বড় ধামাকার জন্য প্রস্তুত Tata! আসতে চলেছে এই ৪ টি দুর্ধর্ষ বৈদ্যুতিক গাড়ি, EV মার্কেটে এবার উঠবে ঝড়

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে পেট্রোল-ডিজেলের (Petrol-Diesel Price) উচ্চ দামের পরিপ্রেক্ষিতে এবং পরিবেশের কথা মাথায় রেখে অনেকেই বৈদ্যুতিক যানবাহনের (Electric Vehicles) প্রতি আকৃষ্ট হচ্ছেন। আর সেই কারণেই সময়ের সাথে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার। এমতাবস্থায়, গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে একের পর এক দুর্ধর্ষ EV সামনে আনছে প্রস্তুতকারী সংস্থাগুলি। এদিকে, আমাদের দেশে (India) ইলেকট্রিক গাড়ির সেগমেন্টে Tata Motors-এর বিরাট আধিপত্য রয়েছে। এমতাবস্থায়, এই আধিপত্য বজায় রাখতে সংস্থাটি বড় পদক্ষেপ গ্রহণ করতে চলেছে।

এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, এবার ভারতীয় বাজারে গ্রাহকদের জন্য একের পর এক নতুন বৈদ্যুতিক গাড়ি লঞ্চ করার পরিকল্পনা রয়েছে সংস্থার। উল্লেখ্য যে, ইতিমধ্যেই সংস্থাটির তরফে Tigor EV, Nexon EV, Tiago EV এবং Punch EV-র মতো গাড়ি লঞ্চ করা হয়েছে। যেগুলি তুমুল জনপ্রিয় হয়েছে গ্রাহক মহলে। তবে, এবার কোম্পানি শীঘ্রই চারটি নতুন বৈদ্যুতিক গাড়ি লঞ্চ করতে পারে। জানা গিয়েছে যে, টাটা মোটরসের পরবর্তী চারটি গাড়ির মধ্যে দু’টি গাড়ি এই বছর এবং দু’টি গাড়ি আগামী বছর ভারতীয় বাজারে “এন্ট্রি” নিতে পারে। জানিয়ে রাখি যে, ভারতে ইলেকট্রিক সেগমেন্টের বৃদ্ধির জন্য সরকারের তরফেও বিভিন্নরকম পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

This time Tata is bringing 4 new electric cars

২০২৪ সালে নজর থাকবে এই গাড়িগুলির দিকে: আপনি যদি Tata কোম্পানির ইলেকট্রিক গাড়ি কিনতে চান সেক্ষেত্রে আপনার জন্য রয়েছে সুখবর! কারণ, Tata Curvv EV আগামী কয়েক মাসের মধ্যেই ভারতে এন্ট্রি নিতে পারে। Tata Motors-এর পরবর্তী বৈদ্যুতিক SUV হতে চলেছে Curvv EV। শুধু তাই নয়, এই ইলেকট্রিক গাড়ির পর Tata Harrier-এর ইলেকট্রিক মডেলও লঞ্চ হতে পারে।

আরও পড়ুন: বক্স অফিসে বাবার ঝড়, ছেলে কাঁপাচ্ছেন মাঠ! টানা ৪ ম্যাচে ৫ টি সেঞ্চুরি “12th Fail” পরিচালকের পুত্রের

কোম্পানির ইলেকট্রিক লাইনআপে, এই গাড়িটি Nexon EV-র ওপরে থাকবে এবং Hyundai Creta-র বৈদ্যুতিক সংস্করণের সাথে প্রতিযোগিতা করবে। তবে, Hyundai Creta-র বৈদ্যুতিক সংস্করণ লঞ্চের আগেই লঞ্চ করা হতে পারে এই গাড়িটি। Harrier EV SUV টি গত বছর অটো এক্সপোতে প্রদর্শিত Harrier EV কনসেপ্টের ওপর ভিত্তি করে তৈরি হবে। রিপোর্ট অনুযায়ী, Harrier-এর বৈদ্যুতিক ভার্সন এই বছরের শেষ নাগাদ বিক্রির জন্য উপলব্ধ হতে পারে।

আরও পড়ুন: ফের বড় সাফল্য! রুপি মারফত পেমেন্টেই রাশিয়ায় দ্বিগুণ রফতানি ভারতের, চমকে দেবে পরিসংখ্যান

২০২৫ সালে আসবে এই ২ টি EV: উল্লেখ্য যে, যাঁরা Altroz EV-র জন্য অপেক্ষা করছেন তাঁদের এই অপেক্ষা আরও কিছুটা বাড়তে পারে। কারণ, রিপোর্ট অনুযায়ী, Altroz-এর বৈদ্যুতিক সংস্করণ গ্রাহকদের জন্য ২০২৪ সালে নয়, বরং ২০২৫ সালে লঞ্চ করা হতে পারে। এদিকে, Altroz ​​EV ছাড়াও, Tata Motors-এর Sierra EV-ও আগামী বছর গ্রাহকদের জন্য লঞ্চ হতে পারে বলে জানা গিয়েছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর