এই একটি সিদ্ধান্তেই বন্ধ হবে চিনের “দাদাগিরি”! এবার ভারতের মধ্যবিত্তরাও হবেন কোটিপতি, এল বড় আপডেট

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে চিনকে বিভিন্ন দিক থেকে কড়া টক্কর দিচ্ছে ভারত (India)। শুধু তাই নয়, একের পর এক বড় কোম্পানি চিনের প্রতি মনোযোগ হারিয়ে এখন ভারতের দিকে ঝুঁকছে। সেই রেশ বজায় রেখেই Amazon-ও এখন ভারতের প্রতি আকৃষ্ট হচ্ছে। যারা পূর্বে চিনের প্রতি বেশি নজর দিত।

ভারতের (India) প্রতি আকৃষ্ট হচ্ছে Amazon:

শুধু তাই নয়, Amazon জানিয়েছে যে, এই বছর তারা ভারত (India) থেকে ৫ বিলিয়ন ডলার মূল্যের ছোট এবং সস্তা পণ্য বিক্রি করবে। গতবছর এই পরিমাণটি ছিল ৩ বিলিয়ন ডলার। এই ঘটনাটি ফের প্রমাণ করে দিয়েছে যে বিশ্বব্যাপী সাপ্লাই চেনের নিরিখে ভারত এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এদিকে, Amazon-এর গ্লোবাল বিজনেস ডিরেক্টর ভূপেন ওয়াকাঙ্কর রয়টার্সকে বলেছেন যে, ভারত Amazon-এর জন্য একটি বড় বাজার।

This time middle class of India will also become millionaires.

ছোট ব্যবসায় অর্থ বিনিয়োগ: ওয়াকাঙ্কারের মতে, Amazon ভারতের (India) বাণিজ্য মন্ত্রক এবং ট্রেড অ্যাসোসিয়েশনগুলির সাথে হাত মিলিয়েছে ভারতের ছোট ব্যবসার সাথে সংযোগ স্থাপনের জন্য। যেগুলি মূলত পোশাক, গয়না, বাড়ির পণ্য এবং আয়ুর্বেদ পণ্য তৈরি করে। এই ছোট ছোট আইটেমগুলি সরাসরি বিদেশে পাঠানো সহজ এবং খুব বেশি আমদানি কর লাগেনা। অপরদিকে, বড় আইটেমগুলির ক্ষেত্রে উচ্চ কর থাকে। এমতাবস্থায়, Amazon জানিয়েছে, তারা এই সেলারদের সাহায্য করার জন্য এটি প্রযুক্তি এবং টুলস তথা সরঞ্জামের ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করছে।

আরও পড়ুন: নজির গড়লেন অনন্ত! লালবাগচা রাজার উদ্দেশ্যে দান করলেন ২০ কেজি সোনার মুকুট, চমকে দেবে দাম

ওয়াকাঙ্কর জানিয়েছেন, “আমরা বিক্রেতাদের তাদের নাগাল প্রসারিত করতে, প্রোডাক্ট সার্চকে সহজ করতে এবং বিক্রয় বাড়াতে সাহায্য করার জন্য সরঞ্জাম এবং প্রযুক্তিতে প্রচুর অর্থ বিনিয়োগ করছি।” উল্লেখ্য যে, গত জুনে, Amazon ঘোষণা করেছিল যে, তারা ২০৩০ সালের মধ্যে ভারতে (India) তার বিনিয়োগ ২৬ বিলিয়ন ডলারে নিয়ে যাবে। যার মধ্যে তার ক্লাউড বিজনেসের জন্যও অর্থ অন্তর্ভুক্ত রয়েছে।

আরও পড়ুন: খুনের দায়ে অভিযুক্ত! জেলে যাওয়ার ভয়ে বাংলাদেশে ফিরলেন না শাকিব? নিচ্ছেন ভারতে আসার প্রস্তুতি

রিপোর্টে আরও বলা হয়েছে, Amazon এবং ওয়ালমার্টের ফ্লিপকার্ট ভারতের (India) খুচরো বাজারে যথেষ্ট প্রভাব ফেলেছে। কারণ তারা ছাড়ের প্রস্তাব দিয়ে এবং স্থানীয় বিক্রেতাদের যুক্ত করে। যদিও, তাদের বিজনেস গ্রুপ এবং রাজনীতিবিদদের কাছ থেকে প্রাইজিং প্র্যাকটিসের বিষয়ে সমালোচনার সম্মুখীন হতে হয়।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর