃতি এখনও ভুলতে পারছেন না কেউই। তবে, এবার আমাদের রাজ্যে দুর্ঘটনার সম্মুখীন হল আরও একটি দূরপাল্লার ট্রেন।

এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, মঙ্গলবার উত্তর দিনাজপুরের ডালখোলা স্টেশনের অদূরে দুর্ঘটনার কবলে পড়ে লোহিত এক্সপ্রেস। ট্রেনটি গুয়াহাটি থেকে ছেড়ে জম্মু তাওয়ায়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। ওই সফর কালেই ডালখোলা স্টেশন এবং সূর্যকমল স্টেশনের মাঝে দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি।

এদিকে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে, আচমকাই ট্রেনটির ইঞ্জিনটি বগি থেকে আলাদা হয়ে যায়। স্বাভাবিকভাবেই এর ফলে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। এমনকি, অনেকেই ট্রেন থেকে লাফ দিয়ে নেমেও পড়েন। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন ডালখোলার স্টেশন মাস্টার সহ রেলের উচ্চপদস্থ আধিকারিকেরা।

পাশাপাশি, কিভাবে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখেন তাঁরা। এছাড়াও, প্রত্যক্ষদর্শীরা আরও জানান যে, ইঞ্জিন আর বগির মধ্যে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরেই হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে।

whatsapp image 2023 06 20 at 7.47.07 pm (1)

এমতাবস্থায়, কেন বারবার একের পর এক যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনার কবলে পড়ছে তা নিয়ে উঠছে প্রশ্ন। এমনকি, প্রশ্নের মুখে পড়েছে যাত্রীদের নিরাপত্তাও। তাঁদের অভিযোগ, কেন্দ্রীয় সরকারের রেলের প্ৰতি উদাসীনতার কারণেই রক্ষণাবেক্ষণ সঠিকভাবে না হওয়ায় দিন দিন বাড়ছে দুর্ঘটনা। যার ফলে প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এদিনের এই দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর