এবার মহাকাশেও বাড়বে দাপট! ISRO-র সাথে জোট বাঁধছে NASA, চাঁদ-মঙ্গল-শুক্রে সম্পন্ন হবে যৌথ অভিযান

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড়সড় খবর সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার মহাকাশ অভিযানে জোট বাঁধছে নয়াদিল্লি এবং ওয়াশিংটন। উল্লেখ্য যে, ইতিমধ্যেই বছর কয়েক আগে আমেরিকার মহাকাশ সংস্থা NASA (National Aeronautics and Space Administration)-র সঙ্গে যৌথ উদ্যোগে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO (Indian Space Research Organisation) “আর্থ অবজারভেশন” উপগ্রহ “নিসার” বানানোর লক্ষ্যে কাজ শুরু করেছে।

তবে, এবার এই দুই দেশ যৌথ ভাবে মহাকাশ অভিযানেও নামতে চলেছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফরের আবহেই এবার মহাকাশ অভিযানে যৌথ পদক্ষেপের লক্ষ্যে “আর্টেমিস চুক্তি”-তে ভারত সই করেছে। এর মাধ্যমে অদূর ভবিষ্যতে চাঁদে মহাকাশচারী পাঠানোর লক্ষ্যে NASA-র আর্টেমিস মিশনে অংশীদার হতে পারে ভারত অর্থাৎ ISRO।

   

শুধু তাই নয়, আরও জানা গিয়েছে যে, মঙ্গল অভিযানেও একসাথে কাজ করতে পারে NASA এবং ISRO। এমন পরিস্থিতিতে এই যৌথ উদ্যোগের ওপর ভর করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আগামী বছর অর্থাৎ ২০২৪ সালেই মহাকাশচারী পাঠানো হতে পারে। জানিয়ে রাখি যে, আর্টেমিস চুক্তিতে আমাদের দেশ ছাড়াও আরও সাতটি দেশ স্বাক্ষর করেছে।

এদিকে, ২০২০ সালে NASA-র মঙ্গল অভিযানের মূল পথপ্রদর্শক তথা প্রকল্পের কর্ণধার চিফ ইঞ্জিনিয়ার অ্যাডাম স্টেলটজ্‌নার জানিয়েছিলেন যে, NASA এবং ISRO-র মধ্যে “নিসার”, “সিএমবি ভারত”-এর মতো কয়েকটি অভিযানের মাধ্যমে দারুণ ভাবে সহযোগিতার সম্পর্ক গড়ে উঠেছে। যা ভবিষ্যতে বড় ধরণের যৌথ মহাকাশ অভিযানের সম্ভাবনাও তৈরি করেছে।

whatsapp image 2023 06 23 at 4.10.10 pm (1)

এমতাবস্থায়, গত বুধবার হোয়াইট হাউসে মোদীর সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠকের আগেই সেই সম্ভাবনায় কার্যত সিলমোহর পড়ে গেল। ইতিমধ্যেই বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, আর কয়েক বছরের মধ্যেই মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা NASA, ISRO-র সঙ্গে যৌথ ভাবে মঙ্গল, শুক্র ও চন্দ্রাভিযানে নামবে। মূলত, ইউরোপিয়ান স্পেস এজেন্সির (ESA) সঙ্গে এখন ঠিক যেভাবে NASA যৌথ মহাকাশ অভিযান সম্পন্ন করে ঠিক সেইরকমই ISRO-র সাথেও পরিকাঠামোগত এবং প্রযুক্তিগত সহযোগিতা গড়ে তোলা হবে বলেও জানা গিয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর