বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশের (India) গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলির মধ্যে অন্যতম হল টাটা মোটরস (Tata Motors)। এমতাবস্থায়, এই সংস্থার প্রসঙ্গেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, টাটা মোটরসের প্যাসেঞ্জার ভেহিকেল এবং প্যাসেঞ্জার ইলেকট্রিক মোবিলিটি সাবসিডিয়ারিগুলি বাজাজ ফাইন্যান্সের সাথে অংশীদারিত্ব করেছে।
মূলত, কোম্পানি তার ডিলারদের সাপ্লাই চেইন ফাইন্যান্স সলিউশন প্রদানের জন্য এই অংশীদারিত্বে প্রবেশ করেছে। তথ্য অনুযায়ী, Tata Motors-এর সহযোগী প্রতিষ্ঠান Tata Motors Passenger Vehicles (TMPV) এবং Tata Passenger Electric Mobility (TPEM) তার যাত্রী ও বৈদ্যুতিক যানবাহণ বিক্রেতাদের জন্য সাপ্লাই চেইন ফাইন্যান্স সলিউশন সম্প্রসারণের জন্য বাজাজ ফাইন্যান্সের সাথে হাত মিলিয়েছে।
TMPV এবং TPEM ডিলাররা পাবেন ফান্ডিং: এখানে বলা হয়েছে যে, চুক্তির অধীনে TMPV এবং TPEM ডিলারদের ন্যূনতম গ্যারান্টি সহ ফান্ডিং প্রদানের জন্য বাজাজ ফাইন্যান্সের বৃহৎ পরিসরে পৌঁছে গিয়ে লাভবান হওয়া যাবে। এই প্রসঙ্গে, TPEM-এর চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (CFO) এবং TPMV-র ডিরেক্টর ধীমান গুপ্তা জানিয়েছেন যে, বাজাজ ফাইন্যান্সের সাথে অংশীদারিত্ব ডিলার পার্টনারদের বর্ধিত ওয়ার্কিং ক্যাপিটালের অ্যাক্সেসকে আরও শক্তিশালী করবে।
আরও পড়ুন: সফর হবে আরও সহজ! ১৮ ঘন্টার ভ্রমণ শেষ হবে ৭ ঘন্টায়, তৈরি হচ্ছে দেশের আরও একটি এক্সপ্রেসওয়ে
কি জানিয়েছেন বাজাজ ফাইন্যান্সের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর: এদিকে, এই অংশীদারিত্বের প্রসঙ্গে বাজাজ ফাইন্যান্সের ডেপুটি-ম্যানেজিং ডিরেক্টর অনুপ সাহা জানিয়েছেন যে, “এই ফ্যান্ডিংয়ের মাধ্যমে আমরা TMPV এবং TPEM-এর অনুমোদিত যাত্রী ও বৈদ্যুতিক যানবাহণ ডিলারদের ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল দিয়ে সাহায্য করবো।”
আরও পড়ুন: অবশেষে মিটল “দূরত্ব”! ঈশান এবং শ্রেয়াসকে দ্বিতীয় সুযোগ দিল BCCI, “স্পেশাল” তালিকায় হলেন সামিল
এর মাধ্যমে ডিলাররা ক্রমবর্ধমান যাত্রীবাহী গাড়ির বাজার দ্বারা উপস্থাপিত সুযোগগুলিকে ভালোভাবে কাজে লাগাতে পারবেন বলে জানিয়েছেন তিনি। এর পাশাপাশি, তিনি আরও বলেছেন যে, এই সহযোগিতা শুধুমাত্র ডিলারদেরই উপকৃত করবে না। বরং, ভারতে মোটর অটোমোটিভ ইন্ডাস্ট্রির বৃদ্ধিতেও সাহায্য করবে।