বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই রাখিবন্ধনের ঠিক আগে দেশবাসীকে একটি বড় উপহার দিয়েছে কেন্দ্রীয় সরকার। মূলত, ঘরোয়া LPG সিলিন্ডারের (LPG Cylinder) দাম ২০০ টাকা কমানোর ঘোষণা করা হয় সরকারের তরফে। এরপর সারাদেশে ১৪.২ কেজির LPG সিলিন্ডারের দাম কমেছে। এদিকে, দাম কমার পর ভর্তুকি ছাড়া ঘরোয়া সিলিন্ডারের দাম ৯ বছর আগের পর্যায়ে নেমে এসেছে। এর পাশাপাশি, সরকারের উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীরা এই সিলিন্ডারগুলি আরও সস্তায় পাচ্ছেন।
বিরোধীরা ক্রমশ তৈরি করছেন ইস্যু: উল্লেখ্য যে, দেশে মুদ্রাস্ফীতির প্রসঙ্গে সরকারের সমালোচনা করা বিরোধীদের কাছে অন্যতম প্রধান ইস্যু হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে রান্নার গ্যাসের দাম নিয়ে একদম রাস্তা থেকে শুরু করে সংসদ পর্যন্ত বহুবার প্রতিবাদ দেখা গেছে। কিছু সময় ধরে, বিরোধীরা ক্রমাগত LPG সিলিন্ডারের দাম বৃদ্ধির প্রসঙ্গে সরকারকে কটাক্ষ করতে ব্যস্ত ছিল। কিন্তু কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার ২০২৪ সালের নির্বাচনের আগে এই বিষয়ে দাম কমানোর সিদ্ধান্ত নিয়ে বিতর্ক অনেকটাই কমিয়ে দিয়েছে।
দিল্লি-চেন্নাইতে ২০১৪ সালের দামে মিলছে সিলিন্ডার: উল্লেখ্য যে, ঘরোয়া LPG সিলিন্ডারের দাম ২০০ টাকা হ্রাস করার পর এখন ১৪.২ কেজি সিলিন্ডারের দাম ৯ বছর আগে অর্থাৎ ২০১৪ সালের দামকে ছুঁয়েছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL) অনুসারে, রাজধানী দিল্লিতে ২০১৪ সালের ১ সেপ্টেম্বরে ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম ছিল ৯০১ টাকা। এদিকে, এখন ২০২৩ সালের সেপ্টেম্বরে এই দাম রয়েছে ৯০৩ টাকায়। চেন্নাইতে ২০১৪ সালে সিলিন্ডার ৯০২.৫০ টাকায় বিক্রি হয়েছিল। এখন সেই দাম রয়েছে ৯১৮.৫০ টাকা। IOCL-এর ওয়েবসাইট অনুসারে, আমরা যদি সেই সময়ে প্রাপ্ত ভর্তুকি সরিয়ে সিলিন্ডারের দামের তুলনা করি, তবে এখন ২০১৪ সালের মতো ঘরোয়া সিলিন্ডারের দাম রয়েছে।
আরও পড়ুন: আর নেই চিন্তা! গ্রাহকদের জন্য এবার এই পরিষেবা শুরু SBI-এর, অ্যাকাউন্ট থাকলেই মিলবে বড় সুবিধা
মুম্বই এবং কলকাতায় আগের তুলনায় অনেক সস্তা হয়েছে দাম: আমরা যদি দেশের অন্যান্য মহানগরগুলির দিকে তাকাই তাহলে দেখা যাবে যে, কলকাতা এবং মুম্বইতে সরকারের তরফে LPG সিলিন্ডারের দাম কমানোর পরে ১৪.২ কেজির ঘরোয়া সিলিন্ডারের দাম ২০১৪ সালের দামের চেয়ে কম রয়েছে। ২০১৪-র ১ সেপ্টেম্বরে কলকাতায় ঘরোয়া LPG গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছিল ৯৪৫ টাকায়। যা এখন ৯২৯ টাকায় নেমে এসেছে। পাশাপাশি, মুম্বইতে যেখানে ৯ বছর আগে গ্যাস সিলিন্ডার ৯২৬.৫০ টাকায় বিক্রি হয়েছিল এখন সেখানে তা বিক্রি হচ্ছে ৯০২.৫০ টাকায়।
উজ্জ্বলা প্রকল্পের সুবিধাভোগীদের হচ্ছে লাভ: ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম কমানোর বিষয়ে সরকারের সিদ্ধান্ত কেন্দ্রের উজ্জ্বলা প্রকল্পের সুবিধাভোগীদের ব্যাপকভাবে উপকৃত করেছে। তাঁরা আগে থেকেই সিলিন্ডারের দামে ২০০ টাকা ভর্তুকি পেতেন। এখন তা বাড়িয়ে ৪০০ টাকা করা হয়েছে। তার মানে, এই সরকারি প্রকল্পের সুবিধাভোগীরা যদি দিল্লিতে থাকেন, তাহলে ৯০৩ টাকায় নয়, বরং ৭০৩ টাকায় ১৪.২ কেজির LPG সিলিন্ডার মিলবে।
এছাড়াও, প্রধানমন্ত্রী উজ্জ্বলা প্রকল্পের অধীনে, সরকার ৭৫ লক্ষ নতুন বিনামূল্যে গ্যাস সংযোগ প্রদানের কথাও ঘোষণা করেছে। এই সিদ্ধান্তের পরে, দেশে উজ্জ্বলা সুবিধাভোগীর সংখ্যাও ৯.৬০ কোটি থেকে বেড়ে ১০.৩৫ কোটি হবে। তবে, ২০১৪ সালে দেশে ভর্তুকিযুক্ত গ্যাস সিলিন্ডারের দাম সাম্প্রতিক সময়ের তুলনায় অনেক কম ছিল। সেই সময়ের কথা বললে, গ্যাস সিলিন্ডারে ভর্তুকি দেওয়ার পরে, ২০১৪ সালের ১ মার্চে রাজধানী দিল্লিতে মাত্র ৪১০.৫০ টাকায় ঘরোয়া গ্যাস সিলিন্ডার পাওয়া গিয়েছিল।