মতবিরোধের আবহেই মিলল গুরুত্বপূর্ণ আপডেট! এবার এই বড় সিদ্ধান্ত নিল টাটা ট্রাস্ট

Published on:

Published on:

This time Tata Trusts has taken this big decision.

বাংলা হান্ট ডেস্ক: টাটা ট্রাস্টের (Tata Trusts) মধ্যে মতবিরোধের খবরের আবহেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে জি স্যার দোরাবজি টাটা ট্রাস্ট (SDTT) এবং স্যার রতন টাটা ট্রাস্ট (SRTT)-এর ট্রাস্টিরা ট্রাস্টি এবং ভাইস চেয়ারম্যান ভেনু শ্রীনিবাসনের পুনর্নিয়োগ অনুমোদন করেছেন। এক্ষেত্রে তিনি আজীবন তাঁর পদে বহাল থাকবেন। এর আগে, ট্রাস্টি এবং চেয়ারম্যান নোয়েল টাটাকেও জানুয়ারিতে পুনর্নিযুক্ত করা হয়েছিল। তাঁর ক্ষেত্রেও মেয়াদের কোনও সীমা থাকবে না। জানিয়ে রাখি যে, টাটা গ্রুপের হোল্ডিং কোম্পানি টাটা সন্সে SDTT এবং SRTT যৌথভাবে ৫২ শতাংশ শেয়ার ধারণ করে।

বড় সিদ্ধান্ত নিল টাটা ট্রাস্ট (Tata Trusts):

এদিকে, আরেকজন ট্রাস্টি (Tata Trusts), মেহলি মিস্ত্রির পুনর্নিয়োগ আগামী কয়েক দিনের মধ্যে বিবেচনা করা হবে। তবে, শ্রীনিবাসনের পুনর্নিয়োগ অপ্রত্যাশিত ছিল না। কারণ টাটা ট্রাস্টস গত ১৭ অক্টোবর, ২০২৪ তারিখে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাস করে। যেখানে বলা হয়েছে যে, যেকোনও ট্রাস্টির মেয়াদ শেষ হওয়ার পর, সংশ্লিষ্ট ট্রাস্টি কর্তৃক এই ধরণের ট্রাস্টিকে পুনঃনিযুক্ত করা হবে। এই নিয়োগের ক্ষেত্রে মেয়াদের কোনও সীমা থাকবে না।

This time Tata Trusts has taken this big decision.

বৈঠকের সিদ্ধান্ত: ১৭ অক্টোবর, ২০২৪ সালের সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, যে কোনও ট্রাস্টি (Tata Trusts) অন্য ট্রাস্টির পুনর্নিয়োগের বিরুদ্ধে ভোট দিলে তিনি তাঁর প্রতিশ্রুতি লঙ্ঘন করবেন এবং ট্রাস্টি বোর্ডে দায়িত্ব পালনের অযোগ্য হবেন। এর অর্থ হল SDTT এবং SRTT-এর সকল ট্রাস্টি আজীবন দায়িত্ব পালন করবেন।এর পাশাপাশি, এটাও সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে সমস্ত ট্রাস্টি সমানভাবে দায়িত্বপ্রাপ্ত। ফলে, ট্রাস্টি নিয়োগ কেবল আনুষ্ঠানিকতা হয়ে দাঁড়ায়। জেআরডি টাটা, রতন টাটা, জামশেদ ভাবা এবং আরকে কৃষ্ণ কুমার আজীবন ট্রাস্টি ছিলেন।

আরও পড়ুন: চোট সারিয়ে প্রত্যাবর্তনেই বড় দায়িত্ব পেলেন পন্থ! হলেন ভারতীয় দলের অধিনায়ক

উল্লেখ্য যে, নোশির সুনাওয়ালাও একজন আজীবন ট্রাস্টি ছিলেন কিন্তু অসুস্থতা এবং বয়সের কারণে তিনি উভয় ট্রাস্টের বোর্ড থেকে পদত্যাগ করেন। এছাড়াও, নির্দিষ্ট মেয়াদের ট্রাস্টিও (Tata Trusts) রয়েছেন। যেটি সাধারণত ৩ বছরের জন্য। এটি পর্যায়ক্রমে রিনিউ করা হয়। ওই সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, টাটা সন্স বোর্ডে ট্রাস্টিদের মনোনীত ট্রাস্টিদের ৭৫ বছর বয়স পূর্ণ হওয়ার পর তাঁদের নাম পর্যালোচনা করা হবে। গত মাসে ট্রাস্টিদের মধ্যে এই বিষয়টিই মতবিরোধের জন্ম দিয়েছিল।

আরও পড়ুন: ১৪ বছর বয়সে লেখেন বই, ১৮-তে গ্র্যান্ড মাস্টার! মাত্র ২৯-এই পাড়ি দিলেন না ফেরার দেশে, শোকস্তব্ধ ক্রীড়া জগৎ

সরকারি হস্তক্ষেপ: প্রাক্তন প্রতিরক্ষা সচিব বিজয় সিং-এর ডাইরেক্টরশিপের পর্যালোচনা করা হয়েছিল। তিনি বেশিরভাগ ট্রাস্টির (Tata Trusts) নেতৃত্ব দেননি। সিং-এর স্থলাভিষিক্ত হয়ে মেহলিকে নিয়োগের প্রস্তাব করা হয়েছিল। কিন্তু নোয়েল টাটা প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছিলেন। পরবর্তীতে সিং টাটা সন্সের বোর্ড থেকে পদত্যাগ করেন। বিষয়টি এমন পর্যায়ে পৌঁছে যে সরকারকে হস্তক্ষেপ করতে হয়। টাটা গ্রুপের শীর্ষ আধিকারিকরা দিল্লিতে দুই সিনিয়র মন্ত্রীর সঙ্গেও দেখা করেন।