বাংলা হান্ট ডেস্ক: বিশ্বের শীর্ষ ধনকুবেরদের তালিকায় একদম প্রথম স্থানে থাকা টেসলা এবং স্পেসএক্সের মতো সংস্থার মালিক ইলন মাস্ক (Elon Musk) এবার বড় ধাক্কা খেয়েছেন। শুধু তাই নয়, বিশ্বের দ্বিতীয় ধনী হিসেবে বিবেচিত ফরাসি ধনকুবের বার্নার্ড আর্নল্টও (Bernard Arnault) ক্ষতির মুখে পড়েছেন। উভয় বিলিয়নেয়ারের সম্পদের পরিমাণ হ্রাস পেয়েছে। অন্যদিকে, ওই তালিকায় থাকা ভারতীয় ধনকুবের তথা রিলায়েন্সের চেয়ারম্যান মুকেশ আম্বানি (Mukesh Ambani) এবং আদানি গ্রুপের মালিক গৌতম আদানির (Gautama Adani)-র মোট সম্পদে ব্যাপক বৃদ্ধি ঘটেছে। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।
ইলন মাস্ক: বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের মোট সম্পদের বিষয়ে বলতে গেলে জানাতে হয় যে, ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, বর্তমানে তাঁর মোট সম্পদের পরিমাণ ৯.৩৫ বিলিয়ন ডলার বা প্রায় ৭৭ হাজার কোটি টাকা কমেছে। যার জেরে মাস্কের সম্পদের পরিমাণ আপাতত ২২৬ বিলিয়ন ডলারে নেমে এসেছে।
বার্নার্ড আর্নল্ট: বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি হিসেবে বিবেচিত বার্নার্ড আর্নল্টের সম্পদও কমেছে। তাঁর মোট সম্পদের পরিমাণ ৩.০৪ বিলিয়ন ডলার বা প্রায় ২৫ হাজার কোটি টাকা হ্রাস পেয়েছে। এখন বার্নার্ডের মোট সম্পদ ১৮৩ বিলিয়ন ডলারে নেমে এসেছে।
মুকেশ আম্বানি: ভারত তথা এশিয়ার সবথেকে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির মোট সম্পদে বড়সড় বৃদ্ধি প্রত্যক্ষ করা গেছে। গত ২৪ ঘন্টায়, আম্বানির মোট সম্পদ ৬৭০ মিলিয়ন ডলার বা প্রায় ৫,৫৪২ কোটি টাকা বেড়েছে। পাশাপাশি, বর্তমানে মুকেশ আম্বানির মোট সম্পদ বেড়ে হয়েছে ৯১.২ বিলিয়ন ডলার। এমতাবস্থায়, বিশ্বের শ্রেষ্ঠ ধনী ব্যক্তিদের তালিকায় তিনি দ্বাদশ স্থানে রয়েছেন।
আরও পড়ুন: এটাই হল বিশ্বের সবথেকে কমজোর মুদ্রা, ভারতের ১ টাকায় পাবেন এতকিছু! গেলেই হয়ে যাবেন রাজা
গৌতম আদানি: সাম্প্রতিক কালে ভারতীয় ধনকুবের গৌতম আদানি বিপুল ক্ষতির সম্মুখীন হয়েছেন। কিন্তু এখন আবার আদানি গ্রুপের কোম্পানিগুলির শেয়ারে ঊর্ধ্বগতি পরিলক্ষিত হয়েছে। এর পাশাপাশি আদানির মোট সম্পদও বেড়েছে। গত ২৪ ঘন্টায়, আদানির সম্পদ ৯৬৯ মিলিয়ন বা প্রায় ৮,০১৫ কোটি টাকা বেড়েছে। বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় তিনি আপাতত ২১ তম স্থানে রয়েছেন।
আরও পড়ুন: ক্রমশ এগোচ্ছে ভারত! এবার সেমিকন্ডাক্টর শিল্পেই হবে ১২ লক্ষের কর্মসংস্থান, সামনে এল বড় তথ্য
জেফ বেজোস: বিশ্বের শীর্ষ ধনকুবেরদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন অ্যামাজনের জেফ বেজোস। জেফ বেজোসের মোট সম্পদের পরিমাণ হল ১৬২ বিলিয়ন ডলার। পাশাপাশি, ল্যারি এলিসন ১৩৪ বিলিয়ন ডলারের সম্পদের সাথে এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন।
বিল গেটস: বর্তমানে মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসের মোট সম্পদের পরিমাণ হল ১২৯ বিলিয়ন ডলার। বিশ্বের শ্রেষ্ঠ ধনকুবেরদের তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন তিনি। পাশাপাশি, ১২২ বিলিয়ন ডলারের সম্পদের অধিকারী হয়ে ষষ্ঠ স্থানে ল্যারি পেজ এবং ১২১ বিলিয়ন ডলারের সম্পদের ওপর ভর করে সপ্তম স্থানে রয়েছেন ওয়ারেন বাফেট।