এটাই হল বিশ্বের সবথেকে কমজোর মুদ্রা, ভারতের ১ টাকায় পাবেন এতকিছু! গেলেই হয়ে যাবেন রাজা

বাংলা হান্ট ডেস্ক: বিশ্বজুড়ে বিভিন্ন মুদ্রার (Currency) প্রচলন রয়েছে। এমতাবস্থায়, সেগুলির মধ্যে শক্তিশালী মুদ্রার প্রসঙ্গ সামনে এলে উঠে আসে দিনার, রিয়াল, পাউন্ড, ইউরো এবং ডলারের মতো মুদ্রাগুলি। যদিও, কিছু কিছু দেশের মুদ্রা এতটাই দুর্বল যে, সেগুলি সম্পর্কে জানলে রীতিমতো অবাক হয়ে যাবেন সকলেই। বর্তমান প্রতিবেদনে আমরা ঠিক সেইরকমই ৫ টি দুর্বল মুদ্রার বিষয়ে আপনাদের জানাবো।

১. ইরানের মুদ্রা ইরানিয়ান রিয়াল বিশ্বের সবচেয়ে দুর্বল মুদ্রা হিসেবে বিবেচিত হয়। এদিকে, মজার বিষয় হল একই নামের আরেকটি মুদ্রা, ওমানি রিয়াল বিশ্বের অন্যতম শক্তিশালী মুদ্রা। ইরানিয়ান রিয়ালের ক্ষেত্রে আপনি ১ টাকায় ৫১৬ ইরানি রিয়াল পেতে পারেন। উল্লেখ্য যে, ব্যবসা ও ক্যাপিটা GDP-র দিক থেকে ইরান খুবই পিছিয়ে পড়া দেশ। সেখানকার অর্থনীতি মূলত তেল ও কৃষির ওপর নির্ভরশীল।

It is the weakest currency in the world

২. দ্বিতীয় দুর্বল মুদ্রা হল ভিয়েতনামি ডং। মূলত, ভিয়েতনামে একটি উদীয়মান অর্থনীতি পরিলক্ষিত হয়। তবে, সেখানে আপনি ১ টাকায় ২৮৪ ভিয়েতনাম ডং কিনতে পারবেন। উল্লেখ্য যে, ভিয়েতনামের অর্থনীতি ২০২৪ সালে ৬.৫ শতাংশ হারে বৃদ্ধি পাবে বলে অনুমান করা হচ্ছে।

আরও পড়ুন: সবকিছুই আছে, শুধু খুঁজে পাবেন না ১ নম্বর প্ল্যাটফর্ম! দেশের এই রেলস্টেশনে এলে ঘুরে যাবে মাথা

৩. এদিকে, সিয়েরা লিওনের মুদ্রা SLL বিশ্বের তৃতীয় দুর্বল মুদ্রা হিসেবে বিবেচিত হয়। সেখানে ১ টাকায় আপনি ২৭৮ SLL কিনতে পারেন। এই মুদ্রার পুরো নাম সিয়েরা লিওনিয়ান লিওন। সেখানকার অর্থনীতি মূলত কৃষির উপর নির্ভরশীল। তবে এই দেশটি হিরের খনির জন্যও বিখ্যাত। এটি আফ্রিকার সপ্তম দরিদ্রতম দেশ।

আরও পড়ুন: এবার ঘুমোতে চলল “ক্লান্ত” প্রজ্ঞান! এরপরে আদৌ কি উঠবে জেগে? বড় তথ্য সামনে আনল ISRO

৪. পাশাপাশি, বিশ্বের চতুর্থ দুর্বল মুদ্রা হল লাও বা লাওটিয়ান কিপ (LAK)। এটি বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতির অন্যতম একটি। এখানে মাথাপিছু জিডিপি হল ১,৮৭৫ ডলার। পাশাপাশি, সেখানকার অর্থনীতির ৫০ শতাংশ কৃষি, ৪০ শতাংশ শিল্প এবং ১০ শতাংশ পরিষেবার উপর নির্ভরশীল। তবে সেখানকার মুদ্রা ভারতীয় রুপির তুলনায় অনেক দুর্বল। ১ টাকার নিরিখে এই মুদ্রার ২১২ LAK কেনা যাবে।

It is the weakest currency in the world.

৫. এদিকে, ইন্দোনেশিয়াও এমন একটি এশিয়ান দেশ যেখানে শিল্প সংক্রান্ত কার্যক্রম এখন দ্রুত প্রসারিত হচ্ছে। সেখানে ভারতের মতো দ্রুত উদীয়মান অর্থনীতিও পরিলক্ষিত হয়। পাশাপাশি, দুর্বল মুদ্রার কারণে সেখানে বাইরে থেকেও বিনিয়োগ আসছে। সেখানকার মুদ্রা হল IDR (ইন্দোনেশিয়ান রুপি)। আপনি ওই দেশে ১ টাকায় ১৭৯ IDR কিনতে পারবেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর