বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। মূলত, রাশিয়ার (Russia) রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) সম্প্রতি একটি বড় খবর শেয়ার করেছেন। তাঁর মতে, রাশিয়ান বিজ্ঞানীরা ক্যান্সারের ভ্যাকসিন (Cancer Vaccine) তৈরির খুব কাছাকাছি রয়েছেন। শুধু তাই নয়, ওই ভ্যাকসিন শীঘ্রই রোগীদের জন্য উপলব্ধ করা হবে বলেও জানানো হয়েছে।
পুতিন জানিয়েছেন যে, “আমরা ক্যান্সারের টিকা এবং ইমিউনোমডুলেটরি ওষুধ (ক্যান্সারের জন্য ওষুধ) তৈরির খুব কাছাকাছি চলে এসেছি। আমি আশা করি খুব শীঘ্রই এগুলি মেডিক্যাল ফেসিলিটিজে মানুষের চিকিৎসার জন্য ব্যবহার করা হবে।”
ক্যান্সার চিকিৎসার জন্য ভ্যাকসিন: উল্লেখ্য যে, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ এবং কোম্পানি ক্যান্সারের টিকা নিয়ে কাজ করছে। গত বছর UK সরকার জার্মানিতে স্থিত বায়োএনটেকের সাথে “ব্যক্তিগত ক্যান্সার চিকিৎসা”-র পরীক্ষা শুরু করার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির লক্ষ্য হল ২০৩০ সালের মধ্যে ১০,০০০ ক্যান্সার রোগীর কাছে ফেসিলিটিজ প্রসারিত করা।
আরও পড়ুন: রেলের এই কোম্পানির শেয়ার বিনিয়োগকারীদের করল মালামাল! মাত্র ৬ মাসেই মিলল ১২৬ শতাংশ রিটার্ন
ভ্যাকসিন তৈরিতে নিয়োজিত কোম্পানিগুলি: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ফার্মাসিউটিক্যাল কোম্পানি মার্ডানা এবং মার্ক-অ্যান্ড কোম্পানি পরীক্ষামূলক ক্যান্সারের ভ্যাকসিন তৈরি করেছে। এর মাধ্যমে তিন বছর চিকিৎসার পর মেলেনোমায় (Skin Cancer) মৃত্যুর সম্ভাবনা অর্ধেকে নেমে এসেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, সারভাইকাল ক্যান্সার সহ একাধিক ক্যান্সারের কারণ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (HPV)-এর বিরুদ্ধে ৬ টি লাইসেন্সপ্রাপ্ত ভ্যাকসিন রয়েছে। এর পাশাপাশি হেপাটাইটিস বি (HBV)-র সাথে লড়াইয়ের জন্যও একটি ভ্যাকসিন রয়েছে। উল্লেখ্য যে, এই ভাইরাস লিভার ক্যান্সারের কারণ হিসেবে বিবেচিত হয়।
আরও পড়ুন: এবার ইতিহাস তৈরি করলেন মুকেশ আম্বানি! দেশের প্রথম ২০ লক্ষ কোটি টাকার কোম্পানি হল রিলায়েন্স
করোনার ভ্যাকসিনও তৈরি করেছে রাশিয়া: উল্লেখ্য যে, করোনার মতো ভয়াবহ মহামারী চলাকালীন রাশিয়া COVID-19-এর বিরুদ্ধে স্পুটনিক ভি ভ্যাকসিন তৈরি করেছিল। এই ভ্যাকসিন বিশ্বের একাধিক দেশের মানুষের জীবন বাঁচিয়েছে। এদিকে, এবার পুতিনের মেডিক্যাল রিসার্চ ইউনিটসের ক্যান্সারের ভ্যাকসিনের মতো বড় উদ্ভাবন বিশ্বজুড়ে যে কোটি কোটি মানুষের জীবন বাঁচিয়ে দিতে পারে তা আর বলার অপেক্ষা রাখে না।