ডার্বি বয়কটের সিদ্ধান্ত মোহনবাগানের! বিবৃতি জারি করল ক্লাব

বাংলা হান্ট ডেস্ক: ফের একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এল কলকাতা ডার্বি (Kolkata Derby)। ইতিমধ্যেই ডার্বির (East Bengal vs Mohun Bagan) দিনকে ঘিরে প্রশ্ন তৈরি হলেও সেই বিতর্কের অবসান ঘটেছে। এমতাবস্থায়, নির্ধারিত দিন অর্থাৎ, আগামী ১০ মার্চ ISL-এ কলকাতা ডার্বির দ্বিতীয় পর্ব। যদিও, সেক্ষেত্রে পাল্টে গিয়েছে সময়। এমতাবস্থায়, সাড়ে সাতটার পরিবর্তে সাড়ে আটটার সময় শুরু হবে খেলা। তবে এবার, ওই ম্যাচের টিকিটকে ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক।

শুধু তাই নয়, মোহনবাগান সমর্থকদের টিকিটের দাম ইস্টবেঙ্গল সমর্থকদের তুলনায় বেশি হওয়ায় মোহনবাগান সমর্থকরা স্বাভাবিকভাবেই এই বিষয়ে প্রশ্ন তুলেছিলেন। এমন পরিস্থিতিতে, সামগ্রিক বিষয়টিতে প্রতিক্রিয়া জানানো হল মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের তরফে। উল্লেখ্য যে, এবারের কলকাতা ডার্বির আয়োজক ইস্টবেঙ্গল। কিন্তু দেখা গিয়েছে যে, ডার্বির জন্য লাল-হলুদ সমর্থকদের টিকিটের দাম রাখা হয়েছে ১০০ টাকা থেকে। অন্যদিকে মোহনবাগান সমর্থকদের জন্য এই টিকিটের দাম শুরু হচ্ছে ২৫০ টাকা থেকে।

 

এমতাবস্থায়, বিষয়টির পরিপ্রেক্ষিতে সংবাদ মাধ্যমের সামনে মোহনবাগান ক্লাবের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত ক্ষোভপ্রকাশ করেছেন। শুধু তাই নয়, তিনি স্পষ্ট জানিয়েছেন যে, মোহনবাগান আয়োজিত ডার্বিতে তাঁরা এর বদলা নেবেন। পাশাপাশি এই বিষয়ে, মোহনবাগানের তরফে বিবৃতিও সামনে আনা হয়েছে। যেখানে এই বিষয়টিকে একটি “লজ্জাজনক ঘটনা” হিসেবে অভিহিত করা হয়। ক্লাবের তরফে জানানো হয়েছে, “বিশ্বের সবথেকে জনপ্রিয় খেলা ফুটবলকে এবার ভারতে বদনাম করেছে ইস্টবেঙ্গল ক্লাব। এমন ঘটনা সমগ্র বিশ্বে নজিরবিহীন যে অ্যাওয়ে টিমের ভক্তদের এমন দামে ম্যাচের টিকিট কিনতে হবে যা হোম টিমের ভক্তদের তুলনায় প্রায় দ্বিগুণ। এটি নিঃসন্দেহে একটি লজ্জাজনক ঘটনা। যেটি আমরা এবার বিখ্যাত কলকাতা ডার্বির ইতিহাসে প্রথমবার প্রত্যক্ষ করছি।”

আরও পড়ুন: চলছে প্রস্তুতি, জাপানের কাছ থেকে এতগুলি বুলেট ট্রেন কিনবে ভারত! এই মাসেই হতে পারে চুক্তি

পাশাপাশি আরও জানানো হয় যে, “ইস্টবেঙ্গল ক্লাবের এই লজ্জাজনক আচরণ ফুটবলকে অসম্মানিত করেছে এবং যাঁদের আমরা আমাদের ক্লাবের ভিত্তি এবং স্তম্ভ বলে মনে করি আমাদের সেই অগণিত সদস্য এবং সমর্থকদের অনুভূতিতে আঘাত করেছে।” এমন পরিস্থতিতে ইস্টবেঙ্গলের এহেন আচরণের নিন্দা জানিয়ে ক্লাব সিদ্ধান্ত নেয় যে, মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল ক্লাবের মধ্যে ISL-এর ডার্বি ম্যাচের কোনো টিকিট কেনা না বা বিক্রি করা হবে না।

আরও পড়ুন: চলমান টেস্ট সিরিজের মাঝেই অবসর ঘোষণা এই ভারতীয় খেলোয়াড়ের! নিয়েছেন ৫৪২ টি উইকেট

এছাড়াও, স্পষ্টভাবে এটাও জানিয়ে দেওয়া হয়েছে, এই বার্তা মোহনবাগানের পক্ষ থেকে আগামী ডার্বির একটি অফিসিয়াল বয়কট হিসেবে দেখা যেতে পারে। এই বিবৃতির মাধ্যমে এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে, মোহনবাগানের পক্ষ থেকে এবার ডার্বি বয়কট করা হবে। তবে, টিকিট কেনা বা বিক্রি থেকে তাদের পিছিয়ে আসার সিদ্ধান্তে যে সমস্ত সমর্থকরা অনলাইনে টিকিট কিনেছেন তাঁদের সমস্যায় পড়তে হতে পারে বলেও অনুমান করা হচ্ছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর