“ISRO-তে আমার অবস্থান হুমকির মুখে পড়েছিল, হতে পারত….”; বিস্ফোরক তথ্য সামনে আনলেন এস সোমনাথ

বাংলা হান্ট ডেস্ক: গত ২৩ অগাস্ট চাঁদের দুর্গম দক্ষিণ মেরুতে সফলভাবে “সফট ল্যান্ডিং” সম্পন্ন করে চন্দ্ৰযান-৩ (Chandrayann-3)। আর তারপরেই ভারত এক অনন্য ইতিহাস তৈরি করে ফেলে। কারণ, এর আগে বিশ্বের আর অন্য কোনো দেশ চাঁদের দক্ষিণ মেরুতে সফল অভিযান করতে পারেনি। এদিকে, চন্দ্ৰযান-৩-এর সাফল্যের পরেই সূর্যের উদ্দেশ্যে রওনা হয়েছে আদিত্য-L1 (Aditya L-1)। আর এইসব অভিযানের মাধ্যমে বারংবার যাঁর নাম সামনে এসেছে তিনি হলেন ISRO (Indian Space Research Organisation)-র চেয়ারম্যান এস সোমনাথ (S. Somanath)।

এমতাবস্থায়, সম্প্রতি তিনি তাঁর পেশাদার এবং ব্যক্তিগত জীবন সম্পর্কে NDTV-র সাথে কথা বলেছেন। পাশাপাশি, ওই কথোপকথনের সময়ে তিনি চাঁদ, মঙ্গল এবং এক্সোপ্ল্যানেটগুলিতে একটি “স্থায়ী বাসস্থান” তৈরি এবং প্রতিষ্ঠা করার লক্ষ্যে ভারতের গুরুত্বকে জোর দিয়েছেন। এছাড়াও, ISRO-তে তাঁর সফরের বিষয়ে বলতে গিয়ে, সোমনাথ জানান যে, এই বিষয়টি তাঁর কাছে খুব একটা সহজ ছিল না।

This time, S. Somanath brought forward the big information

তিনি বলেন, “মনে করবেন না যে আমার জীবনে সবকিছুই আমার জন্য সুন্দর ছিল…ব্যক্তিগত জীবন এবং অফিসিয়াল জীবনে আমিও চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি। কখনও আপনি (নিজেকে উল্লেখ করে) একটি প্রতিষ্ঠান থেকে ছিটকে যেতে পারেন…আপনার (নিজেকে উল্লেখ করে) অবস্থান হুমকির সম্মুখীন হতে পারে এবং কখনও কখনও আপনার সাথে খুব সম্মানের সাথেও আচরণ করা হয় না।”

আরও পড়ুন: বাড়িতে ব্যবহৃত হয় ২ টো তার, কিন্তু ট্রেন চলে একটিতে, পুরো পদ্ধতি জানলে চমকে উঠবেন

পাশাপাশি, সোমনাথ একটি ঘটনার প্রসঙ্গও সামনে এনেছেন। যেটি তাঁকে গভীরভাবে প্রভাবিত করেছিল। তিনি জানান, “অনেক বছর আগে… GSLV Mark-III অভিযানের উৎক্ষেপণের সময়ে সেখানে ব্যর্থ হওয়ার প্রবল সম্ভাবনা ছিল। কিন্তু কাউকে না কাউকে (উৎক্ষেপণের) সিদ্ধান্ত নিতে হত এবং আমি তা নিয়েছিলাম। আমার মনে হয় আমাকে হুমকি দেওয়া হয়েছিল… যে এটি হবে একটি বড় ব্যর্থতা।”

আরও পড়ুন: দুর্দান্ত পলিসি LIC-র! এবার মাত্র ১০০ টাকা জমা করেই পেয়ে যান ৭৫ হাজার টাকার লাভ সহ একাধিক সুবিধা

এমতাবস্থায়, তিনি আরও বলেন, “কিন্তু সেখানে আর কেউ ছিল না এবং আমি এটি করেছি…এবং সফল হয়েছে। জীবনে অনেক কিছুই এরকম হয়।” সোমনাথ জানান, “‘আমাকে শুনতে হয়েছে আপনি এই কাজের জন্য উপযুক্ত ব্যক্তি নন…..আমি এই সমস্ত সমালোচনা শুনেছি। তবে আপনাকে নিজেকে এই অযৌক্তিক বিষয়ের ঊর্ধ্বে উঠতে হবে। একবার আপনি ওই (আত্মবিশ্বাসের) পর্যায়ে পৌঁছে গেলে আপনি সেটি করতে পারবেন। ওই ধরণের মানুষদের দিকে তাকান এবং হাসুন। তাঁদের ওই ‘বোকা বোকা’ কাজগুলি উপেক্ষা করা যেতে পারে।”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর